Bangla News Photo gallery Ravindra Jadeja and Rivaba Jadeja Love Story, Jadeja's sister Naina has special connection for his brother marriage
Ravindra Jadeja and Rivaba Jadeja Love Story: রিভাবাকে প্রথম দেখেই ক্লিন বোল্ড! বোনের বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন জাডেজা
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Feb 11, 2023 | 12:05 AM
Ravindra Jadeja and Rivaba Jadeja: ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা দীর্ঘ ৫ মাস পর জাতীয় দলে ফিরেছেন। নাগপুরে চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে ব্যাটে-বলে দুটোতেই দাপট দেখাচ্ছেন জাডেজা। চোট আঘাতে দীর্ঘদিন দল থেকে দূরে থাকতে হয়েছিল জাডেজাকে। কঠিন সময়ে সব সময় পাশে পেয়েছেন স্ত্রী রিভাবা জাডেজাকে। কীভাবে রিভাবার সঙ্গে প্রেম হয়েছিল জাডেজার জানেন?
1 / 8
ফিরে যাওয়া যাক ২০১৫ সালে। ভাই রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) বিয়ের কোনও পরিকল্পনাই ছিল না। যে কারণে ভাইয়ের বিয়ে দেওয়ার দায়িত্ব গিয়ে দাঁড়ায় জাডেজার বোনের কাঁধে। তাঁদের দৌলতেই জাডেজা জীবনের নতুন ইনিংস শুরু করেন। (ছবি-রিভাবা জাডেজা ইন্সটাগ্রাম)
2 / 8
ভাইয়ের বিয়ের ইচ্ছে নেই, জানার পর নয়না জাডেজা নিজের বান্ধবী রিবাভা সোলাঙ্কির সঙ্গে রবীন্দ্র জাডেজার দেখা করান। প্রথম দেখাতেই রিভাবাকে মন দিয়ে বসেছিলেন। যে জাডেজা ঠিক করেছিলেন বিয়ের পিঁড়িতেই বসবেন না, সেই তিনি রিভাবার সঙ্গে প্রথম দেখা হওয়ার তিন মাসের মধ্যে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। (ছবি-রিভাবা জাডেজা ইন্সটাগ্রাম)
3 / 8
২০১৫ সালের ডিসেম্বরে এক পার্টিতে জাডেজার বোন নয়না ভাইয়ের সঙ্গে বান্ধবী রিভাবার আলাপ করান। একে অপরের সঙ্গে আলাপ জমানোর জন্য তাঁরা মোবাইল নম্বর দেওয়া নেওয়া করেন। তার ২ মাস পরই তাঁদের এনগেজমেন্ট হয়। (ছবি-রিভাবা জাডেজা ইন্সটাগ্রাম)
4 / 8
২০১৬ সালের ১৭ এপ্রিল রিভাবার সঙ্গে বিয়ে হয় জাডেজার। রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কিন্তু তিনি বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত। (ছবি-রিভাবা জাডেজা ইন্সটাগ্রাম)
5 / 8
রাজপুত হওয়ার কারণে, জাডেজার নিজের বিয়ের সঙ্গীতের অনুষ্ঠানে তলোয়ার চালিয়েছিলেন। যার ফলে এক দিকে সমালোচিত যেমন হয়েছিলেন তিনি, তেমনই অনেকে তাঁর প্রশংসাও করেছিলেন। জাডেজার বিয়ে ঘিরে তৈরি হয়েছিল বিতর্কও। কারণ, জাডেজার বিয়েতে বরযাত্রীদের শোভাযাত্রায় বন্দুক থেকে শূন্যে গুলি ছোঁড়া হয়েছিল। (ছবি-রিভাবা জাডেজা ইন্সটাগ্রাম)
6 / 8
বিয়ের আগে রিভাবার ক্রিকেটের প্রতি কোনও টান ছিল না। কিন্তু স্বামী টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার, ফলে স্ত্রী কীভাবে হাত গুটিয়ে বাড়িতে বসে থাকতে পারেন। না পারেননি রিভাবাও। প্রায়শই রিভাবাকে জাডেজার ম্যাচের সময় গ্যালারিতে দেখা গিয়েছে। (ছবি-রিভাবা জাডেজা ইন্সটাগ্রাম)
7 / 8
২০১৭ সালে জাডেজা ও রিভাবার একমাত্র মেয়ের জন্ম। তাঁরা নিজেদের মেয়ের নাম রাখেন নিধ্যানা। (ছবি-রিভাবা জাডেজা ইন্সটাগ্রাম)
8 / 8
দেখতে দেখতে ৭ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন রবীন্দ্র জাডেজা ও রিবাভা সোলাঙ্কি। (ছবি-রিভাবা জাডেজা ইন্সটাগ্রাম)