Belly Fat: মধ্যপ্রদেশ বেড়েই চলেছে? ওজনকে বশে রাখুন এই ৬ খাবারে
TV9 Bangla Digital | Edited By: megha
Jun 30, 2022 | 2:39 PM
ওজন বাড়লে শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। ওবেসিটি কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে আপনি ডায়েটে এই ৬টি খাবার রাখতে পারেন। এতেই মধ্যপ্রদেশ কমবে।
1 / 7
ওজন বাড়লে শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। ওবেসিটি কারণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে আপনি ডায়েটে এই ৬টি খাবার রাখতে পারেন। এতেই মধ্যপ্রদেশ কমবে।
2 / 7
ডিম প্রোটিনের একটি ভাল উৎস। এটি ডায়েটে যোগ করলে শরীরে প্রোটিনের চাহিদাও পূরণ হবে এবং ওজনও নিয়ন্ত্রণে থাকবে। এই সুপারফুড ক্যালোরি কমাতেও সাহায্য করে।
3 / 7
প্রতিদিন একটা করে আপেল খেলে ডাক্তারের থেকে দূরে থাকা যায়- এটা তো নিশ্চয়ই শুনেছেন। পাশাপাশি আপেল ওজনকেও নিয়ন্ত্রণে রাখে। যে কোনও লাইফস্টাইল ডিজিজকে সহজেই এড়ানো যায়।
4 / 7
পালং শাক ভিটামিন এবং ফাইটোকেমিক্যালে ভরপুর। এতে আয়রন রয়েছে এবং যাঁরা ওজন কমানোর চেষ্টা করছেন তাঁদের সাহায্য করে। পাশাপাশি এটি শরীরে পুষ্টির চাহিদা পূরণ করে।
5 / 7
গ্রিন টি ওজন কমানোর জন্য সবচেয়ে সেরা উপায়। এটি মেটাবলিজম রেট বাড়ায়। এতে বাড়ে হজমশক্তিও। এতে অন্ত্র ভাল থাকে এবং ওজন কমে দ্রুত। তিন ৩ কাপ গ্রিন টি পান করলে তবেই উপকার পাবেন।
6 / 7
অঙ্কুরিত ছোলা, মুগের মতো খাবারগুলো জলখাবার হিসেবে খেতে পারেন। এগুলো সহজপাচ্য এবং এতে ক্যালোরির পরিমাণও বেশ কম। এটি খেলে ওজন কমাতে সাহায্য করে।
7 / 7
মরসুম ফল শুধু যে সুস্বাদু হয় তা নয়। পাশাপাশি এটি শরীরে নানা ভাবে সাহায্য করে। মরসুম ফলগুলো শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে এবং ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।