Scandals: পিটারসেন থেকে ইউনিভার্সাল বস, যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল যাঁদের

ক্রিকেট 'জেন্টেলম্যান গেম'হলেও সব ক্রিকেটাররাই যে ভদ্রলোক হবেন তেমনটা মোটেও নয়। একদিন আগেই টি-২০ বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার দানুষ্কা গুণতিলকা। এমন ঘটনা প্রথম নয়। মহিলাদের সঙ্গে কুরুচিকর ব্যবহার, যৌন কেলেঙ্কারিতে অতীতেও জড়িয়েছেন বহু বিশ্ববন্দিত ক্রিকেটার।

| Edited By: | Updated on: Nov 07, 2022 | 7:00 AM
ক্রিকেট 'জেন্টেলম্যান গেম'হলেও সব ক্রিকেটাররাই যে ভদ্রলোক হবেন তেমনটা মোটেও নয়। একদিন আগেই টি-২০ বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার দানুষ্কা গুণতিলকা। বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে এমন স্ক্যান্ডালে ফেঁসে চরম বিপাকে গুণতিলকা। এমন ঘটনা প্রথম নয়। মহিলাদের সঙ্গে কুরুচিকর ব্যবহার, যৌন কেলেঙ্কারিতে অতীতেও জড়িয়েছেন বহু বিশ্ববন্দিত ক্রিকেটার। উদাহরণ রইল নীচে। (ছবি:টুইটার)

ক্রিকেট 'জেন্টেলম্যান গেম'হলেও সব ক্রিকেটাররাই যে ভদ্রলোক হবেন তেমনটা মোটেও নয়। একদিন আগেই টি-২০ বিশ্বকাপ খেলতে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার দানুষ্কা গুণতিলকা। বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে এমন স্ক্যান্ডালে ফেঁসে চরম বিপাকে গুণতিলকা। এমন ঘটনা প্রথম নয়। মহিলাদের সঙ্গে কুরুচিকর ব্যবহার, যৌন কেলেঙ্কারিতে অতীতেও জড়িয়েছেন বহু বিশ্ববন্দিত ক্রিকেটার। উদাহরণ রইল নীচে। (ছবি:টুইটার)

1 / 6
মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তি শেন ওয়ার্ন। বাইশ গজের বাইরে যাঁর জীবন বারবার বিতর্ক খাড়া করেছে। ২০০০ সালে এক ব্রিটিশ নার্সকে অশ্লীল মেসেজ পাঠিয়ে ধরা পড়ে যান। খুইয়েছিলেন অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়কের পদ। এরপর ২০০৩, ২০০৬ সহ মোট ৯টি যৌন কেলেঙ্কারিতে ওয়ার্নের নাম জড়িয়েছে। নিজের আত্মজীবনীতে যেসব ঘটনার কয়েকটি উল্লেখ করেছেন তিনি। (ছবি:টুইটার)

মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন ক্রিকেট বিশ্বের কিংবদন্তি শেন ওয়ার্ন। বাইশ গজের বাইরে যাঁর জীবন বারবার বিতর্ক খাড়া করেছে। ২০০০ সালে এক ব্রিটিশ নার্সকে অশ্লীল মেসেজ পাঠিয়ে ধরা পড়ে যান। খুইয়েছিলেন অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়কের পদ। এরপর ২০০৩, ২০০৬ সহ মোট ৯টি যৌন কেলেঙ্কারিতে ওয়ার্নের নাম জড়িয়েছে। নিজের আত্মজীবনীতে যেসব ঘটনার কয়েকটি উল্লেখ করেছেন তিনি। (ছবি:টুইটার)

2 / 6
 তালিকায় সামিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিও। ২০০০ সালে আফ্রিদি এবং আরও কয়েকজন ক্রিকেটারকে নিয়ে একটি হোটেল রুমে মহিলাদের সঙ্গে ধরা পড়েন। আফ্রিদির সাফাই ছিল, ওই মহিলারা অটোগ্রাফ নিতে এসেছিলেন। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তাতে বিন্দুমাত্র বিশ্বাস হয়নি। কেনিয়াতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছিলেন আফ্রিদি-সহ ঘটনাস্থলে উপস্থিত ক্রিকেটাররা।(ছবি:টুইটার)

তালিকায় সামিল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিও। ২০০০ সালে আফ্রিদি এবং আরও কয়েকজন ক্রিকেটারকে নিয়ে একটি হোটেল রুমে মহিলাদের সঙ্গে ধরা পড়েন। আফ্রিদির সাফাই ছিল, ওই মহিলারা অটোগ্রাফ নিতে এসেছিলেন। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের তাতে বিন্দুমাত্র বিশ্বাস হয়নি। কেনিয়াতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছিলেন আফ্রিদি-সহ ঘটনাস্থলে উপস্থিত ক্রিকেটাররা।(ছবি:টুইটার)

3 / 6
 ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন বহুবার বিতর্কের মুখে পড়েছেন। বিগ ব্রাদার ফেম প্লেবয় মডেল ভানেসা নিম্মোর সঙ্গে তাঁর অ্যাফেয়ার লুকোছাপা ছিল না। পরে একটি এসএমএস পাঠিয়ে নিম্মোর সঙ্গে ব্রেকআপ করে নেন কেপি। এরপর সংবাদমাধ্যমের সামনে ওই প্লেবয় মডেল পিটারসেনের যৌন ক্ষমতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। (ছবি:টুইটার)

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন বহুবার বিতর্কের মুখে পড়েছেন। বিগ ব্রাদার ফেম প্লেবয় মডেল ভানেসা নিম্মোর সঙ্গে তাঁর অ্যাফেয়ার লুকোছাপা ছিল না। পরে একটি এসএমএস পাঠিয়ে নিম্মোর সঙ্গে ব্রেকআপ করে নেন কেপি। এরপর সংবাদমাধ্যমের সামনে ওই প্লেবয় মডেল পিটারসেনের যৌন ক্ষমতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। (ছবি:টুইটার)

4 / 6
তালিকায় ক্রিস গেইলের নাম থাকবে না, তা কী করে হয়? টি-২০ ফরম্যাটের বেতাজ বাদশা শ্রীলঙ্কার একটি হোটেলে তিনজন মহিলার সঙ্গে ধরা পড়েন। দ্বিতীয় ঘটনা বিগ ব্যাশ লিগের সময়ের। সাক্ষাৎকার চলাকালীন এক টিভি প্রেজেন্টারকে ড্রিঙ্কস অফার করেন এবং 'বেবি' বলে সম্বোধন করে বসেন। গেইলের ইনস্টা পেজে মহিলাদের ছবি, ভিডিয়োর ছড়াছড়ি। ২০১৫ সালের বিশ্বকাপ চলাকালীন এক মহিলা স্টাফ তাঁর বিরুদ্ধে গোপনাঙ্গ দেখানোর অভিযোগ তোলেন। (ছবি:টুইটার)

তালিকায় ক্রিস গেইলের নাম থাকবে না, তা কী করে হয়? টি-২০ ফরম্যাটের বেতাজ বাদশা শ্রীলঙ্কার একটি হোটেলে তিনজন মহিলার সঙ্গে ধরা পড়েন। দ্বিতীয় ঘটনা বিগ ব্যাশ লিগের সময়ের। সাক্ষাৎকার চলাকালীন এক টিভি প্রেজেন্টারকে ড্রিঙ্কস অফার করেন এবং 'বেবি' বলে সম্বোধন করে বসেন। গেইলের ইনস্টা পেজে মহিলাদের ছবি, ভিডিয়োর ছড়াছড়ি। ২০১৫ সালের বিশ্বকাপ চলাকালীন এক মহিলা স্টাফ তাঁর বিরুদ্ধে গোপনাঙ্গ দেখানোর অভিযোগ তোলেন। (ছবি:টুইটার)

5 / 6
 নিজের অটোবায়োগ্রাফি  To The Point-এ বেশ কিছু ঘটনা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবস। ১৯৯৯ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে গিবস এক মহিলা কর্মচারীর সঙ্গে সম্পর্কে স্থাপন করেছিলেন। তিনি লেখেন, "একটি বেড, দুই ক্রিকেটার এবং তিন মহিলা...।"(ছবি:টুইটার)

নিজের অটোবায়োগ্রাফি To The Point-এ বেশ কিছু ঘটনা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্শেল গিবস। ১৯৯৯ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে গিবস এক মহিলা কর্মচারীর সঙ্গে সম্পর্কে স্থাপন করেছিলেন। তিনি লেখেন, "একটি বেড, দুই ক্রিকেটার এবং তিন মহিলা...।"(ছবি:টুইটার)

6 / 6
Follow Us: