অনস্ক্রিন মা-মেয়ের পারফরম্যান্স, একসঙ্গে দেবশ্রী এবং সঙ্ঘমিত্রা

Sanghamitra Talukder and Debashree Roy: সোমবার ইনস্টাগ্রামে নাচের পোশাকে দেবশ্রীর সঙ্গে এই ছবিগুলি শেয়ার করেছেন সঙ্ঘমিত্রা। ক্যাপশনে লিখেছেন ‘কামিং সুন।’

| Edited By: | Updated on: Aug 30, 2021 | 4:06 PM
১০ বছর পর অভিনয়ে ফিরেছেন দেবশ্রী রায়। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘সর্বজয়া’। এই ধারাবাহিকে দেবশ্রীর মেয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সঙ্ঘমিত্রা তালুকদার।

১০ বছর পর অভিনয়ে ফিরেছেন দেবশ্রী রায়। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘সর্বজয়া’। এই ধারাবাহিকে দেবশ্রীর মেয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সঙ্ঘমিত্রা তালুকদার।

1 / 7
সোমবার ইনস্টাগ্রামে নাচের পোশাকে দেবশ্রীর সঙ্গে এই ছবিগুলি শেয়ার করেছেন সঙ্ঘমিত্রা। ক্যাপশনে লিখেছেন ‘কামিং সুন।’

সোমবার ইনস্টাগ্রামে নাচের পোশাকে দেবশ্রীর সঙ্গে এই ছবিগুলি শেয়ার করেছেন সঙ্ঘমিত্রা। ক্যাপশনে লিখেছেন ‘কামিং সুন।’

2 / 7
অভিনয় ছাড়াও নাচে দেবশ্রীর পারদর্শীতার কথা ইন্ডাস্ট্রির সকলেই জানেন। এই ধারাবাহিকের চিত্রনাট্যেও নাচের অনুসঙ্গ রয়েছে।

অভিনয় ছাড়াও নাচে দেবশ্রীর পারদর্শীতার কথা ইন্ডাস্ট্রির সকলেই জানেন। এই ধারাবাহিকের চিত্রনাট্যেও নাচের অনুসঙ্গ রয়েছে।

3 / 7
অনস্ক্রিন মা-মেয়ের পারফরম্যান্স আসতে চলেছে টেলিভিশনের পর্দায়। যেখানে দেবশ্রী এবং সঙ্ঘমিত্রা একসঙ্গে পারফর্ম করেছেন।

অনস্ক্রিন মা-মেয়ের পারফরম্যান্স আসতে চলেছে টেলিভিশনের পর্দায়। যেখানে দেবশ্রী এবং সঙ্ঘমিত্রা একসঙ্গে পারফর্ম করেছেন।

4 / 7
২০১৬। সে সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘আমার দুর্গা’র মাধ্যমে দর্শকের ঘরে ঘরে জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী সঙ্ঘমিত্রা তালুকদার। ওই সময় থেকেই টেলিভিশনে পথ চলা শুরু। মাঝে দেড় বছরের বিরতি নিয়েছিলেন তিনি।

২০১৬। সে সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘আমার দুর্গা’র মাধ্যমে দর্শকের ঘরে ঘরে জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী সঙ্ঘমিত্রা তালুকদার। ওই সময় থেকেই টেলিভিশনে পথ চলা শুরু। মাঝে দেড় বছরের বিরতি নিয়েছিলেন তিনি।

5 / 7
সঙ্ঘমিত্রাকে শেষ দেখা গিয়েছিল ‘গ্যাংস্টার গঙ্গা’ ধারাবাহিকে দেড় বছর আগে। ফের তিনি ফিরেছেন ‘সর্বজয়া’য়।

সঙ্ঘমিত্রাকে শেষ দেখা গিয়েছিল ‘গ্যাংস্টার গঙ্গা’ ধারাবাহিকে দেড় বছর আগে। ফের তিনি ফিরেছেন ‘সর্বজয়া’য়।

6 / 7
গত দেড় বছরে টেলিভিশনের বিরতিতে ওয়েব সিরিজ ‘সেনাপতি ২’-এ কাজ করেছেন সঙ্ঘমিত্রা। ব্র্যান্ড শুট করেছেন। এমনকি দুটো ছবির কাজও করে ফেলেছেন। তাঁর ডেবিউ ছবি। কিন্তু ছবির বিষয়ে বিশদে কিছু জানাতে চাননি তিনি।

গত দেড় বছরে টেলিভিশনের বিরতিতে ওয়েব সিরিজ ‘সেনাপতি ২’-এ কাজ করেছেন সঙ্ঘমিত্রা। ব্র্যান্ড শুট করেছেন। এমনকি দুটো ছবির কাজও করে ফেলেছেন। তাঁর ডেবিউ ছবি। কিন্তু ছবির বিষয়ে বিশদে কিছু জানাতে চাননি তিনি।

7 / 7
Follow Us: