Diwali 2021: দীপাবলিতে কীভাবে বাড়িকে সাজিয়ে তুলবেন ভাবছেন? আপনার জন্য রইল রঙ্গোলি তৈরির আইডিয়া
Diwali 2021 Rangoli Ideas: আর দুদিন পরেই শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় উৎসব দীপাবলি। এই দিন দেশের কোথাও পূজিত হবেন মা কালী তো কোথাও দেবী লক্ষ্মী। কিন্তু দেশের প্রতিটি বাড়ি মেতে উঠবে উৎসবে। এই উৎসবে বাড়ি ও জীবনের অন্ধকার দূর করতে জ্বালানো হয় প্রদীপ। তার সঙ্গে বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন রঙ্গোলি দিয়ে। কীভাবে করবেন ভাবছেন? দেখে নিন এক নজরে...