Shah Rukh-Jaya Controversy: শাহরুখের হিট ছবিকে ‘ননসেন্স’ তকমা জয়ার, পাল্টা আক্রমণে কিং-এর শিকার অমিতাভ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 23, 2022 | 12:08 PM

Jaya Bachchan; কখনও শোনা যায় জয়া বচ্চন শাহরুখ খানকে একটা চড় মারতেও পিছপা হননি। যদিও এই প্রসঙ্গে নিজেই দাবি করেছিলেন তিনি নিজের শাহরুখ খানকে নিজের ছেলের মতোই দেখেন।

1 / 5
Shah Rukh-Jaya Controversy: শাহরুখের হিট ছবিকে ‘ননসেন্স’ তকমা জয়ার, পাল্টা আক্রমণে কিং-এর শিকার অমিতাভ

2 / 5
স্টার পরিবারদের মধ্যে সম্পর্ক যতই ভাল হোক না কেন, কোথাও না কোথাও গিয়ে এক চাপা প্রতিযোগিতা যেন তেকেই যায়। যা ঘিরে জল্পনা থাকে তুঙ্গে, জয়া-শাহরুখ সম্পর্কও তার ব্যতিক্রম নয়।

স্টার পরিবারদের মধ্যে সম্পর্ক যতই ভাল হোক না কেন, কোথাও না কোথাও গিয়ে এক চাপা প্রতিযোগিতা যেন তেকেই যায়। যা ঘিরে জল্পনা থাকে তুঙ্গে, জয়া-শাহরুখ সম্পর্কও তার ব্যতিক্রম নয়।

3 / 5
তবে কোথায় প্রচার? কোথায় গোটা পাঠান টিম? ছবি মুক্তির আর মাত্র ৬ দিন বাকি, অথচ দেখা মিলছে না পাঠান ছবির কোনও প্রকার প্রচারেরই। কারণ কী! বিটাউন সূত্রে এবার খবর এল সামনে।

তবে কোথায় প্রচার? কোথায় গোটা পাঠান টিম? ছবি মুক্তির আর মাত্র ৬ দিন বাকি, অথচ দেখা মিলছে না পাঠান ছবির কোনও প্রকার প্রচারেরই। কারণ কী! বিটাউন সূত্রে এবার খবর এল সামনে।

4 / 5
হ্যাপি নিউ ইয়ার মুক্তির পরই জয়া বচ্চন জানিয়েছিলেন, এটি একটি ননসেন্স ছবি। যদিও ছবি বক্স অফিসে বেশ জায়গা করে নিয়েছিল। পাল্টা উত্তর দিতে পিছপা হননি শাহরুখ খানও।

হ্যাপি নিউ ইয়ার মুক্তির পরই জয়া বচ্চন জানিয়েছিলেন, এটি একটি ননসেন্স ছবি। যদিও ছবি বক্স অফিসে বেশ জায়গা করে নিয়েছিল। পাল্টা উত্তর দিতে পিছপা হননি শাহরুখ খানও।

5 / 5
বলে বসেন অমিতাভ বচ্চন অভিনীত ছবি অমর আকবর অ্যান্টনি-র থেকে বেশি নয়। যদিও এমন ঠাণ্ডা লড়াই সিনে দুনিয়ায় থাকবে না তা কি হয়?  তাই এই আক্রমণগুলো ভীষণ পরিচিত সিনেদুনিয়ায়।

বলে বসেন অমিতাভ বচ্চন অভিনীত ছবি অমর আকবর অ্যান্টনি-র থেকে বেশি নয়। যদিও এমন ঠাণ্ডা লড়াই সিনে দুনিয়ায় থাকবে না তা কি হয়? তাই এই আক্রমণগুলো ভীষণ পরিচিত সিনেদুনিয়ায়।

Next Photo Gallery