Rishabh Pant Birthday Special: ক্রিকেটের জন্য ১২ বছর বয়সে বাড়ি ছেড়েছিলেন, আজ পুরো বিশ্ব তাঁকে এক নামে চেনে
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Oct 04, 2022 | 9:30 AM
বছর ১২-র একটা বাচ্চা ছেলের ধ্যান জ্ঞান ছিল ক্রিকেট। সেই ক্রিকেটের জন্য মাত্র ১২ বছর বয়সে বাড়ি ছেড়েছিলেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। আজ তাঁর জন্মদিন। ২৫ এ পা দিলেন উত্তরাখণ্ডের রুরকির ছেলে পন্থ।
1 / 5
বছর ১২-র একটা বাচ্চা ছেলের ধ্যান জ্ঞান ছিল ক্রিকেট। সেই ক্রিকেটের জন্য মাত্র ১২ বছর বয়সে বাড়ি ছেড়েছিলেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। আজ তাঁর জন্মদিন। ২৫ এ পা দিলেন উত্তরাখণ্ডের রুরকির ছেলে পন্থ।
2 / 5
ঋষভ পন্থের যখন ১২ বছর বয়স, তখন উত্তরাখণ্ডের রুরকি থেকে ক্রিকেট খেলার জন্য মায়ের সঙ্গে দিল্লি পৌঁছে গিয়েছিলেন পন্থ।
3 / 5
দিল্লিতে তাঁদের থাকার কোনও জায়গা ছিল না বলে, তিনি গুরুদ্বারাতে রাত কাটাতেন। এবং দিল্লিতে অনুশীলন চালিয়ে যেতেন।
4 / 5
পন্থের কোচ তারক সিনহা দিল্লিতে প্রতিযোগিতা বেশি থাকার কারণে, ঋষভকে রাজস্থানে গিয়ে খেলার ব্যপারে জানান। দিল্লিতে ফিরে আসার পর, ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সে ভর করে তিনি অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়ে যান। সেখানে নিজেকে প্রমাণ করে দেখান তিনি।
5 / 5
২০১৭ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে হাতেখড়ি হয় ঋষভের। এরপর ২০১৮ সালে টেস্ট ও আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয় তাঁর। পঁচিশে পা দেওয়া পন্থ ৬ বছরের ক্রিকেট কেরিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন। এখনও অবধি তিনি ৩১টি টেস্ট, ২৭টি ওয়ান ডে ও ৬১টি টি-২০ ম্যাচে যথাক্রমে করেছেন ২১২৩, ৮৪০ ও ৯৩৪ রান।