SA20 League: ডুপ্লেসির সুপার কিংসকে জেতালেন ‘ডন’

Joburg Super Kings: শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা টি২০ লিগ। এ বারই প্রথম হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজির কর্ণধাররা মূলত দল কিনেছেন এই প্রতিযোগিতায়। দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই শেষে ১৬ রানে জিতল ফাফ ডুপ্লেসির নেতৃত্বাধীন জোবার্গ সুপার কিংস। অলরাউন্ড পারফরম্যান্স সুপার কিংসের 'ডনের'।

| Edited By: | Updated on: Jan 12, 2023 | 7:00 AM
শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা টি২০ লিগ। দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই শেষে ১৬ রানে জিতল ফাফ ডুপ্লেসির নেতৃত্বাধীন জোবার্গ সুপার কিংস। অলরাউন্ড পারফরম্যান্স সুপার কিংসের 'ডনের'। (ছবি : টুইটার)

শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা টি২০ লিগ। দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই শেষে ১৬ রানে জিতল ফাফ ডুপ্লেসির নেতৃত্বাধীন জোবার্গ সুপার কিংস। অলরাউন্ড পারফরম্যান্স সুপার কিংসের 'ডনের'। (ছবি : টুইটার)

1 / 7
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জোবার্গ সুপার কিংস অধিনায়ক ফাফ ডুপ্লেসি। শুরুটা একেবারেই ভালো হয়নি। দুই ওপেনার জানেমন মালান ও রিজা হেন্ড্রিক্স করেন যথাক্রমে ৫ ও ১। অধিনায়ক ফাফ ডুপ্লেসি ৩৩ বলে ৩৯ রান করেন। (ছবি : টুইটার)

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জোবার্গ সুপার কিংস অধিনায়ক ফাফ ডুপ্লেসি। শুরুটা একেবারেই ভালো হয়নি। দুই ওপেনার জানেমন মালান ও রিজা হেন্ড্রিক্স করেন যথাক্রমে ৫ ও ১। অধিনায়ক ফাফ ডুপ্লেসি ৩৩ বলে ৩৯ রান করেন। (ছবি : টুইটার)

2 / 7
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯০ রান করে সুপার কিংস। সৌজন্যে ডন ও রোমারিও জুটি। ডোনাভন ফেরেরা ৪০ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন। যোগ্য সঙ্গ দেন রোমারিও। মাত্র ১৯ বলে ৪০ রান করেন। (ছবি : টুইটার)

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯০ রান করে সুপার কিংস। সৌজন্যে ডন ও রোমারিও জুটি। ডোনাভন ফেরেরা ৪০ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন। যোগ্য সঙ্গ দেন রোমারিও। মাত্র ১৯ বলে ৪০ রান করেন। (ছবি : টুইটার)

3 / 7
ডারবান সুপার জায়ান্টসের হয়ে দুই স্পিনার কেশব মহারাজ এবং প্রিনালেন সুব্রায়েন ভালো বোলিং করেন। সুব্রায়েন ৩ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজ ১ উইকেট নিলেও ইকোনমি ৬-র কম। (ছবি : টুইটার)

ডারবান সুপার জায়ান্টসের হয়ে দুই স্পিনার কেশব মহারাজ এবং প্রিনালেন সুব্রায়েন ভালো বোলিং করেন। সুব্রায়েন ৩ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজ ১ উইকেট নিলেও ইকোনমি ৬-র কম। (ছবি : টুইটার)

4 / 7
বড় রানের লক্ষ্য হলেও ডারবানের শুরুটা অনবদ্য হয় ডারবানের। কাইল মেয়ার্স ২৯ বলে ৩৯ রান করেন। তবে কুইন্টন ডিকক ৫২ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। যদিও এই দু-জন আউট হতেই ম্যাচ থেকে হারিয়ে যায় ডারবান। (ছবি : টুইটার)

বড় রানের লক্ষ্য হলেও ডারবানের শুরুটা অনবদ্য হয় ডারবানের। কাইল মেয়ার্স ২৯ বলে ৩৯ রান করেন। তবে কুইন্টন ডিকক ৫২ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। যদিও এই দু-জন আউট হতেই ম্যাচ থেকে হারিয়ে যায় ডারবান। (ছবি : টুইটার)

5 / 7
শেষ অবধি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান অবধি পৌঁছয় ডারবান। ১৬ রানে জয় জোবার্গ সুপার কিংসের। আলজারি জোসেফ ২ উইকেট নেন। (ছবি : টুইটার)

শেষ অবধি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান অবধি পৌঁছয় ডারবান। ১৬ রানে জয় জোবার্গ সুপার কিংসের। আলজারি জোসেফ ২ উইকেট নেন। (ছবি : টুইটার)

6 / 7
ব্যাট হাতে অপরাজিত ৮২ রানের পাশাপাশি বল হাতেও সফল ডোনাভন ফেরেরা। কুইন্টন ডিককের উইকেট নেন। ম্যাচের সেরার পুরস্কারও জেতেন 'ডন'। (ছবি : টুইটার)

ব্যাট হাতে অপরাজিত ৮২ রানের পাশাপাশি বল হাতেও সফল ডোনাভন ফেরেরা। কুইন্টন ডিককের উইকেট নেন। ম্যাচের সেরার পুরস্কারও জেতেন 'ডন'। (ছবি : টুইটার)

7 / 7
Follow Us: