TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 13, 2022 | 8:14 PM
কথায় বলে পর্দার সামনে যা দেখা যায়, তার উল্টো ছবি হল বাস্তব। ঠিক কোন পরিস্থিতিতে কতটা যন্ত্রণা সহ্য করে এক একটি কাজ করে থাকেন সেলেবরা, তার আঁচও পান না দর্শকেরা।
মানসিক অবসাদে ভুগছিলেন তখন রবিনা। করতে চেয়েছিলেন আত্মহত্যাও। খবর চাপা না থাকলে, তা নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। যা ঘিরে প্রশ্ন উঠতেই অজয় দেবগণ বলেছিলেন, এটা পাবলিসিটির জন্য করা।
এটাই বাস্তব। ঠিক যেমনটা ঘটেছিল রবিনা টন্ডনের সঙ্গে। তাঁর কেরিয়ারে সব থেকে জনপ্রিয় কোনও কাজ যদি উল্লেখ করতে হয়, নিঃসন্দেহে তা টিপ টিপ বরসা পানি।
এই গানে অক্ষয় কুমারের সঙ্গে রোম্যান্টিক ডান্সে ঝড় তুলেছিলেন রবিনা টন্ডন। সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন।
রবিনার সঙ্গে অক্ষয়ের সম্পর্ক নিয়ে তো জল্পনা ছিল বহুদূর। তবে সেই প্রেমের তালিকাতে যে নাম ছিল অজয় দেবগণেরও তা হয়তো অনেকেরই অজানা।