Bangla News » Photo gallery » Roger Federer in talks to join Wimbledon coverage in huge boost to BBC after Sue Barker’s retirement
Roger Federer: উইম্বলডনে ফিরছেন কিংবদন্তি রজার ফেডেরার!
TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal
Updated on: Feb 04, 2023 | 9:30 AM
Wimbledon: কয়েক মাস আগের কথা। সালের হিসেব ধরলে, একটা বছর। পেশাদার টেনিসকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি রজার ফেডেরার। একটা অধ্য়ায়ের সমাপ্তি ঘটেছিল। উইম্বলডনে ফিরছেন রজার ফেডেরার। তবে নতুন ভূমিকায়। এখনও নিশ্চিত নয়।
Feb 04, 2023 | 9:30 AM
কয়েক মাস আগের কথা। সালের হিসেব ধরলে, একটা বছর। পেশাদার টেনিসকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি রজার ফেডেরার। (ছবি: টুইটার)
1 / 8
লেভার কাপে শেষ বার কোর্ট মাতিয়েছিলেন ফেডেরার। টিম হিসেবে খেলেছিলেন বিগ থ্রি-রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ। (ছবি: টুইটার)
রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ থেকে শুরু করে অন্য়ান্য় টেনিস তারকারাও এক বাক্যে স্বীকার করে নিয়েছিলেন, বাইশের অন্যতম সেরা কিন্তু হতাশার মুহূর্ত রজার ফেডেরারের অবসর। (ছবি: টুইটার)
4 / 8
আবারও কি পেশাদার টেনিসে দেখা যাবে কিংবদন্তি রজার ফেডেরারকে? উইম্বলডনে ফিরছেন রজার ফেডেরার। তবে নতুন ভূমিকায়। এখনও নিশ্চিত নয়। (ছবি: টুইটার)
5 / 8
রজার ফেডেরারের কেরিয়ারের মোট ২০টি গ্র্যান্ড স্লামের মধ্যে ৮টি জিতেছেন উইম্বলডনে। ও-টু এরিনায় ফেডেরার ফিরলে নিঃসন্দেহে তা বড় বিষয় হবে। (ছবি: টুইটার)
6 / 8
এ বার অবশ্য তাঁর ফেরার কথা প্লেয়ার হিসেবে নয়। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের ধারাভাষ্য়কারের প্য়ানেলে দেখা যেতে পারে রজার ফেডেরারকে। (ছবি: টুইটার)
7 / 8
দীর্ঘ সময় ধরে বিবিসির সঙ্গে যুক্ত ছিলেন সু বার্কার। গত উইম্বলডনে অবসর নিয়েছেন বার্কার। তাঁর জায়গায় বিবিসির প্য়ানেলে আসতে পারেন ফেডেরার। সবটাই এখনও আলোচনার পর্যায়ে। (ছবি: টুইটার)