Serena Williams: ঠিক মায়ের মতো…সেরেনাকে চারবছরের মেয়ে অলিম্পিয়ার মিষ্টি শ্রদ্ধা
আর কিছুদিনের অপেক্ষা। তারপর টেনিস জগতকে চলতে হবে সেরেনা উইলিয়ামস নামক মহীরূহকে ছাড়াই। ২৩টি গ্র্যান্ড স্লামের অধিকারী শেষবারের মতো ব়্যাকেট হাতে নেমেছেন ইউএস ওপেনে। মঙ্গলবার সেরেনার প্রথম রাউন্ডের ম্যাচে ফ্ল্যাশিং মিডো ছিল কানায় কানায় পূর্ণ। অনেকই শ্রদ্ধা জানালেন, নামি দামী ব্যক্তিত্ব বক্তৃতা দিলেন।
Most Read Stories