Shah Rukh-Jaya Controversy: শাহরুখের হিট ছবিকে ‘ননসেন্স’ তকমা জয়ার, পাল্টা আক্রমণে কিং-এর শিকার অমিতাভ
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 23, 2022 | 12:08 PM
Jaya Bachchan; কখনও শোনা যায় জয়া বচ্চন শাহরুখ খানকে একটা চড় মারতেও পিছপা হননি। যদিও এই প্রসঙ্গে নিজেই দাবি করেছিলেন তিনি নিজের শাহরুখ খানকে নিজের ছেলের মতোই দেখেন।
1 / 5
2 / 5
স্টার পরিবারদের মধ্যে সম্পর্ক যতই ভাল হোক না কেন, কোথাও না কোথাও গিয়ে এক চাপা প্রতিযোগিতা যেন তেকেই যায়। যা ঘিরে জল্পনা থাকে তুঙ্গে, জয়া-শাহরুখ সম্পর্কও তার ব্যতিক্রম নয়।
3 / 5
তবে কোথায় প্রচার? কোথায় গোটা পাঠান টিম? ছবি মুক্তির আর মাত্র ৬ দিন বাকি, অথচ দেখা মিলছে না পাঠান ছবির কোনও প্রকার প্রচারেরই। কারণ কী! বিটাউন সূত্রে এবার খবর এল সামনে।
4 / 5
হ্যাপি নিউ ইয়ার মুক্তির পরই জয়া বচ্চন জানিয়েছিলেন, এটি একটি ননসেন্স ছবি। যদিও ছবি বক্স অফিসে বেশ জায়গা করে নিয়েছিল। পাল্টা উত্তর দিতে পিছপা হননি শাহরুখ খানও।
5 / 5
বলে বসেন অমিতাভ বচ্চন অভিনীত ছবি অমর আকবর অ্যান্টনি-র থেকে বেশি নয়। যদিও এমন ঠাণ্ডা লড়াই সিনে দুনিয়ায় থাকবে না তা কি হয়? তাই এই আক্রমণগুলো ভীষণ পরিচিত সিনেদুনিয়ায়।