Year Ender 2022: পন্থকে ধাওয়া উর্বশীর! সানিয়া, চাহালের বিবাহ বিচ্ছেদ? বাইশ কাঁপানো গুঞ্জন

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Dec 27, 2022 | 9:04 AM

২০২২ সালটা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য বছর হয়ে রয়েছে। একইসঙ্গে সবুজ মাঠের তারকাদের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে নানা গুঞ্জনে তোলপাড় হয়েছে ক্রীড়া জগত। তারকা ক্রিকেটার, তারকা টেনিস খেলোয়াড়ের বিবাহিত জীবন নিয়ে উঠে এসেছে একাধিক তথ্য। কিছু ক্ষেত্রে উত্তর পাওয়া যায়নি। আবার কিছু গুজব হয়েই হাওয়ায় মিলিয়ে গিয়েছে। ২০২২ সালে হইচই ফেলে দেওয়া সেইসব গুঞ্জন রইল এই প্রতিবেদনে।

1 / 7
২০২০ সালে স্বল্প দিনের পরিচয়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দেশের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং সেলিব্রিটি কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মা। ক্রিকেট জগতের সুইট কাপল হিসেবে পরিচিত যুজি-ধনশ্রী। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎই শোনা যায়, এই সেলিব্রিটি দম্পতির বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। হইচই পড়ে যায় ক্রিকেট জগতে। শিরোনামে উঠে আসে ধনশ্রী-যুজির ব্যক্তিগত জীবন। (ছবি:ইনস্টাগ্রাম)

২০২০ সালে স্বল্প দিনের পরিচয়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দেশের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং সেলিব্রিটি কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মা। ক্রিকেট জগতের সুইট কাপল হিসেবে পরিচিত যুজি-ধনশ্রী। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎই শোনা যায়, এই সেলিব্রিটি দম্পতির বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। হইচই পড়ে যায় ক্রিকেট জগতে। শিরোনামে উঠে আসে ধনশ্রী-যুজির ব্যক্তিগত জীবন। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 7
ক্রিকেটের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে এ বছর বেশি চর্চায় থেকেছেন ঋষভ পন্থ। নাম না করলেও বলিউড অভিনেত্রী উর্বশী রউতেলার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁর কথার লড়াই মুচমুচে খবরের জন্ম দিয়েছে। পন্থকে 'ছোটু ভাইয়া' বলে কটাক্ষ করেন উর্বশী। পাল্টা 'বোন' বলে সম্বোধন ঋষভের। লড়াই সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ থাকেনি। ঋষভকে পিছু পিছু ধাওয়াও করেন উর্বশী। এশিয়া কাপের সময় সংযুক্ত আরব আমিরশাহি, টি-২০ বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ায় ঘাঁটি গেড়েছিলেন বলিউড অভিনেত্রী। এত করেও কি পন্থের ধ্যানভঙ্গে সফল হয়েছেন 'অপ্সরা' উর্বশী? (ছবি:ইনস্টাগ্রাম)

ক্রিকেটের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে এ বছর বেশি চর্চায় থেকেছেন ঋষভ পন্থ। নাম না করলেও বলিউড অভিনেত্রী উর্বশী রউতেলার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁর কথার লড়াই মুচমুচে খবরের জন্ম দিয়েছে। পন্থকে 'ছোটু ভাইয়া' বলে কটাক্ষ করেন উর্বশী। পাল্টা 'বোন' বলে সম্বোধন ঋষভের। লড়াই সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ থাকেনি। ঋষভকে পিছু পিছু ধাওয়াও করেন উর্বশী। এশিয়া কাপের সময় সংযুক্ত আরব আমিরশাহি, টি-২০ বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ায় ঘাঁটি গেড়েছিলেন বলিউড অভিনেত্রী। এত করেও কি পন্থের ধ্যানভঙ্গে সফল হয়েছেন 'অপ্সরা' উর্বশী? (ছবি:ইনস্টাগ্রাম)

3 / 7
ক্রীড়া জগতের পাওয়ার কাপল হিসেবে পরিচিত সানিয়া মির্জা ও শোয়েব মালিক। সীমান্তের বেড়াজালের তোয়াক্কা না করে ১২ বছর আগে সংসার পেতেছিলেন। সমালোচনার তোয়াক্কা না করে নিজ নিজ কেরিয়ার ও সংসার উভয়ই সামলে চলেছেন সানিয়া-শোয়েব। দম্পতির কোল আলো করে এসেছে সন্তান ইজহান মির্জা মালিক। কিন্তু ২০২২ সালের শেষদিকে এসে অনুরাগীদের হৃদয় ভেঙে গিয়েছে একটি খবরে। সানিয়া-শোয়েব নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। বেশ কিছুদিন ধরে আলাদা থাকছেন, ডিভোর্স পেপারে কয়েকটা পেনের আঁচড় কাটার অপেক্ষা। তারপরই দু'জনার দুটি পথ দুটি দিকে যাবে বেঁকে। (ছবি:ইনস্টাগ্রাম)

ক্রীড়া জগতের পাওয়ার কাপল হিসেবে পরিচিত সানিয়া মির্জা ও শোয়েব মালিক। সীমান্তের বেড়াজালের তোয়াক্কা না করে ১২ বছর আগে সংসার পেতেছিলেন। সমালোচনার তোয়াক্কা না করে নিজ নিজ কেরিয়ার ও সংসার উভয়ই সামলে চলেছেন সানিয়া-শোয়েব। দম্পতির কোল আলো করে এসেছে সন্তান ইজহান মির্জা মালিক। কিন্তু ২০২২ সালের শেষদিকে এসে অনুরাগীদের হৃদয় ভেঙে গিয়েছে একটি খবরে। সানিয়া-শোয়েব নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন। বেশ কিছুদিন ধরে আলাদা থাকছেন, ডিভোর্স পেপারে কয়েকটা পেনের আঁচড় কাটার অপেক্ষা। তারপরই দু'জনার দুটি পথ দুটি দিকে যাবে বেঁকে। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 7
২০২২ সালে ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন, বিতর্ক মিলিয়ে এভাবেই শিরোনামে থেকেছেন সানিয়া মির্জা, যুজবেন্দ্র চাহাল, ঋষভ পন্থরা। কেউ মুখ খুলেছেন, কেউ আবার নিশ্চুপ। (ছবি:ইনস্টাগ্রাম)

২০২২ সালে ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন, বিতর্ক মিলিয়ে এভাবেই শিরোনামে থেকেছেন সানিয়া মির্জা, যুজবেন্দ্র চাহাল, ঋষভ পন্থরা। কেউ মুখ খুলেছেন, কেউ আবার নিশ্চুপ। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 7
 বিবাহবিচ্ছেদের গুঞ্জনে তিতিবিরক্ত যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা মুখ খোলেন। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে তাঁদের দাম্পত্যজীবন নিয়ে ওঠা মুচমুচে খবরগুলিকে মিথ্যে বলেন ধনশ্রী। স্ত্রীর পোস্টের কমেন্ট বক্সে সমর্থন জানান যুজিও। বিতর্কে জল ঢেলেছেন। টি-২০ বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ায় চাহালের সঙ্গেই ছিলেন ধনশ্রী। (ছবি:ইনস্টাগ্রাম)

বিবাহবিচ্ছেদের গুঞ্জনে তিতিবিরক্ত যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা মুখ খোলেন। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে তাঁদের দাম্পত্যজীবন নিয়ে ওঠা মুচমুচে খবরগুলিকে মিথ্যে বলেন ধনশ্রী। স্ত্রীর পোস্টের কমেন্ট বক্সে সমর্থন জানান যুজিও। বিতর্কে জল ঢেলেছেন। টি-২০ বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ায় চাহালের সঙ্গেই ছিলেন ধনশ্রী। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 7
নাহ্, এত করেও উর্বশীর রূপে ধ্যান ভাঙেনি পন্থের। বরং বান্ধবী ইশা নেগির প্রতি নিবেদিত প্রাণ তিনি। সোশ্যাল মিডিয়ায় কথার লড়াই থেমে গিয়েছে, আপাতত পন্থের পিছু ধাওয়া করা বন্ধ করে দিয়েছেন উর্বশী। বলিউড অভিনেত্রী দাবি, একটা সময় তাঁকে ডেট করার জন্য উঠেপড়ে লেগেছিলেন পন্থ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন। যদিও এই দাবি মানতে চাননি জাতীয় দলের ক্রিকেটার। (ছবি:ইনস্টাগ্রাম)

নাহ্, এত করেও উর্বশীর রূপে ধ্যান ভাঙেনি পন্থের। বরং বান্ধবী ইশা নেগির প্রতি নিবেদিত প্রাণ তিনি। সোশ্যাল মিডিয়ায় কথার লড়াই থেমে গিয়েছে, আপাতত পন্থের পিছু ধাওয়া করা বন্ধ করে দিয়েছেন উর্বশী। বলিউড অভিনেত্রী দাবি, একটা সময় তাঁকে ডেট করার জন্য উঠেপড়ে লেগেছিলেন পন্থ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন। যদিও এই দাবি মানতে চাননি জাতীয় দলের ক্রিকেটার। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 7
ডিভোর্স, বিচ্ছেদ নিয়ে টুঁ শব্দটিও করেননি সানিয়া ও শোয়েব কেউই। উল্টে এই তারকা দম্পতি একত্রে একটি শো হোস্ট করছেন। শোনা যাচ্ছে, ওই শোয়ের জন্যই বিচ্ছেদের খবরে শিলমোহর দিচ্ছেন না সানিয়া বা শোয়েব। একবার শোয়ের ঝামেলা মিটলেই সিদ্ধান্ত জানিয়ে দেবেন। গুঞ্জনে ঘি ঢেলেছে সানিয়া একাধিক ইনস্টা পোস্ট ও ইনস্টা স্টোরি। সামনেই নতুন বছর। তেইশে নিজেদের বিবাহিত জীবনের ভবিষ্যৎটাও বেছে নেবেন তারকা দম্পতি।(ছবি:ইনস্টাগ্রাম)

ডিভোর্স, বিচ্ছেদ নিয়ে টুঁ শব্দটিও করেননি সানিয়া ও শোয়েব কেউই। উল্টে এই তারকা দম্পতি একত্রে একটি শো হোস্ট করছেন। শোনা যাচ্ছে, ওই শোয়ের জন্যই বিচ্ছেদের খবরে শিলমোহর দিচ্ছেন না সানিয়া বা শোয়েব। একবার শোয়ের ঝামেলা মিটলেই সিদ্ধান্ত জানিয়ে দেবেন। গুঞ্জনে ঘি ঢেলেছে সানিয়া একাধিক ইনস্টা পোস্ট ও ইনস্টা স্টোরি। সামনেই নতুন বছর। তেইশে নিজেদের বিবাহিত জীবনের ভবিষ্যৎটাও বেছে নেবেন তারকা দম্পতি।(ছবি:ইনস্টাগ্রাম)

Next Photo Gallery