AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Richarlison: রিচার্লিসনের হৃদয়ে ব্রাজিলের পতাকার লোগো, পিঠে নেইমার!

জীবনের গুরুত্বপূর্ণ, স্মরণীয় মুহূর্তগুলি আগে লিপিবদ্ধ থাকত খাতার পাতায়। বর্তমান যুগ মুঠোফোনে মুহূর্ত বন্দি করতে ব্যস্ত। আরও একধাপ এগিয়ে অনেকে শরীরে খোদাই করে রাখেন প্রিয় মানুষের নামের আদ্যাক্ষর, পোষ্যের পায়ের ছাপ ইত্যাদি। যাকে বলে ট্যাটু।

| Edited By: | Updated on: Dec 17, 2022 | 8:45 AM
Share
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও ব্রাজিলের টুর্নামেন্ট অভিযানটা দারুণ হয়েছিল। রিচার্লিসন নামে এক তরুণ প্রতিভার বিস্ময় গোলে মুগ্ধ হয়ে যায় ফুটবল বিশ্ব। দল ছিটকে গেলেও ২৫ বছরের রিচার্লিসনের কাছে ডেবিউ বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে সেই বাই সাইকেল কিক গোলের সৌজন্যে। মুহূর্তগুলিকে শরীরে খোদাই করে রাখলেন তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও ব্রাজিলের টুর্নামেন্ট অভিযানটা দারুণ হয়েছিল। রিচার্লিসন নামে এক তরুণ প্রতিভার বিস্ময় গোলে মুগ্ধ হয়ে যায় ফুটবল বিশ্ব। দল ছিটকে গেলেও ২৫ বছরের রিচার্লিসনের কাছে ডেবিউ বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে সেই বাই সাইকেল কিক গোলের সৌজন্যে। মুহূর্তগুলিকে শরীরে খোদাই করে রাখলেন তিনি। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 5
রিচার্লিসন সম্প্রতি পিঠে নতুন তিনটি ট্যাটু করিয়েছেন। বাঁ দিকে ব্রাজিল লেজেন্ড রোনাল্ডো নাজারিও, মাঝখানে নিজের ও ডানদিকে নেইমারের মুখ আঁকিয়েছেন তিনি। নেইমার জুনিয়রকে অনুপ্রেরণা মনে করেন রিচার্লিসন। সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের পর আদর্শ রোনাল্ডো নাজারিওর সঙ্গে দেখা করার সুযোগ পান। তাঁকে পিজিয়ন ডান্সও শিখিয়ে দেন।(ছবি:ইনস্টাগ্রাম)

রিচার্লিসন সম্প্রতি পিঠে নতুন তিনটি ট্যাটু করিয়েছেন। বাঁ দিকে ব্রাজিল লেজেন্ড রোনাল্ডো নাজারিও, মাঝখানে নিজের ও ডানদিকে নেইমারের মুখ আঁকিয়েছেন তিনি। নেইমার জুনিয়রকে অনুপ্রেরণা মনে করেন রিচার্লিসন। সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের পর আদর্শ রোনাল্ডো নাজারিওর সঙ্গে দেখা করার সুযোগ পান। তাঁকে পিজিয়ন ডান্সও শিখিয়ে দেন।(ছবি:ইনস্টাগ্রাম)

2 / 5
 কিংবদন্তি পেলের বার্তাও রয়েছে রিচার্লিসনের শরীরে। যেখানে লেখা,"তুমি ব্রাজিলের মুখে হাসি ফুটিয়েছ।" বিশ্বকাপ থেকে বিদায়ের পর রিচার্লিসনের উদ্দেশে কথাগুলো লিখেছিলেন পেলে। ফাবেলা বস্তি থেকে উঠে আসা তরুণ রিচার্লিসনের কাছে পেলের বার্তার গুরুত্ব কতটা তা এতেই স্পষ্ট। (ছবি:ইনস্টাগ্রাম)

কিংবদন্তি পেলের বার্তাও রয়েছে রিচার্লিসনের শরীরে। যেখানে লেখা,"তুমি ব্রাজিলের মুখে হাসি ফুটিয়েছ।" বিশ্বকাপ থেকে বিদায়ের পর রিচার্লিসনের উদ্দেশে কথাগুলো লিখেছিলেন পেলে। ফাবেলা বস্তি থেকে উঠে আসা তরুণ রিচার্লিসনের কাছে পেলের বার্তার গুরুত্ব কতটা তা এতেই স্পষ্ট। (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 5
এক জনপ্রিয় ট্যাটু শিল্পীর হাতে রিচার্লিসনের সুঠাম শরীরে যেন জীবন্ত ট্যাটুগুলি। ইনস্টাগ্রামে ওই ট্যাটু শিল্পী এবং রিচার্লিসন নিজেও কয়েকটি ছবি ভিডিয়ো পোস্ট করেন। (ছবি:ইনস্টাগ্রাম)

এক জনপ্রিয় ট্যাটু শিল্পীর হাতে রিচার্লিসনের সুঠাম শরীরে যেন জীবন্ত ট্যাটুগুলি। ইনস্টাগ্রামে ওই ট্যাটু শিল্পী এবং রিচার্লিসন নিজেও কয়েকটি ছবি ভিডিয়ো পোস্ট করেন। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 5
২০২০ টোকিয়ো অলিম্পিকে সোনা জয়ী ব্রাজিল দলের সর্বাধিক গোলদাতা ছিলেন রিচার্লিসন। অলিম্পিকে দেশকে নেতৃত্ব দিয়ে সোনার পদক জেতেন। অলিম্পিক মেডেলের ট্যাটুও রয়েছে ব্রাজিল তারকার গায়ে। (ছবি:ইনস্টাগ্রাম)

২০২০ টোকিয়ো অলিম্পিকে সোনা জয়ী ব্রাজিল দলের সর্বাধিক গোলদাতা ছিলেন রিচার্লিসন। অলিম্পিকে দেশকে নেতৃত্ব দিয়ে সোনার পদক জেতেন। অলিম্পিক মেডেলের ট্যাটুও রয়েছে ব্রাজিল তারকার গায়ে। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 5