Realme C30 ভারতে লঞ্চ হতে পারে জুন মাসে, দেখে নিন এই ফোনের সম্ভাব্য কিছু ফিচার
TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty
May 24, 2022 | 10:24 PM
রিয়েলমি সি৩০ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। শোনা যাচ্ছে জুন মাসে এই ফোন লঞ্চ হতে পারে ভারতে। আনুষ্ঠানিক ভাবে দেশে এই ফোন লঞ্চের আগে সম্ভাব্য রঙ, র্যাম, স্টোরেজ এবং অন্যান্য বেশ কিছু কনফিগারেশন প্রকাশ্যে এসেছে। একে একে সেগুলো দেখে নেওয়া যাক।
1 / 6
রিয়েলমি সি৩০ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। শোনা যাচ্ছে জুন মাসে এই ফোন লঞ্চ হতে পারে ভারতে। আনুষ্ঠানিক ভাবে দেশে এই ফোন লঞ্চের আগে সম্ভাব্য রঙ, র্যাম, স্টোরেজ এবং অন্যান্য বেশ কিছু কনফিগারেশন প্রকাশ্যে এসেছে। একে একে সেগুলো দেখে নেওয়া যাক।
2 / 6
রিয়েলমি সি সিরিজের ফোন রিয়েলমি সি৩০ অন্তত তিনটি রঙে ভারতে লঞ্চ হতে পারে। এর পাশাপাশি শোনা যাচ্ছে দুটো র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে এই ফোন লঞ্চ হতে পারে। রিয়েলমি সি৩০ ফোনে ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে।
3 / 6
যদিও রিয়েলমি সি৩০ ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে বাজেট স্মার্টফোন হিসেবে হয়তো এ বছর জুন মাসেই এই ফোন দেশে লঞ্চ হতে পারে। রিয়েলমি সি৩১-এর থেকে হয়তো এই ফোনের দাম কম হবে। রিয়েলমি সি৩০ ফোনের দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকবে বলে অনুমান করা হচ্ছে।
4 / 6
Bamboo Green, Denim Black, Lake Blue- এই তিন রঙে ভারতে রিয়েলমি সি৩০ ফোন লঞ্চ হতে পারে। Mysmartprice-এর তরফে এই তথ্য প্রকাশ্যে এসেছে। ওই রিপোর্টেই বলা হয়েছে এই ফোনে ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে। অ্যান্ড্রয়েড গো এডিশনের সাপোর্ট থাকতে পারে রিয়েলমি সি৩০ ফোনে।
5 / 6
রিয়েলমি সি৩০ ফোন সম্পর্কে এ যাবৎ যে সকল তথ্য প্রকাশ্যে এসেছে তার কোনও কিছুই রিয়েলমি কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। এমনকি এই ফোন যে ভারতে লঞ্চ হতে চলেছে বা জুন মাসে লঞ্চ হবে সেই ব্যাপারেও রিয়েলমি সংস্থা কিছু জানায়নি।
6 / 6
গত বছর অর্থাৎ ২০২১ সালে রিয়েলমি সি৩১ ফোন লঞ্চ হয়েছিল। রিয়েলমি সি সিরিজের এই ফোনের তলাতেই থাকবে রিয়েলমি সি৩০ ফোন। এখনও এই ফোনের বিষয়ে বিশেষ কিছু তথ্য প্রকাশ হয়নি। আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্যই জানায়নি রিয়েলমি সংস্থা।