Puri Jagannath Temple: সহস্ত্রধারা স্নানের পর টানা ১৫ দিন জগন্নাথ দর্শন বন্ধ! রথযাত্রা কবে?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jun 04, 2023 | 5:51 PM

Ratha Yatra 2023: পুরো ১৪ দিন ভগবানের দেখা পাওয়া যাবে না। এ সময় জগন্নাথ মন্দিরের দরজাও বন্ধ থাকে। টানা ১৫ দিন পর মন্দিরের দরজা খুলে আবার দেওয়া হয়। তারপরেই শুরু হয় জগন্নাথ রথযাত্রা

1 / 10
দেবস্নান পূর্ণিমা 'স্নানযাত্রা' বা সহস্ত্রধারা স্নান নামে পরিচিত। জগন্নাথ রথযাত্রার আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথের স্নানযাত্রা পালন করা হয়। পুরীর জগন্নাথ রথযাত্রার আগে দেবস্নান পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান।

দেবস্নান পূর্ণিমা 'স্নানযাত্রা' বা সহস্ত্রধারা স্নান নামে পরিচিত। জগন্নাথ রথযাত্রার আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথের স্নানযাত্রা পালন করা হয়। পুরীর জগন্নাথ রথযাত্রার আগে দেবস্নান পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান।

2 / 10
এই বিশেষ আচারের সময় ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা ও ভগবান বলভদ্রকে পূর্ণ ভক্তি ও উত্সর্গের সঙ্গে পূজার্চনা করা হয়। সম্পূর্ণ রীতিগুলি অত্যন্ত জাঁকজমকের সঙ্গে ও ঐতিহ্যবাহী পদ্ধতিতে পালন করা হয়। ভগবান জগন্নাথ মন্দিরের সবচেয়ে প্রত্যাশিত রীতি-রেওয়াজগুলির মধ্যে অন্যতম। অনেকের মতে, ভগবান জগন্নাথের জন্মদিন হিসেবেও পালন করা হয়।

এই বিশেষ আচারের সময় ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা ও ভগবান বলভদ্রকে পূর্ণ ভক্তি ও উত্সর্গের সঙ্গে পূজার্চনা করা হয়। সম্পূর্ণ রীতিগুলি অত্যন্ত জাঁকজমকের সঙ্গে ও ঐতিহ্যবাহী পদ্ধতিতে পালন করা হয়। ভগবান জগন্নাথ মন্দিরের সবচেয়ে প্রত্যাশিত রীতি-রেওয়াজগুলির মধ্যে অন্যতম। অনেকের মতে, ভগবান জগন্নাথের জন্মদিন হিসেবেও পালন করা হয়।

3 / 10
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পুরীর মন্দিরের এই বিশেষ অনুষ্ঠানের সাক্ষী হতে আসেন। এ বছর দেবস্নান পূর্ণিমা পালন করা হয়, ৪ জুন, রবিবার। রীতি অনুসারে, এ দিন ভগবান জগন্নাথ, ভাই বলভদ্র ও বোন সুভদ্রার সাথে সহস্ত্রধারায় স্নান করেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা পুরীর মন্দিরের এই বিশেষ অনুষ্ঠানের সাক্ষী হতে আসেন। এ বছর দেবস্নান পূর্ণিমা পালন করা হয়, ৪ জুন, রবিবার। রীতি অনুসারে, এ দিন ভগবান জগন্নাথ, ভাই বলভদ্র ও বোন সুভদ্রার সাথে সহস্ত্রধারায় স্নান করেন।

4 / 10
এরপর পুরো ১৪ দিন ভগবানের দেখা পাওয়া যাবে না। এ সময় জগন্নাথ মন্দিরের দরজাও বন্ধ থাকে। টানা ১৫ দিন পর মন্দিরের দরজা খুলে আবার দেওয়া হয়। তারপরেই শুরু হয় জগন্নাথ রথযাত্রা

এরপর পুরো ১৪ দিন ভগবানের দেখা পাওয়া যাবে না। এ সময় জগন্নাথ মন্দিরের দরজাও বন্ধ থাকে। টানা ১৫ দিন পর মন্দিরের দরজা খুলে আবার দেওয়া হয়। তারপরেই শুরু হয় জগন্নাথ রথযাত্রা

5 / 10
সহস্ত্রধারা স্নান কি? জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা ও বড় ভাই বলভদ্রকে গর্ভগৃহ থেকে স্নান মণ্ডপে আনা হয়। দেবতাদের স্নানের জন্য ব্যবহৃত জল জগন্নাথ মন্দিরের ভিতরের কূপ থেকে পবিত্র জল নেওয়া হয়। স্নান অনুষ্ঠানের আগে, পুরোহিতরা কিছু পূজা ও আচার অনুষ্ঠান করা হয়।

সহস্ত্রধারা স্নান কি? জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা ও বড় ভাই বলভদ্রকে গর্ভগৃহ থেকে স্নান মণ্ডপে আনা হয়। দেবতাদের স্নানের জন্য ব্যবহৃত জল জগন্নাথ মন্দিরের ভিতরের কূপ থেকে পবিত্র জল নেওয়া হয়। স্নান অনুষ্ঠানের আগে, পুরোহিতরা কিছু পূজা ও আচার অনুষ্ঠান করা হয়।

6 / 10
 জগন্নাথ মন্দিরের তিনটি প্রধান দেবতাকে স্নান করার জন্য মোট ১০৮টি সুগন্ধযুক্ত জল ব্যবহার করা হয়। স্নানের জলে সুগন্ধি ফুল, চন্দন, কেশর, কস্তুরী যোগ করা হয়। স্নান পর্ব শেষে দেবতাকে 'সাদা বেস' পরানো হয়। বিকেলে, ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা ও ভগবান বলভদ্রের মূর্তিগুলিকে আবার 'হাঠি বেশ' অর্থাৎ প্রভু গণেশের পোশাক দেওয়া হয়।

জগন্নাথ মন্দিরের তিনটি প্রধান দেবতাকে স্নান করার জন্য মোট ১০৮টি সুগন্ধযুক্ত জল ব্যবহার করা হয়। স্নানের জলে সুগন্ধি ফুল, চন্দন, কেশর, কস্তুরী যোগ করা হয়। স্নান পর্ব শেষে দেবতাকে 'সাদা বেস' পরানো হয়। বিকেলে, ভগবান জগন্নাথ, দেবী সুভদ্রা ও ভগবান বলভদ্রের মূর্তিগুলিকে আবার 'হাঠি বেশ' অর্থাৎ প্রভু গণেশের পোশাক দেওয়া হয়।

7 / 10
কেন ১৪ দিন দর্শন দেওয়া হয় না ? বিশ্বাস করা হয়, পূর্ণিমার দিনে অতিরিক্ত জলে স্নান করার ফলে ভগবান জ্বরে কাবু হয়ে অসুস্থ হয়ে পড়েন, সেই সময় চিকিৎসা করা হয়। এ সময় তিন দেব-দেবীকে অনেক ওষুধ দেওয়া হয়। শুধু তাই নয়, অসুস্থ থাকার কারণে  ভগবানকে শুধুমাত্র সাধারণ খাবার নিবেদন করা হয়।

কেন ১৪ দিন দর্শন দেওয়া হয় না ? বিশ্বাস করা হয়, পূর্ণিমার দিনে অতিরিক্ত জলে স্নান করার ফলে ভগবান জ্বরে কাবু হয়ে অসুস্থ হয়ে পড়েন, সেই সময় চিকিৎসা করা হয়। এ সময় তিন দেব-দেবীকে অনেক ওষুধ দেওয়া হয়। শুধু তাই নয়, অসুস্থ থাকার কারণে ভগবানকে শুধুমাত্র সাধারণ খাবার নিবেদন করা হয়।

8 / 10
ভগবানের অসুস্থতার কারণে ১৫ দিনের জন্য ভক্তদের দর্শন বন্ধ রাখা হয়। আষাঢ় কৃষ্ণ দশমী তিথিতে, মন্দিরে চাকা বেজে নীতি আচার করা হয় যা ভগবান জগন্নাথের স্বাস্থ্যের পুনরুদ্ধারের প্রতীক। এ বছর ১৩ জুন এই নীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ভগবানের অসুস্থতার কারণে ১৫ দিনের জন্য ভক্তদের দর্শন বন্ধ রাখা হয়। আষাঢ় কৃষ্ণ দশমী তিথিতে, মন্দিরে চাকা বেজে নীতি আচার করা হয় যা ভগবান জগন্নাথের স্বাস্থ্যের পুনরুদ্ধারের প্রতীক। এ বছর ১৩ জুন এই নীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

9 / 10
আষাঢ় শুক্ল প্রতিপদ তিথিতে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। সেই দিন মন্দিরের দরজা খুলে ভগবানের আবির্ভাব হয়। ওই দিন মন্দিরে চক্ষু উৎসব হয়। নেত্র উৎসব নবযৌবন দর্শন নামেও পরিচিত। এবছর নেত্র উৎসব ১৯ জুন সোমবার অনুষ্ঠিত হবে।

আষাঢ় শুক্ল প্রতিপদ তিথিতে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। সেই দিন মন্দিরের দরজা খুলে ভগবানের আবির্ভাব হয়। ওই দিন মন্দিরে চক্ষু উৎসব হয়। নেত্র উৎসব নবযৌবন দর্শন নামেও পরিচিত। এবছর নেত্র উৎসব ১৯ জুন সোমবার অনুষ্ঠিত হবে।

10 / 10
আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ রথযাত্রা। জগন্নাথ রথযাত্রা শুরু হবে আগামী ২০ জুন। ভগবান জগন্নাথ, ভাই বলভদ্র ও বোন সুভদ্রা রথে চড়ে তাদের মামীর বাড়ি গুন্ডিচা মন্দিরে যান

আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ রথযাত্রা। জগন্নাথ রথযাত্রা শুরু হবে আগামী ২০ জুন। ভগবান জগন্নাথ, ভাই বলভদ্র ও বোন সুভদ্রা রথে চড়ে তাদের মামীর বাড়ি গুন্ডিচা মন্দিরে যান