Devlina Kumar: ভাত-কাপড়ের প্রাচীনতম একতরফা প্রথাকে বিঁধলেন অভিনেত্রী দেবলীনা কুমার; দেখুন ছবিতে

মাস খানেক আগে বিয়ে হয়েছে অভিনেত্রী ও নৃত্যশিল্পী দেবলীনা কুমারের। তিনি বিয়ে করেছেন উত্তমকুমারের নাতি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে।

| Edited By: | Updated on: Aug 03, 2021 | 2:24 PM
কিছুদিন আগে থেকেই নিজের সোশ্যাল মিডিয়ায় বিয়ের একাধিক 'থ্রোব্যাক' ছবি পোস্ট করছেন দেবলীনা। কখনও তাঁকে মেতে থাকতে দেখা যাচ্ছে ননদদের সঙ্গে কড়িখেলায়। কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আশীর্বাদ নিচ্ছেন নব-দম্পতি।

কিছুদিন আগে থেকেই নিজের সোশ্যাল মিডিয়ায় বিয়ের একাধিক 'থ্রোব্যাক' ছবি পোস্ট করছেন দেবলীনা। কখনও তাঁকে মেতে থাকতে দেখা যাচ্ছে ননদদের সঙ্গে কড়িখেলায়। কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আশীর্বাদ নিচ্ছেন নব-দম্পতি।

1 / 7
 এবার দেবলীনা শেয়ার করলেন তাঁর ভাত-কাপড়ের ছবি। বাঙালি বাড়িতে বউভাতের সকালে এই রীতি পালন করা হয়। পরিবারের সকলের উপস্থিতিতে স্ত্রীর আজীবনের দায়িত্বভার পালনে অঙ্গীকারবদ্ধ হন স্বামী।

এবার দেবলীনা শেয়ার করলেন তাঁর ভাত-কাপড়ের ছবি। বাঙালি বাড়িতে বউভাতের সকালে এই রীতি পালন করা হয়। পরিবারের সকলের উপস্থিতিতে স্ত্রীর আজীবনের দায়িত্বভার পালনে অঙ্গীকারবদ্ধ হন স্বামী।

2 / 7
সেই রীতিকেই বিঁধলেন দেবলীনা। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে উল্লেখ করেছেন, "দেখুন আমাদের ভাত-কাপড় কীরকম ছিল।"

সেই রীতিকেই বিঁধলেন দেবলীনা। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে উল্লেখ করেছেন, "দেখুন আমাদের ভাত-কাপড় কীরকম ছিল।"

3 / 7
ভাত-কাপড়ের অনুষ্ঠানে কখনওই স্ত্রীকে তাঁর স্বামীর দায়িত্ব নিতে দেখা যায় না। ফলে এক তরফা রীতির বিরোধিতা করেছেন দেবলীনা। তিনি লিখেছেন, "আমি আর গৌরব দু'জনেই একে-অপরের খেয়াল রাখতে জানি। আর পৃথিবীর কোনও কিছুই একতরফা হয় না।"

ভাত-কাপড়ের অনুষ্ঠানে কখনওই স্ত্রীকে তাঁর স্বামীর দায়িত্ব নিতে দেখা যায় না। ফলে এক তরফা রীতির বিরোধিতা করেছেন দেবলীনা। তিনি লিখেছেন, "আমি আর গৌরব দু'জনেই একে-অপরের খেয়াল রাখতে জানি। আর পৃথিবীর কোনও কিছুই একতরফা হয় না।"

4 / 7
লম্বা ক্যাপশনে অভিনেত্রী আরও লিখেছেন, "বাংলার পুরনো রীতি বলছে, কেবল স্বামীকেই স্ত্রীয়ের যাবতীয় দায়িত্ব পালন করতে হবে। আমি এতে সহমত পোষণ করতে পারছি না। স্ত্রীকেও একইভাবে স্বামীর দায়িত্ব নিতে হবে।"

লম্বা ক্যাপশনে অভিনেত্রী আরও লিখেছেন, "বাংলার পুরনো রীতি বলছে, কেবল স্বামীকেই স্ত্রীয়ের যাবতীয় দায়িত্ব পালন করতে হবে। আমি এতে সহমত পোষণ করতে পারছি না। স্ত্রীকেও একইভাবে স্বামীর দায়িত্ব নিতে হবে।"

5 / 7
তারপর শেষে তিনি উল্লেখ করেছেন, "অঙ্গীকার নিয়েছি আমিও গৌরবকে যথাযথ প্যাম্পার করব। ভালবাসার সঙ্গে দেব উপহারও।"

তারপর শেষে তিনি উল্লেখ করেছেন, "অঙ্গীকার নিয়েছি আমিও গৌরবকে যথাযথ প্যাম্পার করব। ভালবাসার সঙ্গে দেব উপহারও।"

6 / 7
বর্তমান প্রজন্মের নারী-পুরুষের এই মনোভাব নির্দ্বিধায় তাঁদের আদর্শ জীবনসঙ্গী হিসেবে পথ চলতে সাহায্য করবে বলে মনে করছেন অনেকে।

বর্তমান প্রজন্মের নারী-পুরুষের এই মনোভাব নির্দ্বিধায় তাঁদের আদর্শ জীবনসঙ্গী হিসেবে পথ চলতে সাহায্য করবে বলে মনে করছেন অনেকে।

7 / 7
Follow Us: