Roger Federer-Kate Middleton: ফেডেরারের জুটি ডাচেস অব কেমব্রিজ!
অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে টেনিস বিশ্ব। কিংবদন্তি রজার ফেডেরারের সঙ্গে জুটি বাঁধতে চলেছে ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন। একটি চ্যারিটি ইভেন্টের জন্য টেনিস কোর্টে নামবেন ব্রিটেনের রাজ পরিবারের বধূ। সঙ্গী সুইস মায়েস্ত্রো রজার ফেডেরার। এমন খবরে উচ্ছ্বসিত টেনিস অনুরাগীরা।