এস্তাদিও সান্তিয়াগো বের্নাবৌ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৩-২ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে চেলসি।
কিন্তু তাও সেমিফাইনালে পৌঁছতে পারল না থমাস তুচেলের ছেলেরা।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চেলসির হয়ে তিনটি গোল করেছেন ম্যাসন মাউন্ট (১৫ মিনিট), অ্যান্টনিও রুডিগার (৫১ মিনিট) ও টিমো ওয়ার্নার (৭৫ মিনিট।) এবং রিয়াল মাদ্রিদের হয়ে দুটি গোল করেন রদ্রিগো (৮০ মিনিট) ও করিম বেঞ্জেমা (৯৬ মিনিট)।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-২ গোলে জিতেছিল রিয়াল। তাই দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে সেমির জায়গা পাকা হল করিম বেঞ্জেমাদের।