TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Sep 25, 2022 | 5:48 PM
এদিন শাহরুখ খানের সঙ্গে যুক্ত হয়েছিলেন বোমান ইরানিও। ছবির পরিচালক রাজ কুমার হিরানি এদিন এই অংশের শুটের জন্য নিয়েছিলেন বিশেষ প্রস্তুতি। শাহরুখ খানের উপস্থিতি মানেই সেখানে বিশেষ নিরাপত্তার প্রয়োজন।
তবে শেষ মুক্তি পাওয়া কয়েকটি ছবি ঘিরে জল্পনা উঠে তুঙ্গে। একের পর এক ফ্লপের তকমা শাহরুখ খানের গায়ে। তারপরই বেশকিছুটা বিরতি, খানিকটা নিজেকে সরিয়ে নিয়েছিলেন শাহরুখ খান সকলের সামনে থেকে। এরপরই পাঠান ছবি দিয়ে কামব্যাকের পালা।
তবে ব্রহ্মাস্ত্র ছবি থেকে শুরু করে পাঠান ঘিরে শাহরুখ ভক্তদের উত্তেজনা দেখে আর বিলম্ব করল না চ্যানেল কর্তৃপক্ষ। এবার শাহরুখ খানের ছবি জাওয়ানের স্যাটেলাইট স্বত্ত্ব কিনে ফেলল জি টিভি।
শাহরুখ খান গৌরী খানের বিষয় ভীষণ সচেতন। বিশেষ করে প্রসঙ্গ যদি হয় ফ্যাশন। গৌরী খানকে তিনি পরামর্শ দিতে কখনও ভোলেন না। গৌরী খান একবার নিজেই এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন যে শাহরুখ খানের একটা বিষয় ভীষণ অপছন্দের।
তাই শাহরুখ খানের ছবির প্রতি দর্শকদের খিদে বেড়ে গেল আরও বেশ খানিকটা। ঝড়ের গতিতে ভাইরাল এই খবর। ছবি মুক্তির ঠিক দুমাস পরই তা মিলবে নেটফ্লিক্সে। পাঠানের পরই জাওয়ান, নজরে এখন কিং খান।