Sawan Somwar 2022: শিবপুরাণ মতে, শ্রাবণ সোমবারে পুজোর ডালিতে রাখুন শিবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি

​Shivpuran: কথিত আছে যে শ্রাবণে ভগবানের প্রিয় জিনিস নিবেদন করলে শিব, ভক্তের প্রতি সন্তুষ্ট হন এবং জীবনকে সুখে পূর্ণ করে তোলেন।

| Edited By: | Updated on: Jul 21, 2022 | 8:02 PM
শ্রাবণ মাসে শিবের পূজা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়।  আর এই বিশ্বাস বহু যুগ ধরে চলে আসছে। কথিত আছে যে শ্রাবণে ভগবানের প্রিয় জিনিস নিবেদন করলে শিব, ভক্তের প্রতি সন্তুষ্ট হন এবং জীবনকে সুখে পূর্ণ করে তোলেন।

শ্রাবণ মাসে শিবের পূজা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। আর এই বিশ্বাস বহু যুগ ধরে চলে আসছে। কথিত আছে যে শ্রাবণে ভগবানের প্রিয় জিনিস নিবেদন করলে শিব, ভক্তের প্রতি সন্তুষ্ট হন এবং জীবনকে সুখে পূর্ণ করে তোলেন।

1 / 10
 শিব পুরাণে এমন ৮টি জিনিসের কথা বলা হয়েছে যা শিবের খুব প্রিয়। কোন জিনিসগুলি শিবের সবচেয়ে প্রিয় ও কাছের, তা দেখে নিন একনজরে...

শিব পুরাণে এমন ৮টি জিনিসের কথা বলা হয়েছে যা শিবের খুব প্রিয়। কোন জিনিসগুলি শিবের সবচেয়ে প্রিয় ও কাছের, তা দেখে নিন একনজরে...

2 / 10
সুগন্ধি- সুগন্ধি পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। কথিত আছে শিবলিঙ্গে সুগন্ধি লাগালে ভক্তের শরীর ও মন পবিত্র হয়। নেগেটিভ চিন্তা দূর হয়।

সুগন্ধি- সুগন্ধি পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। কথিত আছে শিবলিঙ্গে সুগন্ধি লাগালে ভক্তের শরীর ও মন পবিত্র হয়। নেগেটিভ চিন্তা দূর হয়।

3 / 10
দুধ- শ্রাবণে শিবলিঙ্গে দুধ নিবেদন করলে কুণ্ডলীতে চন্দ্রের ক্ষতিকারক প্রভাব কমে যায়। এছাড়া ঠান্ডা প্রকৃতির রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করে।

দুধ- শ্রাবণে শিবলিঙ্গে দুধ নিবেদন করলে কুণ্ডলীতে চন্দ্রের ক্ষতিকারক প্রভাব কমে যায়। এছাড়া ঠান্ডা প্রকৃতির রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করে।

4 / 10
আখের রস - শিবকে আখের রস নিবেদন করলে স্বাস্থ্যবান এবং জীবনের সমস্ত সুখ পাওয়া যায়। শিবপুরাণে বলা হয়েছে আখের রস নিবেদনে ধন-সম্পদ বৃদ্ধি পায়।

আখের রস - শিবকে আখের রস নিবেদন করলে স্বাস্থ্যবান এবং জীবনের সমস্ত সুখ পাওয়া যায়। শিবপুরাণে বলা হয়েছে আখের রস নিবেদনে ধন-সম্পদ বৃদ্ধি পায়।

5 / 10
দূর্বা - এই মাসে শিবলিঙ্গে দূর্বা নিবেদন করলে দীর্ঘায়ু হওয়ার বর পাওয়া যায়। ঘরে সুখ ও সম্পদ বৃদ্ধি পায়।

দূর্বা - এই মাসে শিবলিঙ্গে দূর্বা নিবেদন করলে দীর্ঘায়ু হওয়ার বর পাওয়া যায়। ঘরে সুখ ও সম্পদ বৃদ্ধি পায়।

6 / 10
দেশি ঘি - বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে ঘি দিয়ে শিবকে অভিষেক করা হলে শরীরে নতুন শক্তি সঞ্চারিত হয়। শিব পুরাণ অনুসারে, শিবকে দেশি ঘি দিয়ে অভিষেক করলে মানুষের শারীরিক শক্তি বৃদ্ধি পায়।

দেশি ঘি - বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে ঘি দিয়ে শিবকে অভিষেক করা হলে শরীরে নতুন শক্তি সঞ্চারিত হয়। শিব পুরাণ অনুসারে, শিবকে দেশি ঘি দিয়ে অভিষেক করলে মানুষের শারীরিক শক্তি বৃদ্ধি পায়।

7 / 10
গাঁজা - বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে গাঁজা অর্পণ করলে মানুষের ভেতরের অশুভ শক্তি দূর হয় এবং মন পবিত্র হয়।

গাঁজা - বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে গাঁজা অর্পণ করলে মানুষের ভেতরের অশুভ শক্তি দূর হয় এবং মন পবিত্র হয়।

8 / 10
কাঁচা চাল - বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে শিবলিঙ্গে কাঁচা চাল নিবেদন করলে ধনলাভ হয়। মনে রাখবেন এই চাল যেন ভেঙ্গে না যায়। পরে পরিষ্কার জল দিয়ে ৩ বার ধুয়ে ফেলতে হবে।

কাঁচা চাল - বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসে শিবলিঙ্গে কাঁচা চাল নিবেদন করলে ধনলাভ হয়। মনে রাখবেন এই চাল যেন ভেঙ্গে না যায়। পরে পরিষ্কার জল দিয়ে ৩ বার ধুয়ে ফেলতে হবে।

9 / 10
কেশর - এই পবিত্র মাসে শিবলিঙ্গে পূজোর পর কেশর নিবেদন করলে দাম্পত্য জীবন মধুর হয়। অবিবাহিত মেয়েরা যদি এই কাজটি করে তবে তারা মনের মত সঙ্গী পায়।

কেশর - এই পবিত্র মাসে শিবলিঙ্গে পূজোর পর কেশর নিবেদন করলে দাম্পত্য জীবন মধুর হয়। অবিবাহিত মেয়েরা যদি এই কাজটি করে তবে তারা মনের মত সঙ্গী পায়।

10 / 10
Follow Us: