Bangla News » Photo gallery » Renuka Singh Wins ICC Emerging Women Cricketer Of The Year 2022 Award
Renuka Singh: আইসিসি পুরস্কারে ভারতীয়দের দাপট, সূর্যের পর সম্মানিত রেণুকাও
TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji
Updated on: Jan 26, 2023 | 7:17 PM
আইসিসি পুরস্কারে ভারতীয় ক্রিকেটারদের দাপট। সূর্যকুমার যাদব পুরুষদের টি-২০ ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। মহিলা ক্রিকেট টিমও পিছিয়ে নেয়। আইসিসি-র বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার ভারতের ডানহাতি পেসার রেণুকা সিং।
Jan 26, 2023 | 7:17 PM
২০২২ সালের সেরা ক্রিকেটারদের সম্মানিত করছে আইসিসি। বিধ্বংসী ব্যাটার সূর্যকুমার যাদব পুরুষদের টি-২০ ফরম্যাটের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। তালিকায় রয়েছেন ভারতের মহিলা ক্রিকেটারও। (ছবি:টুইটার)
1 / 8
২০২১ সালের শেষদিকে জাতীয় দলে অভিষেকের পর থেকে দুরন্ত ফর্মে রয়েছেন। ২০২২ সালের আইসিসি বর্ষসেরা উদীয়মান মহিলা ক্রিকেটারের সম্মান রেণুকা সিংয়ের মুকুটে। (ছবি:টুইটার)
2 / 8
ডান হাতি মিডিয়াম পেসার রেণুকা দুর্দান্ত সিম ও সুইংয়ে ক্রিকেট বিশেষজ্ঞ থেকে সমর্থকদের হৃদয় জিতে নিয়েছেন। ২০২২ সালে অভিষেকের বছরেই সবমিলিয়ে ৪০টি উইকেট ২৬ বছরের রেণুকা ঝুলিতে। (ছবি:টুইটার)
3 / 8
আইসিসির এমার্জিং ওমেন্স ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কারের দৌড়ে রেণুকার সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার ডার্সি ব্রাউন, ইংল্যান্ডের অ্যালিস ক্যাপসে এবং স্বদেশীয় যস্তিকা ভাটিয়া। তাঁদের পিছনে ফেলে আইসিসির বিচারে ২০২২ সালে মেয়েদের ক্রিকেটে সেরা উদীয়মান ক্রিকেটার ভারতের রেণুকা সিং।(ছবি:টুইটার)
4 / 8
২৯টি ম্যাচে মোট ৪০টি উইকেট ডান হাতি পেসারের। কাকতালীয়ভাবে গতবছরই জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ঝুলন গোস্বামী। দেশের মহিলা ক্রিকেট টিমে ঝুলনের অভাব পূরণ করার প্রবল প্রয়াস দেখা গিয়েছে রেণুকার মধ্যে।(ছবি:টুইটার)
5 / 8
টি-২০ ফরম্যাটে ২০২১ সালের অক্টোবর মাসে নীল জার্সি গায়ে চড়ে রেণুকার। গতবছরের ১৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে অভিষেক হয় তাঁর। ২০২২ সালের ৫০ ওভারের ফরম্যাটে অভিষেকের পর থেকে মোট ১৮টি উইকেট নিয়েছেন রেণুকা। (ছবি:টুইটার)
6 / 8
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাতটি টি-২০ ম্যাচে ৮টি উইকেট। কমনওয়েলথ গেমস এবং এশিয়া কাপেও তাঁর পারফরম্যান্স অনবদ্য। ১১টি ম্যাচে ১৭টি উইকেট। ইকোনমি রেট ৫.২১। (ছবি:টুইটার)
7 / 8
গতবছর রেণুকার স্মরণীয় ম্যাচগুলির মধ্যে একটি হল, কমনওয়েলথ গেমসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার ম্যাচ। অজিদের ব্যাটিং অর্ডারকে তছনছ করে দিয়েছিলেন।(ছবি:টুইটার)