Realme Smartphones: গেমিং চিপসেট দিয়ে 15 হাজার টাকারও কম দামে ভারতে আসছে Realme 10 4G, কবে জানেন?

Realme 10 4G: রিয়েলমি সম্প্রতি তাদের এই স্মার্টফোনটির কিছু ফিচার প্রকাশ্যে এনেছিল। তা থেকেই Realme 10 4G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচারগুলি জানা গিয়েছে।

| Edited By: | Updated on: Jan 07, 2023 | 9:30 AM
সদ্য় লঞ্চ করা Realme 10 সিরিজের তৃতীয় মডেল Realme 10 4G শীঘ্রই ভারতের বাজারে পা রাখবে বলে আগেই নিশ্চিত করেছিল সংস্থা। সেই মতোই আপকামিং এই হ্যান্ডসেটটির ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করলো Realme।

সদ্য় লঞ্চ করা Realme 10 সিরিজের তৃতীয় মডেল Realme 10 4G শীঘ্রই ভারতের বাজারে পা রাখবে বলে আগেই নিশ্চিত করেছিল সংস্থা। সেই মতোই আপকামিং এই হ্যান্ডসেটটির ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করলো Realme।

1 / 7
9 জানুয়ারি দুপুর 12:30 থেকে অনুষ্ঠিত একটি লঞ্চ ইভেন্টে এই ফোনটির উপর থেকে পর্দা সরানো হবে। রিয়েলমি সম্প্রতি তাদের এই স্মার্টফোনটির কিছু ফিচার প্রকাশ্যে এনেছিল। তা থেকেই Realme 10 4G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচারগুলি জানা গিয়েছে।

9 জানুয়ারি দুপুর 12:30 থেকে অনুষ্ঠিত একটি লঞ্চ ইভেন্টে এই ফোনটির উপর থেকে পর্দা সরানো হবে। রিয়েলমি সম্প্রতি তাদের এই স্মার্টফোনটির কিছু ফিচার প্রকাশ্যে এনেছিল। তা থেকেই Realme 10 4G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচারগুলি জানা গিয়েছে।

2 / 7
Realme 10 4G স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস 5 প্রটেকশন সহ 6.4-ইঞ্চির ডিসপ্লে প্যানেল থাকবে। যা 90 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 20:9 এসপেক্ট রেশিও থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক রিয়েলমি ইউআই 3.0 (Realme UI 3.0) কাস্টম স্কিন দ্বারা চলবে।

Realme 10 4G স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস 5 প্রটেকশন সহ 6.4-ইঞ্চির ডিসপ্লে প্যানেল থাকবে। যা 90 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 20:9 এসপেক্ট রেশিও থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড 12 ভিত্তিক রিয়েলমি ইউআই 3.0 (Realme UI 3.0) কাস্টম স্কিন দ্বারা চলবে।

3 / 7
ক্যামেরার ক্ষেত্রে, Realme 10 4G-তে LED ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ডিভাইসে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার দেওয়া হতে পারে।

ক্যামেরার ক্ষেত্রে, Realme 10 4G-তে LED ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ডিভাইসে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার দেওয়া হতে পারে।

4 / 7
এতে অলওয়েজ অন ডিসপ্লে (AOD) ফিচার থাকবে বলেও জানা যাচ্ছে। আবার এটি 8GB পর্যন্ত LPDDR4x র‌্যাম এবং 256 GB পর্যন্ত রম সহ পাওয়া যাবে৷ ফ্লিপকার্ট দ্বারা লাইভ করা মাইক্রোসাইট অনুসারে, এতে 8 GB পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম এক্সপ্যান্ডিং টেকনোলজি বা সংস্থার ভাষায় ডায়নামিক র‌্যাম ফিচার সাপোর্ট করবে।

এতে অলওয়েজ অন ডিসপ্লে (AOD) ফিচার থাকবে বলেও জানা যাচ্ছে। আবার এটি 8GB পর্যন্ত LPDDR4x র‌্যাম এবং 256 GB পর্যন্ত রম সহ পাওয়া যাবে৷ ফ্লিপকার্ট দ্বারা লাইভ করা মাইক্রোসাইট অনুসারে, এতে 8 GB পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম এক্সপ্যান্ডিং টেকনোলজি বা সংস্থার ভাষায় ডায়নামিক র‌্যাম ফিচার সাপোর্ট করবে।

5 / 7
পাওয়ার ব্যাকআপের জন্য Realme 10 4G স্মার্টফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 mAh ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহৃত হবে। আর নিরাপত্তা প্রদানের জন্য মিলতে পারে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme 10 4G স্মার্টফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 mAh ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহৃত হবে। আর নিরাপত্তা প্রদানের জন্য মিলতে পারে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

6 / 7
এই ডিভাইসে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর থাকবে, যা একটি গেমিং চিপসেট। এছাড়া এই ফোনে sAMOLED ডিসপ্লে প্যানেল এবং সুপারডার্ট (SuperDart) চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে বলেও নিশ্চিত করেছে রিয়েলমি।

এই ডিভাইসে মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর থাকবে, যা একটি গেমিং চিপসেট। এছাড়া এই ফোনে sAMOLED ডিসপ্লে প্যানেল এবং সুপারডার্ট (SuperDart) চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে বলেও নিশ্চিত করেছে রিয়েলমি।

7 / 7
Follow Us: