Asia Cup 2022: সচিন-বিরাট… এশিয়া কাপে যে ভারতীয় তারকাদের ব্যাটে আগুন জ্বলেছে
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Aug 27, 2022 | 10:00 AM
অষ্টম এশিয়া কাপ (Asia Cup) খেতাব জয়ের লক্ষ্যে রবিবার যাত্রা শুরু করতে চলেছে মেন ইন ব্লু। তার আগে ফিরে দেখা এশিয়া কাপে কোন কোন ভারতীয় তারকা ক্রিকেটারের ব্যাট অতীতে জ্বলে উঠেছিল...
1 / 6
অষ্টম এশিয়া কাপ (Asia Cup) খেতাব জয়ের লক্ষ্যে রবিবার যাত্রা শুরু করতে চলেছে মেন ইন ব্লু। তার আগে ফিরে দেখা এশিয়া কাপে কোন কোন ভারতীয় তারকা ক্রিকেটারের ব্যাট অতীতে জ্বলে উঠেছিল... (ছবি-টুইটার)
2 / 6
এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। এশিয়া কাপে ২৩টি ম্যাচে মোট তিনি করেছেন ৯৭১ রান। তাঁর সর্বাধিক রান ১১৪। মাস্টার ব্লাস্টারের সেঞ্চুরি ২টি, হাফসেঞ্চুরি ৭টি। (ছবি-টুইটার)
3 / 6
সচিন তেন্ডুলকরের পর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মা। অতীতে এশিয়া কাপে ২৭টি ম্যাচে খেলেছেন তিনি। তাতে হিটম্যানের সংগ্রহ ৮৮৩ রান। সর্বাধিক ১১১*। রয়েছে ১টি সেঞ্চুরি এবং ৭টি হাফসেঞ্চুরি। (ছবি-টুইটার)
4 / 6
সচিন-রোহিতের পর এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এশিয়া কাপে ১৬টি ম্যাচে খেলে কোহলি করেছেন ৭৬৬ রান। ভিকের ব্যাটে এসেছে সর্বাধিক ১৮৩ রান। ৩টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরি রয়েছে। (ছবি-টুইটার)
5 / 6
এই তালিকায় চার নম্বরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০০৮ সাল থেকে ২০১৮ সাল অবধি এশিয়া কাপে মোট ২৪ ম্যাচে খেলেছেন মাহি। তাতে করেছেন ৬৯০ রান। সর্বাধিক ১০৯*। রয়েছে ১টি শতরান ও ৩টি অর্ধশতরান। (ছবি-টুইটার)
6 / 6
এশিয়া কাপে সর্বাধিক রান করা ভারতীয় ব্যাটারদের তালিকায় ৫ নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান। এ বারের এশিয়া কাপে তিনি নেই। এখনও অবধি এশিয়া কাপের ১৩টি ম্যাচে খেলেছেন গব্বর। তাতে করেছেন ৬১৩ রান। সর্বাধিক ১২৭ রান। ধাওয়ানের ব্যাট থেকে এসেছে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরিও। (ছবি-টুইটার)