Casting Couch: কাস্টিং কাউচের শিকার, ‘গোপনাঙ্গ ছুঁতে হবে’, এই শর্তেই বলিউডে পা রাখার প্রস্তাব পেয়েছিলেন রণবীর
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 13, 2022 | 6:02 PM
Ranveer Singh: স্বপ্ন দেখেছিলেন বলিউডের সেরা অভিনেতা হওয়ার। বর্তমানে তিনি সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত স্টার। তবে শুরুটা মোটেও ছিল না এত সহজ। তিনিও শিকার হয়েছিলেন কাস্টিং কাউচের।
1 / 6
রণবীর সিং, বলিউডে পা রাখার সঙ্গে সঙ্গে নিজের ছন্দে কাজ শুরু করার মত সৌভাগ্য ঠিক সকলের হয় না। কোথাও গিয়ে যেন সেই কঠিন সত্যির মুখোমুখি হতে হয়েছে কম বেশি সকলকেই।
2 / 6
এবং তাঁদের দিল ধারকনে দো ছবিতেও একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। রণবীর সিং বরাবরই তাঁর সবঅভিনেতাদের সঙ্গে বেশ খোলামেলা, সেবারও ঠিক তেমনই এক ইয়ার্কি কাল হয়ে দাঁড়িয়ে ছিল তাঁর জন্য।
3 / 6
রণবীর সিং- বিশ্বাস করতে অবাক লাগলেও এটাই সত্যি। একটা সময় রণবীর সিং পকেটে কন্ডোম নিয়ে ঘুরতেন। মহিলাদের প্রতি ছিল তাঁর বিশেষ আকর্ষণ। নিজেই জানিয়েছিলেন ওয়ান নাইট স্ট্যান্ডের কথা কফি উইথ করণে।
4 / 6
সেখানেই রণবীর তাঁর স্বভাব বশত ইয়ার্কি করে বসেন অনুষ্কার সঙ্গে। বলে ফেলেন, তিনি অনুষ্কার নিতম্বে মারতে চান। আর তাতেই মেজাজ হারান অনুষ্কা।
5 / 6
কম বেশি সকলেই এমন পরিস্থিতির শিকার হয়েছেন। সেই তালিকা থেকে বাদ পড়েননি খোদ অনুষ্কা শর্মাও। যদিও সে প্রসঙ্গ বেশ খানিকটা ভিন্ন। রণবীর সিং-এর সঙ্গে ব্যান্ড বাজা বারাতি ছবিতে কাজ।
6 / 6
এরপর পাল্টা উত্তরে শুনতে হয়েছিল তাঁকে, 'একে একে যখন তোমায় বিভিন্ন কাজে পাঠাবো, তখন তুমি রাজি থাকবে এই একই কাজ করতে'। তারপরও রণবীরের উত্তর ছিল 'না'।