Diwali 2021: দীপাবলিতে কীভাবে বাড়িকে সাজিয়ে তুলবেন ভাবছেন? আপনার জন্য রইল রঙ্গোলি তৈরির আইডিয়া

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 02, 2021 | 12:03 PM

Diwali 2021 Rangoli Ideas: আর দুদিন পরেই শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় উৎসব দীপাবলি। এই দিন দেশের কোথাও পূজিত হবেন মা কালী তো কোথাও দেবী লক্ষ্মী। কিন্তু দেশের প্রতিটি বাড়ি মেতে উঠবে উৎসবে। এই উৎসবে বাড়ি ও জীবনের অন্ধকার দূর করতে জ্বালানো হয় প্রদীপ। তার সঙ্গে বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন রঙ্গোলি দিয়ে। কীভাবে করবেন ভাবছেন? দেখে নিন এক নজরে...

1 / 6
দীপাবলির দিন প্রদীপ জ্বালিয়ে, রঙিন রঙ্গোলিতে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় বাড়িকে। এই তিনটি উপাদানই যদি একসঙ্গে খুঁজে থাকেন তাহলে ট্রাই করতে পারেন এই ডিজাইনটি।

দীপাবলির দিন প্রদীপ জ্বালিয়ে, রঙিন রঙ্গোলিতে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় বাড়িকে। এই তিনটি উপাদানই যদি একসঙ্গে খুঁজে থাকেন তাহলে ট্রাই করতে পারেন এই ডিজাইনটি।

2 / 6
রঙ্গোলি তো রঙিনই হয়। তার সেখানে প্রদীপের আলো সব অন্ধকার দূর করে দিতে পারে। তাই ছোট্ট রঙ্গোলি বানিয়ে তার মাঝে একটি মাত্র প্রদীপও দিতে পারেন।

রঙ্গোলি তো রঙিনই হয়। তার সেখানে প্রদীপের আলো সব অন্ধকার দূর করে দিতে পারে। তাই ছোট্ট রঙ্গোলি বানিয়ে তার মাঝে একটি মাত্র প্রদীপও দিতে পারেন।

3 / 6
ফুল দিয়ে বাড়ি সাজাবেন ভাবছেন? এই ডিজাইনটি ট্রাই করতে পারেন। গাঁদা ফুল দিয়ে রঙ্গোলি তৈরি করুন আর তার মাঝে দিন একটি করে প্রদীপ।

ফুল দিয়ে বাড়ি সাজাবেন ভাবছেন? এই ডিজাইনটি ট্রাই করতে পারেন। গাঁদা ফুল দিয়ে রঙ্গোলি তৈরি করুন আর তার মাঝে দিন একটি করে প্রদীপ।

4 / 6
এই রঙ্গোলিটি আপনি ঠাকুরঘরে তৈরি করতে পারেন। লাল, কমলা হলুদ ফুলের পাপড়ির মাঝে সাদা ফুলের পাপড়ি দিয়ে ডিজাইন করুন এবং মাঝখানে একটি পিতলের প্রদীপ বসান।

এই রঙ্গোলিটি আপনি ঠাকুরঘরে তৈরি করতে পারেন। লাল, কমলা হলুদ ফুলের পাপড়ির মাঝে সাদা ফুলের পাপড়ি দিয়ে ডিজাইন করুন এবং মাঝখানে একটি পিতলের প্রদীপ বসান।

5 / 6
একটু নতুনত্ব আকারের রঙ্গোলি তৈরি করবেন ভাবছেন? ময়ূরের ডিজাইন দিতে পারেন। তার চারপাশের প্রদীপ দিয়ে দিন, এতে আরও উজ্জ্বল হবে আপনার রঙ্গোলি।

একটু নতুনত্ব আকারের রঙ্গোলি তৈরি করবেন ভাবছেন? ময়ূরের ডিজাইন দিতে পারেন। তার চারপাশের প্রদীপ দিয়ে দিন, এতে আরও উজ্জ্বল হবে আপনার রঙ্গোলি।

6 / 6
নীল, সাদা, হলুদ, গোলাপী এবং সবুজ রঙের ছোঁয়ায় আপনার রঙ্গোলিকে সাধারণ এবং উজ্জ্বল ভাবে সাজান। মাঝখানে একটি মোমবাতি বসিয়ে দিন, যার আলো দূর করবে আপনার বাড়ির অন্ধকার।

নীল, সাদা, হলুদ, গোলাপী এবং সবুজ রঙের ছোঁয়ায় আপনার রঙ্গোলিকে সাধারণ এবং উজ্জ্বল ভাবে সাজান। মাঝখানে একটি মোমবাতি বসিয়ে দিন, যার আলো দূর করবে আপনার বাড়ির অন্ধকার।

Next Photo Gallery