Sara Ali Khan: ‘বাবার সামনে কেউ এই পোশাক পরে’, ব্যাপক ট্রোলের মুখে সারা আলি খান
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Jun 18, 2022 | 9:41 PM
Sara Ali Khan: ব্যাপক ট্রোলের মুখে সারা আলি খান। পোশাক নিয়ে নেটিজেনদের কাঠগড়ায় তিনি। এখানেই শেষ নয়, কুৎসিত ইঙ্গিত করা হল তাঁকে। বাবা ও ভাইয়ের সামনে তাঁর পরিহিত পোশাক নিয়ে করা হল কদর্য সব মন্তব্য।
1 / 5
ব্যাপক ট্রোলের মুখে সারা আলি খান। পোশাক নিয়ে নেটিজেনদের কাঠগড়ায় তিনি। এখানেই শেষ নয়, কুৎসিত ইঙ্গিত করা হল তাঁকে। বাবা ও ভাইয়ের সামনে তাঁর পরিহিত পোশাক নিয়ে করা হল কদর্য সব মন্তব্য।
2 / 5
শনিবার মুম্বইয়ে বাবা সইফ আলি খান ও ইব্রাহিম আলি খানের সঙ্গে লাঞ্চে গিয়েছিলেন সারা আলি খান। পরেছিলেন ট্যাঙ্ক টপ। সঙ্গে ছিল ডেনিম শর্ট।
3 / 5
অন্যদিকে সইফ পরেছিলেন জিন্স আর টি-শার্ট। ভাইয়ের পোশাকও অনুরূপ। নিজের লুককে আরও 'কুল' বানাতে সারা জুড়ে নিয়েছিলেন স্পোর্টস জুতো আর টুপি। কিন্তু স্টাইল স্টেটমেন্ট হঠাৎই বদলে গেল ট্রোলিংয়ে।
4 / 5
মন্তব্য এল, "ভাইয়ের সামনে কী সব পরেছ"। আর এক মন্তব্য, "বাবার সামনে এই সব পরে বের হও তোমার লজ্জা করে না"। ট্রোল্ড আগেও হয়েছেন সারা। তবে এ সব যেন মাত্রাতিরিক্ত, এমনটাই মনে করছেন তাঁর ভক্তরা।
5 / 5
দিন দুয়েক আগেও ট্রোল্ড হয়েছিল সারা। স্লিট পোশাক পরে পার্টিতে আসায়। তাঁকে তুলনা করা হয়েছিল উরফি জাভেদের সঙ্গে। যদিও এই সব ট্রোলিং নিয়ে মুখ খোলেননি সারা। তিনি রয়েছেন নীরব।