চেষ্টার লি স্ট্রিটে টসে জিতে ফিল্ডিং নেয় ইংল্যান্ড। নিয়মিত অধিনায়ক হেদার নাইটের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল নাতালি সিবারের। তিনিও খেলেননি। (ছবি : টুইটার)
ইংল্য়ান্ডকে নেতৃত্ব দিলেন উইকেটকিপার অ্যামি জোন্স। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল ইংল্যান্ড পেসার লরেন বেলের। অভিষেক ম্যাচে উইকেট পেলেন না। (ছবি : টুইটার)
ভারতীয় দলে এদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল বিগ হিটার কিরণপ্রভু নবগীরের। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ক্রমশ চাপে পড়ে ভারতীয় দল। ২০ ওভারে মাত্র ১৩২-৭ স্কোর গড়ে ভারত। (ছবি : টুইটার)
মূলত লেগ স্পিনারকে খেলতে সমস্যায় পড়েন ভারতীয় ব্যাটাররা। ভারতীয় ইনিংসে সর্বাধিক রান দীপ্তি শর্মার (Deepti Sharma)। ২৪ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। নবগীরে ১৩ বলে ৭ রান করেন। (ছবি : টুইটার)
লেগ স্পিনার সারা গ্লেন (Sarah Glenn) ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন। ১৩৩ রান তাড়ায় ১৩ ওভারেই ৯ উইকেটের বড় জয় ইংল্যান্ডের। অপরাজিত অর্ধশতরান সোফিয়া ডাঙ্কলির (৬১) ম্যাচের সেরা সারা গ্লেন। (ছবি : টুইটার)