La Liga: পিএসজি ম্যাচের আগে হুঙ্কার রিয়াল মাদ্রিদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 06, 2022 | 7:47 PM

এস্তাদিও সান্তিয়াগো বের্নাবৌ স্টেডিয়ামে লি লিগার (La Liga) ম্যাচে রিয়াল মাদ্রিদ (Real Madrid) মুখোমুখি হয়েছিল রিয়াল সোসিদাদের (Real Sociedad)। ম্যাচের শুরুতেই ঘরের মাঠে পিছিয়ে পড়েও ৪-১ গোলে জিতে মাঠ ছেড়েছেন করিম বেঞ্চেমারা। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে পিএসজির মুখে নামার আগে রিয়ালের এই ফর্ম চিন্তার কারণ হয়ে থাকবে মেসি-নেইমারদের কাছে।

1 / 5
ম্যাচের ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সোসিদাদকে এগিয়ে দেন মিকেল ওয়ার্জাবাল (Mikel Oyarzabal)। (ছবি-রিয়াল সোসিদাদ টুইটার)

ম্যাচের ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সোসিদাদকে এগিয়ে দেন মিকেল ওয়ার্জাবাল (Mikel Oyarzabal)। (ছবি-রিয়াল সোসিদাদ টুইটার)

2 / 5
৪০ মিনিটের মাথায় লুকা মদ্রিচের পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা (Eduardo Camavinga)। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

৪০ মিনিটের মাথায় লুকা মদ্রিচের পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা (Eduardo Camavinga)। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

3 / 5
প্রথমার্ধের শেষের দিকে (৪৩ মিনিটে) করিম বেঞ্জেমার পাস থেকে লুকা মদ্রিচ (Luka Modric) দলের স্কোরলাইন ২-১ করেন। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

প্রথমার্ধের শেষের দিকে (৪৩ মিনিটে) করিম বেঞ্জেমার পাস থেকে লুকা মদ্রিচ (Luka Modric) দলের স্কোরলাইন ২-১ করেন। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

4 / 5
La Liga: পিএসজি ম্যাচের আগে হুঙ্কার রিয়াল মাদ্রিদের

5 / 5
বেঞ্জেমার গোলের তিন মিনিটের মাথায়, ৭৯ মিনিটে মার্কো অ্যাসেনসিও (Marco Asensio) স্কোরলাইন ৪-১ করেন। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

বেঞ্জেমার গোলের তিন মিনিটের মাথায়, ৭৯ মিনিটে মার্কো অ্যাসেনসিও (Marco Asensio) স্কোরলাইন ৪-১ করেন। (ছবি-রিয়াল মাদ্রিদ টুইটার)

Next Photo Gallery