Bangla News Photo gallery Roger Federer and Rafael Nadal broke out by tear after their Laver Cup doubles match against Team World's Jack Sock and Frances Tiafoe
Roger Federer: রজার ‘রাজা’-র বিদায়ে কেঁদে ভাসালেন রাফা, ফেডেরারের চোখেও জল
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Sep 24, 2022 | 1:30 PM
লেভার কাপে শেষ বার ব়্যাকেট হাতে নামবেন রজার ফেডেরার, তা ঠিক ছিল। বিদায়ের সুর সব সময়ই বিষাদের। কান্নাভেজা চোখ নিয়ে টেনিস কেরিয়ারে ইতি টানলেন ২০ টি গ্র্যান্ড স্লামের মালিক। রজার 'রাজা'-র বিদায়ের দিন না কেঁদে থামতে পারলেন না রাফায়েল নাদালও।
1 / 5
লেভার কাপে শেষ বার ব়্যাকেট হাতে নামবেন রজার ফেডেরার (Roger Federer), তা ঠিক ছিল। বিদায়ের সুর সব সময়ই বিষাদের। কান্নাভেজা চোখ নিয়ে টেনিস কেরিয়ারে ইতি টানলেন ২০ টি গ্র্যান্ড স্লামের মালিক। রজার 'রাজা'-র বিদায়ের দিন না কেঁদে থামতে পারলেন না রাফায়েল নাদালও (Rafael Nadal)। (ছবি-লেভার কাপ টুইটার)
2 / 5
চিরশত্রু যখন পরম বন্ধুও হয়, তখন একজনের দুঃখে আর একজন হাসতে পারে না। যেমনটা পারেননি স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। ফেডেরারের বিদায়ী ম্যাচে কোর্টে সঙ্গী ছিলেন নাদাল। লেভার কাপে পুরুষদের ডাবলস ম্যাচে ফেডেরার-নাদাল জুটি হারলেও, জিতেছেন ফেডেক্স। সকলের হৃদয় জিতে নিয়েছেন সুইস তারকা। (ছবি-লেভার কাপ টুইটার)
3 / 5
ফেডেরারের বিদায়ী ম্যাচে একসঙ্গে খেললেন নাদাল। আর গ্যালারিতে বসে এই স্মরণীয় ম্যাচের সাক্ষী রইলেন হাজার হাজার দর্শক। তাতে সামিল ছিলেন, টেনিস তারকা নোভাক জকোভিচ থেকে অ্যান্ডি মারেরাও। (ছবি-লেভার কাপ টুইটার)
4 / 5
ফেডেরারের স্ত্রী মিরকা তাঁর বর্ণময় কেরিয়ারের শেষ ম্যাচেও পাশে ছিলেন। কান্নায় ভেঙে পড়া ফেডেরার তাঁর স্ত্রী মিরকার কাঁধে হাত রেখে না বলেও যেন অনেক কিছু বলে দিয়ে গেলেন। (ছবি-পিটিআই)
5 / 5
ফেরেডার নিজের বর্ণময় কেরিয়ারে একাধিক প্রতিপক্ষের মুখোমুখি হয়েছেন। ফেডেরারের বিদায়ী ম্যাচে দুই দশকের কোর্টের শত্রু নাদাল কোনওভাবেই আবেগ ধরে রাখতে পারেননি। আর সেই ছবি ইতিহাসের অন্যতম মন খারাপ মহূর্তের একটি। নেটিজ়েনদের মন্তব্য, 'হোক না কান্নায় মোড়া, এটিই আজকের সেরা ছবি।' (ছবি-লেভার কাপ টুইটার)