আইটেম নম্বরগুলি সিনেমার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রযোজকরা দর্শকদের মনোরঞ্জনের জন্য এমন ডান্স পারফরম্যান্স রাখেন। আর এই আইটেম নম্বরগুলি দর্শকরা পছন্দও করেন। সাম্প্রতিক পুষ্প: দ্য রাইজ ছবিতে আইটেম ‘উও আন্তাভা’ গানের সঙ্গে সামান্থা রুথ প্রভুর পারফরম্যান্স দেথে হতবাক দর্শক। এই একটি গানের জন্য সামান্থা রুথ প্রভু ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলেই খবর।
ক্যাটরিনা কাইফ অনেক ছবিতেই আইটেম ডান্স করেন। আগে তিনি প্রতিটি পারফরম্যান্সের জন্য ৫০ লাখ নিতেন। ধুম ৩ ছবির পর সেই অঙ্ক বেড়েছে বলে খবর।
আইটেম কুইন বলতে এখন প্নোরথম যাঁর কথা মনে আসে তিনি নোরা ফতেহি। প্রথমে ৫০ লাখ করে নিতেন প্রতিটি পারফরম্যান্সের জন্য। জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সেই অঙ্ক এখন বেড়ে হয়েছে ৩ কোটি।
দক্ষিণের জনপ্রিয় নায়িকা তমন্না ভাটিয়া। যশ অভিনীত কেজিএফ ১ ছবিসহ বহু ছবিতে তমন্না আইটেম ডান্স করেছেন। তিনি ৫০ লাখ করে নেন প্রতি আইটেম ডান্সের জন্য।
ল্যায়লা ম্যায় ল্যায়লা হোক, কিংবা বেবি ডল, সানি লিওনি বহু ছবিতেই আইটেম ডান্স করেছেন। তিনি একটি ডান্স পারফরম্যান্সের জন্য নেন ৩ কোটি টাকা।
শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। অভিনয়ের পাশাপাশি তাঁকেও আইটেম ডান্স করতে দেখা যায় বিভিন্ন ছবিতে। তাঁর পারিশ্রমিক ৩ কোটি প্রতি আইটেম ডান্সের জন্য।।