La Liga: পিএসজি ম্যাচের আগে হুঙ্কার রিয়াল মাদ্রিদের
এস্তাদিও সান্তিয়াগো বের্নাবৌ স্টেডিয়ামে লি লিগার (La Liga) ম্যাচে রিয়াল মাদ্রিদ (Real Madrid) মুখোমুখি হয়েছিল রিয়াল সোসিদাদের (Real Sociedad)। ম্যাচের শুরুতেই ঘরের মাঠে পিছিয়ে পড়েও ৪-১ গোলে জিতে মাঠ ছেড়েছেন করিম বেঞ্চেমারা। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে পিএসজির মুখে নামার আগে রিয়ালের এই ফর্ম চিন্তার কারণ হয়ে থাকবে মেসি-নেইমারদের কাছে।