India vs England Women: লেগ স্পিনে বেসামাল, ৯ উইকেটে হার হরমনপ্রীতদের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 11, 2022 | 8:30 AM

ইংল্য়ান্ডের মাটিতে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে অনবদ্য পারফরম্যান্স করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার, রুপো নিয়ে ফিরেছে ভারত। টুর্নামেন্টে অনবদ্য পারফর্ম করেছিল। ইংল্য়ান্ডের (India vs England Women) বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজের শুরুটা হল হতাশার। প্রথম টি ২০ তে ৯ উইকেটের হার ভারতের। লেগ স্পিনের বিরুদ্ধে মূলত ডুবল ভারতীয় দল।

1 / 5
 চেষ্টার লি স্ট্রিটে টসে জিতে ফিল্ডিং নেয় ইংল্যান্ড। নিয়মিত অধিনায়ক হেদার নাইটের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল নাতালি সিবারের। তিনিও খেলেননি। (ছবি : টুইটার)

চেষ্টার লি স্ট্রিটে টসে জিতে ফিল্ডিং নেয় ইংল্যান্ড। নিয়মিত অধিনায়ক হেদার নাইটের অনুপস্থিতিতে নেতৃত্ব দেওয়ার কথা ছিল নাতালি সিবারের। তিনিও খেলেননি। (ছবি : টুইটার)

2 / 5
 ইংল্য়ান্ডকে নেতৃত্ব দিলেন উইকেটকিপার অ্যামি জোন্স। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল ইংল্যান্ড পেসার লরেন বেলের। অভিষেক ম্যাচে উইকেট পেলেন না। (ছবি : টুইটার)

ইংল্য়ান্ডকে নেতৃত্ব দিলেন উইকেটকিপার অ্যামি জোন্স। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল ইংল্যান্ড পেসার লরেন বেলের। অভিষেক ম্যাচে উইকেট পেলেন না। (ছবি : টুইটার)

3 / 5
ভারতীয় দলে এদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল বিগ হিটার কিরণপ্রভু নবগীরের। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ক্রমশ চাপে পড়ে ভারতীয় দল। ২০ ওভারে মাত্র ১৩২-৭ স্কোর গড়ে ভারত। (ছবি : টুইটার)

ভারতীয় দলে এদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল বিগ হিটার কিরণপ্রভু নবগীরের। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ক্রমশ চাপে পড়ে ভারতীয় দল। ২০ ওভারে মাত্র ১৩২-৭ স্কোর গড়ে ভারত। (ছবি : টুইটার)

4 / 5
মূলত লেগ স্পিনারকে খেলতে সমস্যায় পড়েন ভারতীয় ব্যাটাররা। ভারতীয় ইনিংসে সর্বাধিক রান দীপ্তি শর্মার (Deepti Sharma)। ২৪ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। নবগীরে ১৩ বলে ৭ রান করেন। (ছবি : টুইটার)

মূলত লেগ স্পিনারকে খেলতে সমস্যায় পড়েন ভারতীয় ব্যাটাররা। ভারতীয় ইনিংসে সর্বাধিক রান দীপ্তি শর্মার (Deepti Sharma)। ২৪ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। নবগীরে ১৩ বলে ৭ রান করেন। (ছবি : টুইটার)

5 / 5
লেগ স্পিনার সারা গ্লেন (Sarah Glenn) ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন। ১৩৩ রান তাড়ায় ১৩ ওভারেই ৯ উইকেটের বড় জয় ইংল্যান্ডের। অপরাজিত অর্ধশতরান সোফিয়া ডাঙ্কলির (৬১) ম্যাচের সেরা সারা গ্লেন। (ছবি : টুইটার)

লেগ স্পিনার সারা গ্লেন (Sarah Glenn) ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন। ১৩৩ রান তাড়ায় ১৩ ওভারেই ৯ উইকেটের বড় জয় ইংল্যান্ডের। অপরাজিত অর্ধশতরান সোফিয়া ডাঙ্কলির (৬১) ম্যাচের সেরা সারা গ্লেন। (ছবি : টুইটার)

Next Photo Gallery