Shane Warne: শেন ওয়ার্নের বিপুল সম্পত্তির ভাগ বাটোয়ারা! কে কী পেলেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 11, 2023 | 7:30 AM

Shane Warne Property: ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের। বিপুল পরিমাণ সম্পত্তি ছিল তাঁর। কাকে দিয়ে গেলেন সব? রইল তার হদিশ।

1 / 8
মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফুটবলার শেন  ওয়ার্নের। ছবি: টুইটার

মাত্র ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফুটবলার শেন ওয়ার্নের। ছবি: টুইটার

2 / 8
৫২ বছর বয়সী এই কিংবদন্তি অজি লেগ স্পিনার ১৩৫টি আন্তর্জাতির ম্যাচে ৬৫৯-র বেশি উইকেট নিয়েছেন। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেটার তিনি। ছবি: টুইটার

৫২ বছর বয়সী এই কিংবদন্তি অজি লেগ স্পিনার ১৩৫টি আন্তর্জাতির ম্যাচে ৬৫৯-র বেশি উইকেট নিয়েছেন। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেটার তিনি। ছবি: টুইটার

3 / 8
কিংবদন্তি অজি ক্রিকেটার শেন ওয়ার্নের মোট সম্পত্তির পরিমাণ ৩৭৬ কোটি টাকা। ছবি: টুইটার

কিংবদন্তি অজি ক্রিকেটার শেন ওয়ার্নের মোট সম্পত্তির পরিমাণ ৩৭৬ কোটি টাকা। ছবি: টুইটার

4 / 8
তাঁর গাড়ির কালেকশন দেখলে চোখ মাথায় উঠবে। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়িও ছিল তাঁর গ্যারেজে। ছবি: টুইটার

তাঁর গাড়ির কালেকশন দেখলে চোখ মাথায় উঠবে। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল গাড়িও ছিল তাঁর গ্যারেজে। ছবি: টুইটার

5 / 8
ওয়ার্নের  গ্যারেজে ছিল Mercedes SUV, Black Lamborghini, ও Ferrari।তাঁর বিলাস বহুল গাড়িগুলির দাম ভারতীয় মুদ্রায় ৩.৫ কোটি থেকে ৭.৫ কোটি। ছবি: টুইটার

ওয়ার্নের গ্যারেজে ছিল Mercedes SUV, Black Lamborghini, ও Ferrari।তাঁর বিলাস বহুল গাড়িগুলির দাম ভারতীয় মুদ্রায় ৩.৫ কোটি থেকে ৭.৫ কোটি। ছবি: টুইটার

6 / 8
ভারতীয় মুদ্রায় তাঁর ১২০ কোটি টাকার সম্পত্তি উইলে লিখে দিয়ে যান নিজের সন্তান ও আত্মীয়দের জন্য। তাঁর সম্পত্তির ৩১ শতাংশ রেখে গিয়েছেন সন্তানদের জন্য। ছবি: টুইটার

ভারতীয় মুদ্রায় তাঁর ১২০ কোটি টাকার সম্পত্তি উইলে লিখে দিয়ে যান নিজের সন্তান ও আত্মীয়দের জন্য। তাঁর সম্পত্তির ৩১ শতাংশ রেখে গিয়েছেন সন্তানদের জন্য। ছবি: টুইটার

7 / 8
ওয়ার্নের ভাই জেসন প্রাক্তন ক্রিকেটারের রেখে যাওয়া সম্পত্তির দুই শতাংশ পাবেন। তাঁর ভাগ্নি এবং ভাগ্নে টাইলা এবং সেবাস্তিয়ান প্রত্যেকে আড়াই শতাংশ করে পাবেন। ছবি: টুইটার

ওয়ার্নের ভাই জেসন প্রাক্তন ক্রিকেটারের রেখে যাওয়া সম্পত্তির দুই শতাংশ পাবেন। তাঁর ভাগ্নি এবং ভাগ্নে টাইলা এবং সেবাস্তিয়ান প্রত্যেকে আড়াই শতাংশ করে পাবেন। ছবি: টুইটার

8 / 8
শেন ওয়ার্ন তাঁর শেষ ইচ্ছায় প্রকাশ করে গিয়েছেন, তাঁর ৩ কোটি টাকার বেশি মূল্যের গাড়ি যেন তাঁর ছেলে জ্যাকসন নেয়। ওয়ার্নি তাঁর প্রাক্তন দুই স্ত্রী হলেন সিমোন ক্যালাহান ও লিজ হার্লিকে কিছুই দিয়ে যাননি। ছবি-টুইটার

শেন ওয়ার্ন তাঁর শেষ ইচ্ছায় প্রকাশ করে গিয়েছেন, তাঁর ৩ কোটি টাকার বেশি মূল্যের গাড়ি যেন তাঁর ছেলে জ্যাকসন নেয়। ওয়ার্নি তাঁর প্রাক্তন দুই স্ত্রী হলেন সিমোন ক্যালাহান ও লিজ হার্লিকে কিছুই দিয়ে যাননি। ছবি-টুইটার

Next Photo Gallery