Sania Mirza: WPL-এর আগে স্মৃতিদের পেপটক দিলেন মেন্টর সানিয়া
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Mar 03, 2023 | 4:21 PM
RCB, WPL: অপেক্ষার আর এক দিন। আগামী কাল, ৪ মার্চ থেকে শুরু হবে উইমেন্স প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের দ্বিতীয় দিন রয়েছে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ। তাঁর আগে আরসিবির প্লেয়াররা মেন্টর সানিয়া মির্জার পেপটক পেলেন। আরসিবির সোশ্যাল মিডিয়ায় সেই ছবি তুলে ধরা হয়েছে।
1 / 8
আগামী কাল থেকে শুরু হচ্ছে বহু প্রতিক্ষিত উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)। টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। দ্বিতীয় দিন রয়েছে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) ম্যাচ। (ছবি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)
2 / 8
মেয়েদের আইপিএলের উদ্বোধনী সংস্করণের আগে আরসিবি শিবিরে হাজির হয়েছেন দলের মেন্টর সানিয়া মির্জা (Sania Mirza)। (ছবি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)
3 / 8
আরসিবির ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন মেন্টর সানিয়া। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সোশ্যাল মিডিয়ায় সেই সকল ছবি শেয়ার করা হয়েছে। (ছবি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)
4 / 8
রবিবার, ৫ মার্চ রয়েছে আরসিবির প্রথম ম্যাচ। তাঁর আগে স্মৃতি মান্ধানা হেথার নাইটদের পেপটক দিলেন মেন্টর সানিয়া মির্জা। (ছবি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)
5 / 8
সোফি ডিভাইন, অ্যালিসা পেরিদের সঙ্গেও কথা বলেছেন ভারতের সদ্য প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জা। (ছবি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)
6 / 8
আরসিবির ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন মনে করেন, সানিয়া মির্জা হলেন খেলাধুলোয় আসল আদর্শ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে মেন্টর হিসেবে তাঁর অন্তর্ভূক্তি দলকে অনুপ্রাণিত করবে। (ছবি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)
7 / 8
ছ'বারের গ্র্যান্ড স্লামজয়ী সানিয়া মির্জা সদ্য টেনিসকে অবসর জানিয়েছেন। দুবাই থেকে দেশে ফিরেই তিনি হাজির হয়েছে আরসিবি শিবিরে। (ছবি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)
8 / 8
আরসিবির ডিরেক্টর অব ক্রিকেট মাইক হেসন দলের সঙ্গে সানিয়ার যোগ দেওয়া নিয়ে বলেন, "কোন খেলা থেকে তুমি উঠে এসেছ সেটা বড় কথা নয়, কীভাবে চাপ সামলাতে হয় সেটা জানাটাই আসল। মহিলাদের খেলাধুলোতে সানিয়া একজন বড় আদর্শ।" (ছবি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)