TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Aug 18, 2022 | 12:45 PM
সলমন খান- সলমন খান বর্তমানে এক একটি ছবি করতে ৪০ কোটির ওপর টাকা নিয়ে থাকেন। তবে প্রথম ছবি করতে তিনি নিয়েছিলেন মাত্র ১১০০০ টাকা।
সলমন খান- না এক্ষেত্রে ভিডিয়ো নয়, একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সর্বত্র। যেখানে একটি মহিলা সলমনকে চড় মারছে বলেই শোনা যায়। যদিও পরবর্তীতে তার সত্যতা প্রমাণ হয়নি।
তবে এবার সকলকে চমকে দেওয়ার মত যে খবর সকলের সামনে উঠে আসতে দেখা গেল, তা হল সলমন খানের পারিশ্রমিক। ১০০ নয় ১০০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন নাকি ভাইজান।
ছবির বাজেটের ক্ষেত্রে কোথাও গিয়ে যেন আয়ের বিষয়টাও উড়িয়ে দেওয়ার নয়। বর্তমানে বলিউডের যে ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে, তা থেকেই নিজের ছবিকে বাঁচাতেই কি এমন সিদ্ধান্ত, উঠছে সলমন খানের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন।
তবে এবার সলমন খান যা পারিশ্রমিক নিচ্ছেন তা সকলেরই ঘুম কাড়ল চোখের। যদিও বিষয়টা ঠিক কতটা সত্যি তা এখনও স্পষ্ট নয়। কারণ অফিশিয়ালি এই খবর নিয়ে কেউ এখনও মন্তব্য করেনি।