Serena Williams: অবসরের জন্য প্রস্তুত ছিল ইউএস ওপেনের গ্যালারি, ম্যাচ জিতে গেলেন সেরেনা

সারাবছর ধরে ম্যাচ জিতেছেন মাত্র একটি। তাই সবাই ধরেই নিয়েছিলেন মঙ্গলবার ইউএস ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচটাই হয়তো সেরেনা উইলিয়ামসের শেষ ম্যাচ। দানকা কোভিনিকের বিরুদ্ধে ম্যাচের পরই অবসর নিয়ে নেবেন মার্কিন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, এটা ভেবে প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র ওপেন কর্তৃপক্ষ। গ্যালারিতে উপস্থিত বিলি জিন কিং, ওপরা উইনফ্রেদের মতো মুখগুলি। সবাইকে ভুল প্রমাণিত করে কোভিনিককে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখলেন সেরেনা। ঝুলে রইল অবসর!

| Edited By: | Updated on: Aug 30, 2022 | 12:50 PM
সারাবছর ধরে ম্যাচ জিতেছেন মাত্র একটি। সবাই ধরে নিয়েছিলেন মঙ্গলবার ইউএস ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচটাই হয়তো সেরেনা উইলিয়ামসের শেষ ম্যাচ। দানকা কোভিনিকের বিরুদ্ধে ম্যাচের পরই অবসর নিয়ে নেবেন মার্কিন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, এটা ভেবে প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র ওপেন কর্তৃপক্ষ। গ্যালারিতে উপস্থিত বিলি জিন কিং, ওপরা উইনফ্রেদের মতো মুখগুলি। সবাইকে ভুল প্রমাণিত করে কোভিনিককে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখলেন সেরেনা। ঝুলে রইল অবসর!(ছবি:টুইটার)

সারাবছর ধরে ম্যাচ জিতেছেন মাত্র একটি। সবাই ধরে নিয়েছিলেন মঙ্গলবার ইউএস ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচটাই হয়তো সেরেনা উইলিয়ামসের শেষ ম্যাচ। দানকা কোভিনিকের বিরুদ্ধে ম্যাচের পরই অবসর নিয়ে নেবেন মার্কিন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, এটা ভেবে প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র ওপেন কর্তৃপক্ষ। গ্যালারিতে উপস্থিত বিলি জিন কিং, ওপরা উইনফ্রেদের মতো মুখগুলি। সবাইকে ভুল প্রমাণিত করে কোভিনিককে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখলেন সেরেনা। ঝুলে রইল অবসর!(ছবি:টুইটার)

1 / 5
ইতিহাস বলছে যুক্তরাষ্ট্র ওপেনে কখনও প্রথম রাউন্ডের ম্যাচ হারেননি সেরেনা। এই রেকর্ড বজায় রইল তাঁর বর্ণময় কেরিয়ারের শেষ লগ্নেও। ঘরের দর্শকদের সামনে মন্টেনিগ্রোর প্রতিপক্ষের বিরুদ্ধে ৬-৩, ৬-৩ সেটে ম্যাচ জিতে নেন।  (ছবি:টুইটার)

ইতিহাস বলছে যুক্তরাষ্ট্র ওপেনে কখনও প্রথম রাউন্ডের ম্যাচ হারেননি সেরেনা। এই রেকর্ড বজায় রইল তাঁর বর্ণময় কেরিয়ারের শেষ লগ্নেও। ঘরের দর্শকদের সামনে মন্টেনিগ্রোর প্রতিপক্ষের বিরুদ্ধে ৬-৩, ৬-৩ সেটে ম্যাচ জিতে নেন। (ছবি:টুইটার)

2 / 5
দ্বিতীয় রাউন্ডে পা রেখে অবসর নিয়েও ধোঁয়াশা রাখলেন মার্কিন কিংবদন্তি। ইউএস ওপেন শুরুর আগে ইনস্টাগ্রামে অবসর নিয়ে প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। ভোগ পত্রিকাকে দেওয়া তাঁর সাক্ষাৎকারে অবসর প্রসঙ্গ হইচই ফেলে দিয়েছিল। বলেছিলেন, 'শেষের শুরু'র কথা। অথচ সেরেনা ম্যাচ শেষে সাংবাদিকদের বললেন, "এখনও নির্দিষ্টভাবে কিছু ভেবে দেখিনি।"(ছবি:টুইটার)

দ্বিতীয় রাউন্ডে পা রেখে অবসর নিয়েও ধোঁয়াশা রাখলেন মার্কিন কিংবদন্তি। ইউএস ওপেন শুরুর আগে ইনস্টাগ্রামে অবসর নিয়ে প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। ভোগ পত্রিকাকে দেওয়া তাঁর সাক্ষাৎকারে অবসর প্রসঙ্গ হইচই ফেলে দিয়েছিল। বলেছিলেন, 'শেষের শুরু'র কথা। অথচ সেরেনা ম্যাচ শেষে সাংবাদিকদের বললেন, "এখনও নির্দিষ্টভাবে কিছু ভেবে দেখিনি।"(ছবি:টুইটার)

3 / 5
তিনি বলেন, "অবসর নেওয়ার সিদ্ধান্ত ভীষণ কঠিন। টেনিসের প্রতি ভালোবাসা কমবে না। যত খেলি ততই যেন খেলাটার প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। কিন্তু এটাই সময় এগিয়ে যাওয়ার। তবে পরে কী হবে জানি না।"(ছবি:টুইটার)

তিনি বলেন, "অবসর নেওয়ার সিদ্ধান্ত ভীষণ কঠিন। টেনিসের প্রতি ভালোবাসা কমবে না। যত খেলি ততই যেন খেলাটার প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। কিন্তু এটাই সময় এগিয়ে যাওয়ার। তবে পরে কী হবে জানি না।"(ছবি:টুইটার)

4 / 5
ম্যাচ শেষে ২৩টি গ্র্যান্ড স্লামজয়ীর উদ্দেশে বিলি জিন কিং, ওপরা উইনফ্রেরা বললেন, "তুমি আমাদের অনেক কিছু দিয়েছ। দেখতে দেখতে বছরগুলো পার হয়ে গেল। মনে হচ্ছে এইতো সেদিন খেলতে নেমেছিলে।"(ছবি:টুইটার)

ম্যাচ শেষে ২৩টি গ্র্যান্ড স্লামজয়ীর উদ্দেশে বিলি জিন কিং, ওপরা উইনফ্রেরা বললেন, "তুমি আমাদের অনেক কিছু দিয়েছ। দেখতে দেখতে বছরগুলো পার হয়ে গেল। মনে হচ্ছে এইতো সেদিন খেলতে নেমেছিলে।"(ছবি:টুইটার)

5 / 5
Follow Us: