Jhulan Goswami-Renuka Singh Thakur: ঝুলনের মতো লম্বা রেসের ঘোড়া হতে পারবেন?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 06, 2022 | 7:00 AM

শুধুমাত্র ভারতীয় ক্রিকেটই নয়, বিশ্ব ক্রিকেটেও কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৭৯ টি ম্যাচ। কমনওয়েলথ গেমসে অনবদ্য পারফরম্যান্স তরুণ পেসার রেনুকা সিং ঠাকুরের। ঝুলনের মতো তিনি কি লম্বা রেসের ঘোড়া হতে পারবেন! আশা দেখছেন অনেকেই।

1 / 5
রেনুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur)। হিমাচল প্রদেশের পেসার। বাবার মৃত্যুর সময়, রেনুকার বয়স তিন বছর। মায়ের সহযোগিতাতেই এতটা পথ অতিক্রম। আগের বছরই অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে রেনুকার। (ছবি : টুইটার)

রেনুকা সিং ঠাকুর (Renuka Singh Thakur)। হিমাচল প্রদেশের পেসার। বাবার মৃত্যুর সময়, রেনুকার বয়স তিন বছর। মায়ের সহযোগিতাতেই এতটা পথ অতিক্রম। আগের বছরই অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে রেনুকার। (ছবি : টুইটার)

2 / 5
এখনও পর্যন্ত মাত্র ১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে টি ২০'র সংখ্যা মাত্র ৯টি। কমনওয়েলথ গেমসে প্রথম ম্যাচেই অনন্য নজির গড়েছেন। (ছবি : টুইটার)

এখনও পর্যন্ত মাত্র ১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে টি ২০'র সংখ্যা মাত্র ৯টি। কমনওয়েলথ গেমসে প্রথম ম্যাচেই অনন্য নজির গড়েছেন। (ছবি : টুইটার)

3 / 5
 ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) পর, ভারতের দ্বিতীয় পেসার হিসেবে মহিলাদের আন্তর্জাতিক টি ২০ তে ইনিংসে ৪ উইকেট নিয়েছেন। গত তিন ম্যাচে দু-বার। অস্ট্রেলিয়া এবং বার্বাডোজের বিরুদ্ধে। (ছবি : টুইটার)

ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) পর, ভারতের দ্বিতীয় পেসার হিসেবে মহিলাদের আন্তর্জাতিক টি ২০ তে ইনিংসে ৪ উইকেট নিয়েছেন। গত তিন ম্যাচে দু-বার। অস্ট্রেলিয়া এবং বার্বাডোজের বিরুদ্ধে। (ছবি : টুইটার)

4 / 5
তুলনা টানার সময় আসেনি। ক্রিকেট বিশেষজ্ঞরা অবশ্য রেনুকার মধ্যে পরবর্তী ঝুলন গোস্বামী খুঁজে পাচ্ছেন। সিম, সুইং, ব্যাটারকে খেলতে বাধ্য করার মতো নিখুঁত লাইন লেন্থ। (ছবি : ইন্সটাগ্রাম)

তুলনা টানার সময় আসেনি। ক্রিকেট বিশেষজ্ঞরা অবশ্য রেনুকার মধ্যে পরবর্তী ঝুলন গোস্বামী খুঁজে পাচ্ছেন। সিম, সুইং, ব্যাটারকে খেলতে বাধ্য করার মতো নিখুঁত লাইন লেন্থ। (ছবি : ইন্সটাগ্রাম)

5 / 5
চাকদা এক্সপ্রেস হতে, অনেক কাঠখড় পোড়াতে হবে। টি ২০ তে দেশের হয়ে ৯ ম্যাচে ১২ উইকেট। বোলিং গড় মাত্র ১৪.৬৬, ইকোনমি ৫.৫০। শৃঙ্খলা, ফিটনেস, ধারাবাহিকতা বজায় রাখতে পারলে, কিংবদন্তি (Legend) ঝুলন গোস্বামীর মতো লম্বা রেসের ঘোড়া হতেও পারেন রেনুকা। ইংল্যান্ডের বিরুদ্ধে আজ সেমিফাইনালে অন্যতম ভরসা এই পেসারই। (ছবি : ইন্সটাগ্রাম)

চাকদা এক্সপ্রেস হতে, অনেক কাঠখড় পোড়াতে হবে। টি ২০ তে দেশের হয়ে ৯ ম্যাচে ১২ উইকেট। বোলিং গড় মাত্র ১৪.৬৬, ইকোনমি ৫.৫০। শৃঙ্খলা, ফিটনেস, ধারাবাহিকতা বজায় রাখতে পারলে, কিংবদন্তি (Legend) ঝুলন গোস্বামীর মতো লম্বা রেসের ঘোড়া হতেও পারেন রেনুকা। ইংল্যান্ডের বিরুদ্ধে আজ সেমিফাইনালে অন্যতম ভরসা এই পেসারই। (ছবি : ইন্সটাগ্রাম)

Next Photo Gallery