Bangla News Photo gallery After marriage KL Rahul unable to hit big runs, other hand Axar Patel amazed with good performance against Australia in BGT 2023
IND vs AUS, BGT 2023: বিয়ের পর প্রথম ম্যাচ, ২২ গজে ফিরে রাহুল-অক্ষররা কত মার্কস পেলেন?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Feb 11, 2023 | 12:25 AM
KL Rahul and Axar Patel: নাগপুরে চলছে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্ট। টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার বিয়ের পর এই সিরিজে জাতীয় দলে ফিরেছেন। ভারতীয় দলের নতুন বিবাহিত সদস্যদের মধ্যে রয়েছেন কেএল রাহুল ও অক্ষর প্যাটেল। বিয়ের জন্য দিনকয়েকের ছুটি নিয়েছিলেন এই দুই তারকা। জীবনের নতুন ইনিংস শুরু করার পর, ২২ গজে কেমন কামব্যাক কেমন হল রাহুল ও অক্ষরের? প্রমাণ মিলছে চলতি নাগপুর টেস্টে।
1 / 8
চলতি বছরের ২৩ জানুয়ারি বলিউড তারকা আথিয়া শেট্টির (Athiya Shetty) সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভারতের তারকা ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul)। (ছবি-লোকেশ রাহুল ইন্সটাগ্রাম)
2 / 8
বিয়ে পর্ব মিটিয়ে তড়ি ঘড়ি কেএল রাহুল ফেরেন জাতীয় দলের ডিউটি। রিসেপশন থেকে হানিমুন কোনওটাই করে উঠতে পারেননি রাহুল গুরুত্বপূর্ণ বর্ডার গাভাসকর ট্রফির জন্য। (ছবি-লোকেশ রাহুল ইন্সটাগ্রাম)
3 / 8
রোহিত শর্মার ডেপুটি কেএল রাহুল অজিদের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুতি ভালোই নিয়েছিলেন। কিন্তু ম্যাচে তার ছাপ দেখা যায়নি। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসে মাত্র ২০ রান করেই আউট হয়ে যান রাহুল। নাগপুর টেস্টের প্রথম দিন সাত বল বাকি থাকতেই উইকেট হারান রাহুল। (ছবি-পিটিআই)
4 / 8
লোকেশ রাহুলের শেষ ১০টি ইনিংসে নজর রাখলে দেখা যাবে মাত্র ১টি হাফসেঞ্চুরি রয়েছে। বিয়ের পর জাতীয় দলে কামব্যাক ম্যাচে ছাপ রাখতে পারলেন না রাহুল। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছেনও তিনি। যদিও অজিদের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ইনিংস এখনও বাকি। সেই ইনিংসে এ বার রাহুল কী করেন সেদিকে নজর রাখতে হবে। (ছবি-পিটিআই)
5 / 8
কেএল রাহুলের বিয়ের তিন পর, ২৬ জানুয়ারি দীর্ঘদিনের বান্ধবী মেহা প্যাটেলের (Meha Patel) সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel)। (ছবি-মেহা প্যাটেল ইন্সটাগ্রাম)
6 / 8
রাহুলের মতো অক্ষরও বিয়ের পর রিসেপশন, হানিমুন কোনওটাই করার সময় পাননি। বর্ডার গাভাসকর ট্রফির জন্য ফিরে আসেন জাতীয় দলে। (ছবি-মেহা প্যাটেল ইন্সটাগ্রাম)
7 / 8
অজিদের বিরুদ্ধে নাগপুরে ১০ ওভার বল করে ৩টি মেডেনসহ ২৮ রান খরচ করেছিলেন অক্ষর, তবে কোনও উইকেট পাননি তিনি। কিন্তু ব্যাট হাতে দাপট দেখিয়েছেন। নাগপুরে প্রথম টেস্টের দ্বিতীয় দিন হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন ভারতীয় ক্রিকেটের বাপু। রবীন্দ্র জাডেজার সঙ্গে দ্বিতীয় দিনের শেষে ভালো জুটি বাঁধেন অক্ষর। দ্বিতীয় দিনের শেষে ৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন অক্ষর। (ছবি-পিটিআই)
8 / 8
নাগপুরে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষ বেলায়, নিজের হাফসেঞ্চুরি থেকে ১ রান দূরে যখন ছিলেন অক্ষর হাতে খিচুঁনি অনুভব করেন। ছুটে আসেন ভারতীয় দলের ফিজিয়ো। একটু পরই অর্ধশতরান পূর্ণ করে ফেলেন অক্ষর। ম্য়াচের শেষে অক্ষরকে ধারাভাষ্যকার ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার প্রশ্ন করেন, আরও এক থেকে দেড় ঘণ্টা ব্যাটিং করতে হলে কী করতেন অক্ষর? যা শুনে হাসতে হাসতে অক্ষর জানান, পেশির খিচুঁনির জন্য নয় তিনি গ্লাভস টাইট পরেন বলে সমস্যা হচ্ছিল। তাই তিনি হাফসেঞ্চুরির আগে গ্লাভস হালকা করে নেন। এরপরই নিজেই হাসতে হাসতে বলেন, এ ছাড়াও তিনি ১৫দিনের বিরতির পর ফিরছেন ক্রিকেটে। যা শুনে সঞ্জয় বাঙ্গার ও তাঁদের সঙ্গে থাকা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান ও ধারাভাষ্যকার যতীন সাপ্রুও হেঁসে ওঠেন। অক্ষর যে নিজের বিয়ের ইঙ্গিত করছেন, তা বেশ টের পান সঞ্জয়-ইরফানরা। (ছবি-পিটিআই)