Serena Williams: ঠিক মায়ের মতো…সেরেনাকে চারবছরের মেয়ে অলিম্পিয়ার মিষ্টি শ্রদ্ধা

আর কিছুদিনের অপেক্ষা। তারপর টেনিস জগতকে চলতে হবে সেরেনা উইলিয়ামস নামক মহীরূহকে ছাড়াই। ২৩টি গ্র্যান্ড স্লামের অধিকারী শেষবারের মতো ব়্যাকেট হাতে নেমেছেন ইউএস ওপেনে। মঙ্গলবার সেরেনার প্রথম রাউন্ডের ম্যাচে ফ্ল্যাশিং মিডো ছিল কানায় কানায় পূর্ণ। অনেকই শ্রদ্ধা জানালেন, নামি দামী ব্যক্তিত্ব বক্তৃতা দিলেন।

| Edited By: | Updated on: Aug 31, 2022 | 2:23 PM
আর কিছুদিনের অপেক্ষা। তারপর টেনিস জগতকে চলতে হবে সেরেনা উইলিয়ামস নামক মহীরূহকে ছাড়াই। ২৩টি গ্র্যান্ড স্লামের অধিকারী শেষবারের মতো ব়্যাকেট হাতে নেমেছেন ইউএস ওপেনে। মঙ্গলবার সেরেনার প্রথম রাউন্ডের ম্যাচে ফ্ল্যাশিং মিডো ছিল কানায় কানায় পূর্ণ। অনেকই শ্রদ্ধা জানালেন, নামি দামী ব্যক্তিত্ব বক্তৃতা দিলেন। (ছবি:টুইটার)

আর কিছুদিনের অপেক্ষা। তারপর টেনিস জগতকে চলতে হবে সেরেনা উইলিয়ামস নামক মহীরূহকে ছাড়াই। ২৩টি গ্র্যান্ড স্লামের অধিকারী শেষবারের মতো ব়্যাকেট হাতে নেমেছেন ইউএস ওপেনে। মঙ্গলবার সেরেনার প্রথম রাউন্ডের ম্যাচে ফ্ল্যাশিং মিডো ছিল কানায় কানায় পূর্ণ। অনেকই শ্রদ্ধা জানালেন, নামি দামী ব্যক্তিত্ব বক্তৃতা দিলেন। (ছবি:টুইটার)

1 / 6
এসবের মাঝে লাইমলাইট কেড়ে নিল সেরেনার একরত্তি মেয়ে অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়র। চারবছরের মেয়ে অলিম্পিয়ার পরনের কালো জামাটি ও সেরেনার কোর্টের পোশাক হুবহু এক। মায়ের সঙ্গে টুইনিং করে সেজে এসেছিল সে। আর চুলে সরু বিনুনির সঙ্গে সাদা রঙের পুঁতি। যা ১৯৯৯ সালের ইউএস ওপেনের কথা মনে করিয়ে দিল টেনিস বিশ্বকে।(ছবি:টুইটার)

এসবের মাঝে লাইমলাইট কেড়ে নিল সেরেনার একরত্তি মেয়ে অ্যালেক্সিস অলিম্পিয়া ওহানিয়ান জুনিয়র। চারবছরের মেয়ে অলিম্পিয়ার পরনের কালো জামাটি ও সেরেনার কোর্টের পোশাক হুবহু এক। মায়ের সঙ্গে টুইনিং করে সেজে এসেছিল সে। আর চুলে সরু বিনুনির সঙ্গে সাদা রঙের পুঁতি। যা ১৯৯৯ সালের ইউএস ওপেনের কথা মনে করিয়ে দিল টেনিস বিশ্বকে।(ছবি:টুইটার)

2 / 6
সেবছর প্রথম ইউএস ওপেন জেতেন সেরেনা। অফ হোয়াইট পোশাকের সঙ্গে চুলের গোড়া থেকে সরু বিনুনি ও সাদা পুঁতি দিয়ে কেশসজ্জা করেছিলেন সেরেনা। শেষবার ইউএস ওপেনে পা দেওয়ার দিনে বিখ্যাত মাকে এভাবেই শ্রদ্ধা জানাল ছোট্ট অলিম্পিয়া।(ছবি:টুইটার)

সেবছর প্রথম ইউএস ওপেন জেতেন সেরেনা। অফ হোয়াইট পোশাকের সঙ্গে চুলের গোড়া থেকে সরু বিনুনি ও সাদা পুঁতি দিয়ে কেশসজ্জা করেছিলেন সেরেনা। শেষবার ইউএস ওপেনে পা দেওয়ার দিনে বিখ্যাত মাকে এভাবেই শ্রদ্ধা জানাল ছোট্ট অলিম্পিয়া।(ছবি:টুইটার)

3 / 6
সেরেনা কোর্টে প্রবেশ করতেই গোটা স্টেডিয়াম হাততালি দিয়ে ওঠে। তখন অলিম্পিয়ার প্রতিক্রিয়া ছিল দেখার মতো। হাতের ক্যামেরা নিয়ে মায়ের ছবি তুলতে করে। (ছবি:টুইটার)

সেরেনা কোর্টে প্রবেশ করতেই গোটা স্টেডিয়াম হাততালি দিয়ে ওঠে। তখন অলিম্পিয়ার প্রতিক্রিয়া ছিল দেখার মতো। হাতের ক্যামেরা নিয়ে মায়ের ছবি তুলতে করে। (ছবি:টুইটার)

4 / 6
মায়ের থেকে অল্পসল্প টেনিসে হাত পাকাচ্ছে অলিম্পিয়া। প্রায়ই দু'জনকে কোর্টে দেখা যায়। ভবিষ্যতে সে টেনিসকে কেরিয়ার হিসেবে বেছে নিলে অবাক হওয়ার থাকবে না। (ছবি:টুইটার)

মায়ের থেকে অল্পসল্প টেনিসে হাত পাকাচ্ছে অলিম্পিয়া। প্রায়ই দু'জনকে কোর্টে দেখা যায়। ভবিষ্যতে সে টেনিসকে কেরিয়ার হিসেবে বেছে নিলে অবাক হওয়ার থাকবে না। (ছবি:টুইটার)

5 / 6
ফ্ল্যাশিং মিডোয় সেরেনার পোশাক নজর কেড়েছে। তাঁর জুতোর মধ্যে ছিল ছোটো ছোটো হীরে বসানো। দুর্মূল্য পোশাকেই শেষ যুক্তরাষ্ট্র ওপেনে খেলবেন টেনিসের কিংবদন্তি। (ছবি:টুইটার)

ফ্ল্যাশিং মিডোয় সেরেনার পোশাক নজর কেড়েছে। তাঁর জুতোর মধ্যে ছিল ছোটো ছোটো হীরে বসানো। দুর্মূল্য পোশাকেই শেষ যুক্তরাষ্ট্র ওপেনে খেলবেন টেনিসের কিংবদন্তি। (ছবি:টুইটার)

6 / 6
Follow Us: