ঠিকানা, ৮০ কলম্বাস সার্কেল। ম্যানহ্যাটনের মধ্যমণি। আকাশচুম্বী মানদারিন ওরিয়েন্টাল পাঁচতারা হোটেলের নিয়ন্ত্রণ এবার ভারতীয় শিল্পপতির হাতে। তিনি আর কেউ নন, ভারতের অন্যতম ধনকুবের মুকেশ অম্বানী।
তাঁর সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবার প্রায় ১০ কোটি ডলার বিনিয়োগ করে ওই হোটেলের অংশীদারিত্ব পাচ্ছে। জানা গিয়েছে, ওই বিলাসবহুল হোটেলের ৭৩.৩৭ শতাংশ অংশীদারিত্ব হাতে আসছে রিলায়্যান্সের।
গত শনিবার রিলায়্যান্স জানিয়েছে, কেম্যান আইল্যান্ডের অধীনস্থ কলম্বাস সেন্টার কর্পকে ৯.৮১৫ কোটি ডলার বিনিময়ে অধিগ্রহণ করা হয়েছে।
এর ফলে ওই সংস্থার সবচেয়ে বিলাসবহুল পাঁচতারা হোটেল মানদারিন ওরিয়েন্টালের ৭৩.৩৭ শতাংশ পরোক্ষভাবে অংশীদারিত্ব পেল রিলায়্যান্স।
এবার থেকে গ্রাহকদের ওই হোটেলের স্বাচ্ছন্দ্য পরিষেবা দেবে রিলায়্যান্সই। তবে, চলতি বছরে মার্চের শেষে আর্থিক লেনদেন সম্পন্ন হওয়ার কথা।