Spanish Super Cup: এল ক্লাসিকোতে রিয়ালের কাছে হার জাভির বার্সার
এল ক্লাসিকোতে (El Clasico) ফের রিয়াল মাদ্রিদের দাপট অব্যাহত। সৌদি আরবের দ্য পার্লে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ৩-২ গোলে বার্সেলোনাকে (Barcelona) হারাল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। এর আগে বার্সার সঙ্গে শেষ ৫ সাক্ষাৎেও জিতেছিল রিয়াল। ম্যাচের অতিরিক্ত সময়ে ভালভার্দের গোলে সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ।