National Security Guard:কীভাবে নিয়োগ করা হয় ব্ল্যাক ক্যাট কমান্ডোদের? কত বেতন জানেন

National Security Guard, NSG: সাধারণত দেশের ভিআইপিদের (VIP) নিরাপত্তার কথা মাথায় রেখে ১৯৮৪ সালের ২২ শে সেপ্টেম্বর তৈরি হয় ন্য়াশানাল সিকিউরিটি গার্ড বা এনএসজি।

| Edited By: | Updated on: Sep 15, 2021 | 3:49 PM
মুম্বই হামলার (Mumbai Attack) কালো অধ্যায়েও জ্বলজ্বল করে উঠেছিল একদল কালো উর্দীধারী। ওবেরয়, তাজ হোটেল (Taj Hotel) ও নরিম্যান হাউসে জঙ্গিদের হাত থেকে  অসংখ্য পণবন্দিদের উদ্ধার করেছিলেন অসীম সাহসী ও লক্ষ্যে অবিচল এনএসজি কমান্ডোরা (NSG Commando)।

মুম্বই হামলার (Mumbai Attack) কালো অধ্যায়েও জ্বলজ্বল করে উঠেছিল একদল কালো উর্দীধারী। ওবেরয়, তাজ হোটেল (Taj Hotel) ও নরিম্যান হাউসে জঙ্গিদের হাত থেকে অসংখ্য পণবন্দিদের উদ্ধার করেছিলেন অসীম সাহসী ও লক্ষ্যে অবিচল এনএসজি কমান্ডোরা (NSG Commando)।

1 / 6
সাধারণত দেশের ভিআইপিদের (VIP) নিরাপত্তার কথা মাথায় রেখে ১৯৮৪ সালের ২২ শে সেপ্টেম্বর তৈরি হয় ন্যাশানাল সিকিউরিটি গার্ড (National Security Guard) বা এনএসজি। জার্মানির (Germany) বর্ডার গার্ড গ্রুপের (Border Guard Group) আদলে তৈরি হয় এনএসজি।

সাধারণত দেশের ভিআইপিদের (VIP) নিরাপত্তার কথা মাথায় রেখে ১৯৮৪ সালের ২২ শে সেপ্টেম্বর তৈরি হয় ন্যাশানাল সিকিউরিটি গার্ড (National Security Guard) বা এনএসজি। জার্মানির (Germany) বর্ডার গার্ড গ্রুপের (Border Guard Group) আদলে তৈরি হয় এনএসজি।

2 / 6
এনএসজি কমান্ডোরা স্পেশ্যাল অ্যাকশন গ্রুপ (Special Action Group) এবং স্পেশ্যাল রেঞ্জার গ্রুপ (Special Ranger Group), এই দুটি ভাগে বিভক্ত। এনএসজিতে প্রায় ১৫ হাজার কমান্ডো রয়েছে। অত্যাধুনিক অস্ত্রসস্ত্র ব্যবহারে পারদর্শী এই কমান্ডো কালো পোশাকের জন্য এদের 'ব্ল্যাক ক্যাট' (Black Cat) বলা হয়।

এনএসজি কমান্ডোরা স্পেশ্যাল অ্যাকশন গ্রুপ (Special Action Group) এবং স্পেশ্যাল রেঞ্জার গ্রুপ (Special Ranger Group), এই দুটি ভাগে বিভক্ত। এনএসজিতে প্রায় ১৫ হাজার কমান্ডো রয়েছে। অত্যাধুনিক অস্ত্রসস্ত্র ব্যবহারে পারদর্শী এই কমান্ডো কালো পোশাকের জন্য এদের 'ব্ল্যাক ক্যাট' (Black Cat) বলা হয়।

3 / 6
দেশের এই নিরাপত্তা বাহিনীতে ভারতীয় সেনা (Indian Army) থেকে ৫৩ শতাংশ ও বাকি ৪৭ শতাংশ সিআরপিএফ (CRPF), বিএসএফ (BSF), আইটিবিপির (ITBP) মতো আধা সামরিক বাহিনী থেকে নিয়োগ করা হয়। সেনা থেকে যাঁদের স্পেশ্যাল অ্যাকশন গ্রুপে ও  আধা সামরিক বাহিনী থেকে স্পেশ্যাল রেঞ্জার গ্রুপে নিয়োগ করা হয়ে থাকে।

দেশের এই নিরাপত্তা বাহিনীতে ভারতীয় সেনা (Indian Army) থেকে ৫৩ শতাংশ ও বাকি ৪৭ শতাংশ সিআরপিএফ (CRPF), বিএসএফ (BSF), আইটিবিপির (ITBP) মতো আধা সামরিক বাহিনী থেকে নিয়োগ করা হয়। সেনা থেকে যাঁদের স্পেশ্যাল অ্যাকশন গ্রুপে ও আধা সামরিক বাহিনী থেকে স্পেশ্যাল রেঞ্জার গ্রুপে নিয়োগ করা হয়ে থাকে।

4 / 6
৯০ দিনের অত্যন্ত কঠোর প্রশিক্ষণের পর একজন জওয়ান এনএসজিতে যোগ দেন। প্রশিক্ষণ শুরুর কয়েক সপ্তাহ কাটার পর অনেকেই প্রয়োজনীয় শারীরিক ও মানসিক দক্ষতা অভাবে বাদ পড়েন। এই প্রশিক্ষণে অত্যাধুনিক অস্ত্রসস্ত্র ব্যবহার, ফিলিপিন্সের (Philippines) মার্শাল আর্ট পেকিটি তিরসিয়া  কালি (Pekiti-Tirsia Kali) শেখানো হয়। শত্রুপক্ষের মাথা লক্ষ্য করে গুলি চালনা ও জঙ্গি দমনের রণকৌশলে বিশেষ পারর্দশী হন এই কমান্ডোরা।

৯০ দিনের অত্যন্ত কঠোর প্রশিক্ষণের পর একজন জওয়ান এনএসজিতে যোগ দেন। প্রশিক্ষণ শুরুর কয়েক সপ্তাহ কাটার পর অনেকেই প্রয়োজনীয় শারীরিক ও মানসিক দক্ষতা অভাবে বাদ পড়েন। এই প্রশিক্ষণে অত্যাধুনিক অস্ত্রসস্ত্র ব্যবহার, ফিলিপিন্সের (Philippines) মার্শাল আর্ট পেকিটি তিরসিয়া কালি (Pekiti-Tirsia Kali) শেখানো হয়। শত্রুপক্ষের মাথা লক্ষ্য করে গুলি চালনা ও জঙ্গি দমনের রণকৌশলে বিশেষ পারর্দশী হন এই কমান্ডোরা।

5 / 6
এনএসজি কমান্ডোরা বেশ আকর্ষণীয় বেতন পেয়ে থাকেন। মাসিক ৮৪ হাজার থেকে আড়াই লক্ষ টাকা অবধি বেতন পান এই কমান্ডোরা। বেতনের পাশাপাশি আরও নানা ধরনের সুযোগ সুবিধা এরা পেয়ে থাকেন।

এনএসজি কমান্ডোরা বেশ আকর্ষণীয় বেতন পেয়ে থাকেন। মাসিক ৮৪ হাজার থেকে আড়াই লক্ষ টাকা অবধি বেতন পান এই কমান্ডোরা। বেতনের পাশাপাশি আরও নানা ধরনের সুযোগ সুবিধা এরা পেয়ে থাকেন।

6 / 6
Follow Us: