Roger Federer: শেষবার ব়্যাকেট হাতে তুলবেন, লেভার কাপ খেলতে লন্ডনে পৌঁছলেন ফেডেরার

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 19, 2022 | 2:18 PM

২৪ বছরের বর্ণময় কেরিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৪১ বছরের টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। অনুরাগীরা প্রাথমিক আকস্মিকতা কাটিয়ে রজারের কেরিয়ারের শেষ টুর্নামেন্টের দিকে অধীর আগ্রহে দিকে তাকিয়ে।

1 / 5
২৪ বছরের বর্ণময় কেরিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৪১ বছরের টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। অনুরাগীরা প্রাথমিক আকস্মিকতা কাটিয়ে রজারের কেরিয়ারের শেষ টুর্নামেন্টের দিকে অধীর আগ্রহে দিকে তাকিয়ে।(ছবি:টুইটার)

২৪ বছরের বর্ণময় কেরিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৪১ বছরের টেনিস কিংবদন্তি রজার ফেডেরার। অনুরাগীরা প্রাথমিক আকস্মিকতা কাটিয়ে রজারের কেরিয়ারের শেষ টুর্নামেন্টের দিকে অধীর আগ্রহে দিকে তাকিয়ে।(ছবি:টুইটার)

2 / 5
লন্ডনে এই মরসুমের শেষ প্রতিযোগিতা লেভার কাপ খেলে পাকাপাকিভাবে ব়্যাকেট তুলে রাখবেন। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। তার আগে সোমবার লন্ডন পৌঁছে গেলেন সুইস মায়েস্ত্রো।(ছবি:টুইটার)

লন্ডনে এই মরসুমের শেষ প্রতিযোগিতা লেভার কাপ খেলে পাকাপাকিভাবে ব়্যাকেট তুলে রাখবেন। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। তার আগে সোমবার লন্ডন পৌঁছে গেলেন সুইস মায়েস্ত্রো।(ছবি:টুইটার)

3 / 5
লেভার কাপে ফেডেরারের অংশগ্রহণ নিয়ে দিন দুয়েক আগেও সংশয় ছিল। তাঁর দীর্ঘদিনের কোচ এবং ফিজিক্যাল ট্রেনার রজারের লন্ডনে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। সোমবার লন্ডনে ফেডেরারকে দেখে অনুরাগীরা হাঁফ ছেড়ে বেঁচেছেন।(ছবি:টুইটার)

লেভার কাপে ফেডেরারের অংশগ্রহণ নিয়ে দিন দুয়েক আগেও সংশয় ছিল। তাঁর দীর্ঘদিনের কোচ এবং ফিজিক্যাল ট্রেনার রজারের লন্ডনে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। সোমবার লন্ডনে ফেডেরারকে দেখে অনুরাগীরা হাঁফ ছেড়ে বেঁচেছেন।(ছবি:টুইটার)

4 / 5
এবারের লেভার কাপ টেনিস ইতিহাসের অন্যতম সেরা সংস্করণ হতে চলেছে। শুধুমাত্র ফেডেরারের বিদায়ী টুর্নামেন্টই নয়, টিম ইউরোপের হয়ে খেলবেন টেনিস বিশ্বের বিগ ফোর- রজার ফেডেরার, নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল এবং অ্যান্ডি মারে।(ছবি:টুইটার)

এবারের লেভার কাপ টেনিস ইতিহাসের অন্যতম সেরা সংস্করণ হতে চলেছে। শুধুমাত্র ফেডেরারের বিদায়ী টুর্নামেন্টই নয়, টিম ইউরোপের হয়ে খেলবেন টেনিস বিশ্বের বিগ ফোর- রজার ফেডেরার, নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল এবং অ্যান্ডি মারে।(ছবি:টুইটার)

5 / 5
দুই দশকের বেশি সময় ধরে টেনিসপ্রেমীদের আচ্ছন্ন করে রেখেছিলেন। লন্ডনের ০২ এরিনায় শেষবারের মতো ফেডেরারকে দেখতে মুখিয়ে অনুরাগীরা। (ছবি:টুইটার)

দুই দশকের বেশি সময় ধরে টেনিসপ্রেমীদের আচ্ছন্ন করে রেখেছিলেন। লন্ডনের ০২ এরিনায় শেষবারের মতো ফেডেরারকে দেখতে মুখিয়ে অনুরাগীরা। (ছবি:টুইটার)

Next Photo Gallery