Remembering Anandibai Joshi: আজকের দিনে মারা গিয়েছিলেন ভারতের প্রথম মহিলা ডাক্তার…
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Feb 26, 2022 | 11:58 AM
India's First Lady Doctor: আনন্দীবাই যোশী (Anandibai Joshi) আজকের দিনে মারা (Death) গিয়েছিলেন। তিনি ভারতের প্রথম মহিলা ডাক্তার (Lady Doctor) ছিলেন। আজকের দিনে তাঁকে স্মরণ করে কিছু তথ্য জেনে নেওয়া যাক...
1 / 6
আনন্দীবাই গোপালরাও যোশী ছিলেন ভারতের প্রথম মহিলা চিকিৎসক। তিনি ভারতের প্রথম মহিলা যিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ওয়েস্টার্ন মেডিসিনে পড়াশুনো শেষ করেছিলেন। আনন্দীবাই ভারতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মেডিসিনের ক্ষেত্রে অনেক মহিলাকে অনুপ্রাণিত করেছেন।
2 / 6
জন্মের সময় আনন্দীবাইয়ের নাম ছিল 'যমুনা'। কিন্তু পরে তাঁর স্বামী গোপালরাও যোশী তাঁকে 'আনন্দী' নাম দিয়েছিলেন। তিনি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন এবং বাড়ির চাপের কারণেই নয় বছর বয়সে তাঁর বিয়ে হয়ে যায়।
3 / 6
১৮০০-এর দশকে, স্বামীদের জন্য তাঁদের স্ত্রীদের শিক্ষার দিকে মনোনিবেশ করা খুবই অস্বাভাবিক ছিল। গোপালরাও আনন্দীবাইয়ের শিক্ষার ধারণায় বেশ আগ্রহী হয়ে পড়েছিলেন। তিনি চেয়েছিলেন যে তিনি চিকিৎসাশাস্ত্র নিয়ে পুরো পৃথিবীতে তাঁর নিজস্ব পরিচয় তৈরি করুন।
4 / 6
গোপালরাও মিসেস কার্পেন্টার নামে ফিলাডেলফিয়ার একজন ধর্মপ্রচারকের কাছে অত্যন্ত বিস্তারিতভাবে ডাক্তারি পড়ার জন্য আনন্দীবাইকে আমেরিকায় পাঠানোর সিদ্ধান্ত নেন।
5 / 6
তাঁকে নিয়ে সিনেমাও হয়েছে। তিনি ভারতে মহিলা ডাক্তারদের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে হিন্দু মহিলারা অন্যান্য হিন্দু মহিলাদের জন্য আরও ভাল ডাক্তার হতে পারে।
6 / 6
আনন্দীবাই ২১ বছর বয়সে ২৬ ফেব্রুয়ারী, ১৮৮৭ সালে যক্ষ্মা রোগের কারণে মারা যান। তাঁর মৃত্যুর পরে অনেক লেখক এবং গবেষক ভারতে নারীদের শিক্ষিত করার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে তাঁর সম্পর্কে লিখতে থাকেন।