ব্রেন্টফোর্ড-বি দলে রোমিও বেকহ্যামের অভিষেক হয়েছে। লন্ডন সিনিয়র কাপে এরিথ অ্যান্ড বেলভেডেরের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নামেন রোমিও। (ছবি:টুইটার)
বিখ্যাত বাবা'র নাম তো রয়েছেই। রোমিও নিজেও প্রতিভাধর ফুটবলার। কেরিয়ারে ধীরে ধীরে সাফল্য আসছে তাঁর।(ছবি:টুইটার)
প্রেম, ভালোবাসার ক্ষেত্রে রোমিও সাবধানে পা ফেলে চলেন। ২০১৯ সাল থেকে ব্রিটিশ মডেল মিয়া রেগানকে ডেট করছেন রোমিও। (ছবি:টুইটার)
২০২২ সালে দু'জনের ব্রেক আপ হয়ে গিয়েছিল। ব্রেন্টফোর্ড বি-তে সই করার পর থেকে ফের রেগানের সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে। (ছবি:টুইটা
ভুল বোঝাবুঝি মিটিয়ে রোমিও-রেগান ফের একসঙ্গে। শোনা যায়, লকডাউনের সময় তাঁদের প্রেম নাকি আরও জমে উঠেছিল। (ছবি:টুইটার)
মিয়া রেগানকে নিয়ে রোমিও গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছেন মা ভিক্টোরিয়া বেকহ্যামের থেকেও। দু'জনে একসঙ্গে ছবির জন্য পোজ দেন। (ছবি:টুইটার)
বেকহ্যাম পরিবারের সঙ্গেও অতীতে দেখা গিয়েছে রেগানকে। অর্থাৎ রোমিও-রেগানের প্রেম নিয়ে ডেভিড-ভিক্টোরিয়ার আপত্তি নেই।(ছবি:টুইটার)
বাবা'র দেখানো পথে হেঁটে রোমিও ফুটবলার হতে চায়। এই লক্ষ্যে বিখ্যাত বাবা ডেভিড বেকহ্যামকে সবসময় পাশে পেয়েছেন রোমিও। (ছবি:টুইটার)