Bangla News » Photo gallery » RCB women's team start their training ahead of the inaugural WPL season
WPL, RCB: অধিনায়ক স্মৃতিকে ছাড়াই ঘরের মাঠে অনুশীলন শুরু আরসিবির
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Updated on: Feb 28, 2023 | 3:07 PM
WPL 2023: আর দিন তিনেক পর, দেশের মাটিতে শুরু হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগ। ৫ দলই ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরও ঘরের মাঠে অনুশীলন শুরু করে দিল। সোশ্যাল মিডিয়ায় আরসিবির মহিলা দলের অনুশীলনের ভিডিয়ো তুলে ধরা হয়েছে। আরসিবির অধিনায়ক স্মৃতি মান্ধানাকে সেই অনুশীলনে দেখা যায়নি।
Feb 28, 2023 | 3:07 PM
উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL) উদ্বোধনী সংস্করণ শুরু হতে চলেছে ৪ মার্চ থেকে। মেয়েদের আইপিএলের ৫টি দলই ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। (ছবি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)
1 / 8
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) শিবিরও ঘরের মাঠে অনুশীলন শুরু করে দিয়েছে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবির অনুশীলনের ঝলক তুলে ধরা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (ছবি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)
2 / 8
সেই ভিডিয়োতে আরসিবির একাধিক মহিলা ক্রিকেটারকে দেখা গেলেও, ছিলেন না অধিনায়ক স্মৃতি মান্ধানা। সদ্য টি২০ বিশ্বকাপ খেলে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন স্মৃতি। সম্ভবত, যে কারণে তাঁকে আরসিবির অনুশীলনে দেখা যায়নি। (ছবি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)
3 / 8
আরসিবি শিবিরে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেন ভ্যান নিকার্ক। তাঁকে দেখা গিয়েছে চিন্নাস্বামীতে অনুশীলন করতে। (ছবি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)
4 / 8
ভারতের প্রাক্তন ক্রিকেটার বনিতা আরসিবির কোচিং স্টাফ। সোশ্যাল মিডিয়ায় আরসিবির শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা তুলে ধরেছেন। এমনকি তিনি যখন ওই মাঠে বল গার্ল ছিলেন, তখনকার কথাও তুলে ধরেছেন। (ছবি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)
5 / 8
অস্ট্রেলিয়ার অল রাউন্ডার এরিন বার্নস আসন্ন উইমেন্স প্রিমিয়ার লিগে আরসিবির হয়ে খেলার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন। সে কথাই তুলে ধরেছেন আরসিবি বোল্ড ডায়েরিতে। (ছবি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)
6 / 8
মেয়েদের আইপিএল শুরু হওয়ার একদিন পর, ৫ মার্চ উইমেন্স প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করবে আরসিবি। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। (ছবি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)
7 / 8
তারকা সমৃদ্ধ আরসিবি মহিলা দলে দেশ-বিদেশের যে ক্রিকেটাররা রয়েছেন, তাঁরা হলেন - ভারতের স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, রেনুকা সিং। পাশাপাশি অস্ট্রেলিয়ার এরিন বার্নস, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডেন ভ্যান নিকার্ক, নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইনরা। (ছবি-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টুইটার)