Viruska’s Alibaug Farmhouse: বিরাট-অনুষ্কার আলিশান ফার্মহাউস, যত্নে সাজালেন হৃত্বিকের প্রাক্তন বউ

আড়াই বছর ধরে বিরাট কোহলির ব্যাটে রানের খরা চললেও, আয়ের ঘাটতি ছিল না। এদিকে অনুষ্কা শর্মাও মেয়েকে সামলে চুটিয়ে কাজ করেছেন। যেমন আয়, তেমনই ব্যয়। ২০২২ সালে একটা বিশাল অঙ্কের অর্থ দিয়ে মুম্বইয়ের অদূরে আলিবাগে ঝাঁ চকচকে ফার্মহাউস কিনেছেন সেলিব্রিটি দম্পতি। কেমন হল তার অন্দরসজ্জা?

| Edited By: | Updated on: Jan 17, 2023 | 9:00 AM
 দিল্লি ও মুম্বইয়ে বিশাল বাড়ি রয়েছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার। এছাড়া গতবছর ১৯ কোটি টাকা খরচ করে আলিবাগে কিনেছেন একটি ফার্মহাউস। এখন সুযোগ না হলেও ভবিষ্যতে প্রকৃতিতে ঘেরা এই ফার্মহাউসে পরিবার নিয়ে একান্তে সময় কাটাবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। (ছবি:ইনস্টাগ্রাম)

দিল্লি ও মুম্বইয়ে বিশাল বাড়ি রয়েছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার। এছাড়া গতবছর ১৯ কোটি টাকা খরচ করে আলিবাগে কিনেছেন একটি ফার্মহাউস। এখন সুযোগ না হলেও ভবিষ্যতে প্রকৃতিতে ঘেরা এই ফার্মহাউসে পরিবার নিয়ে একান্তে সময় কাটাবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 8
আট একর বিস্তৃত জায়গা জুড়ে রয়েছে এই প্লাস সাইজের ফার্মহাউস। আলিবাগে জিরাদ নামে একটি গ্রামের কাছেই প্রকৃতির মাঝখানে রয়েছে ফার্মহাউসটি। (ছবি:ইনস্টাগ্রাম)

আট একর বিস্তৃত জায়গা জুড়ে রয়েছে এই প্লাস সাইজের ফার্মহাউস। আলিবাগে জিরাদ নামে একটি গ্রামের কাছেই প্রকৃতির মাঝখানে রয়েছে ফার্মহাউসটি। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 8
বিরাট ও অনুষ্কা ফার্মহাউসটি সাজিয়ে তোলার দায়িত্ব দিয়েছেন হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। ফার্মহাউসের দেওয়াল থেকে আসবাবপত্রের বেশিরভাগটাই সাদা এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে রং বাছা হয়েছে। পাঁচিলের দেওয়াল, ব্যালকনিতে প্রকৃতিপ্রেমী এই কাপলের জন্য প্রচুর গাছপালা লাগানো হয়েছে।(ছবি:ইনস্টাগ্রাম)

বিরাট ও অনুষ্কা ফার্মহাউসটি সাজিয়ে তোলার দায়িত্ব দিয়েছেন হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান। ফার্মহাউসের দেওয়াল থেকে আসবাবপত্রের বেশিরভাগটাই সাদা এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে রং বাছা হয়েছে। পাঁচিলের দেওয়াল, ব্যালকনিতে প্রকৃতিপ্রেমী এই কাপলের জন্য প্রচুর গাছপালা লাগানো হয়েছে।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 8
ফার্মহাউসে রয়েছে কাঠের ডেকের একটি আউটডোর পুল। যার পাশেই রয়েছে বাগান। ফার্মহাউসের ফার্স্ট ফ্লোর থেকে পুলটি খুব ভালোভাবে দেখা যায়। পুলের পাশে রয়েছে সিটিং এরিয়া। (ছবি:ইনস্টাগ্রাম)

ফার্মহাউসে রয়েছে কাঠের ডেকের একটি আউটডোর পুল। যার পাশেই রয়েছে বাগান। ফার্মহাউসের ফার্স্ট ফ্লোর থেকে পুলটি খুব ভালোভাবে দেখা যায়। পুলের পাশে রয়েছে সিটিং এরিয়া। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 8
ফার্মহাউসের ভেতরে বিশাল জায়গা জুড়ে রয়েছে বসার জায়গা। 'U' সাইজের সাদা রঙের সোফাসেট ও মানানসই সেন্টার টেবিল। সিলিং থেকে ঝুলছে ফুলের গাছ।  (ছবি:ইনস্টাগ্রাম)

ফার্মহাউসের ভেতরে বিশাল জায়গা জুড়ে রয়েছে বসার জায়গা। 'U' সাইজের সাদা রঙের সোফাসেট ও মানানসই সেন্টার টেবিল। সিলিং থেকে ঝুলছে ফুলের গাছ। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 8
হলঘরের বিশাল অংশ জুড়ে ডাইনিং টেবিল। মার্বেলের ডাইনিং টেবিল ও সাদা রঙের চেয়ার। একসঙ্গে দশজন মিলে বসে খাওয়ার জায়গা। টেবিলের পাশেই রয়েছে বার এরিয়া। (ছবি:ইনস্টাগ্রাম)

হলঘরের বিশাল অংশ জুড়ে ডাইনিং টেবিল। মার্বেলের ডাইনিং টেবিল ও সাদা রঙের চেয়ার। একসঙ্গে দশজন মিলে বসে খাওয়ার জায়গা। টেবিলের পাশেই রয়েছে বার এরিয়া। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 8
ইন্টিরিয়র ডিজাইনার সংস্থাটি বিরুষ্কার ফার্মহাউসের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছে। অন্দর ও বাইরের রঙ, সজ্জা যতটা ছিমছাম ততটাই আভিজাত্যে মোড়া। (ছবি:ইনস্টাগ্রাম)

ইন্টিরিয়র ডিজাইনার সংস্থাটি বিরুষ্কার ফার্মহাউসের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছে। অন্দর ও বাইরের রঙ, সজ্জা যতটা ছিমছাম ততটাই আভিজাত্যে মোড়া। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 8
পছন্দের দুই তারকার স্বপ্নের ফার্মহাউস দেখে তাজ্জব বিরুষ্কার অনুরাগীরা।(ছবি:ইনস্টাগ্রাম)

পছন্দের দুই তারকার স্বপ্নের ফার্মহাউস দেখে তাজ্জব বিরুষ্কার অনুরাগীরা।(ছবি:ইনস্টাগ্রাম)

8 / 8
Follow Us: