Bangla News Photo gallery Shark Tank India Season 2: Amit Jain to Namita Thappar; the net worth of this new chapter's judges will leave you stumped
Shark Tank India Season 2: শুরু হয়েছে দ্বিতীয় সিজন, এবারে ‘শার্ক’দের মধ্যে সবচেয়ে ধনী কে জানেন?
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Jan 03, 2023 | 8:30 AM
Shark Tank India Season 2: শার্ক হিসেবে এই সিজনে রয়েছেন কিছু পুরনো ও কিছু নতুন মুখ। এঁদের মধ্যেও সবচেয়ে ধনী কোন শার্ক জানেন? কার সম্পত্তির পরিমাণ কত কোটি?
1 / 7
'শার্ক ট্যাঙ্ক'-এর প্রথম সিজন দেখেছিলেন? ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা তাঁদের কাজ ও ব্যবসা সংক্রান্ত নানা প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন এ দেশের প্রথম সারির কিছু ব্যবসায়ীর কাছে। প্রস্তাব ভাল লাগলে সেই ব্যবসায়ীরা ওই সব ছোট ব্যবসায়ীদের ব্যবসায় টাকাও ঢেলেছিলেন দেদার। ওই শো-য়ের দ্বিতীয় সিজন শুরু হয়েছে। শার্ক হিসেবে এই সিজনে রয়েছেন কিছু পুরনো ও কিছু নতুন মুখ। এঁদের মধ্যেও সবচেয়ে ধনী কোন শার্ক জানেন? কার সম্পত্তির পরিমাণ কত কোটি?
2 / 7
শার্ক ট্যাঙ্কের উল্লেখযোগ্য অংশ নমিতা থাপর। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা।
3 / 7
শার্কদের মধ্যে তিনিই নাকি সবচেয়ে বেশি বিচক্ষণ, অন্তত দর্শক মনে করেন এমনটাই। নাম পিয়ুশ বনশল। তাঁর সংস্থার আইওয়ার ব্যবহার করেছেন? জানেন তাঁর সম্পত্তির পরিমাণও ওই ৬০০ কোটিরই কাছাকাছি।
4 / 7
আমন গুপ্ত তো মহিলা মহলেও বেশ পরিচিত। তাঁর মিষ্টি হাসি কে না ভালবাসে? ভারতের অন্যতম সফল এই ব্যবসায়ীর সম্পত্তি নাকি ছাড়িয়েছে ৭০০ কোটি টাকা।
5 / 7
বিনীতা সিংয়ের কসমেটিকস ব্র্যান্ড থেকে প্রায়শই কেনাকাটা করতেই থাকেন? জানেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৩০০ কোটি টাকা।
6 / 7
লোককে বিয়ে দেওয়াই তাঁর কাজ! মানে এক ম্যাট্রিমনিয়াল সাইটের কর্তা তিনি। স্টার্টআপ থেকে এখন তিনি অন্যতম ধনী ব্যবসায়ী। তাঁর সম্পতি ২০০ কোটির কাছাকাছি।
7 / 7
এই সিজনে নেই অশ্নির গ্রোভার। বদলে জায়গা করে নিয়েছেন অমিত জৈন। কারদেখো নামক সংস্থার কর্ণধার তিনি। আর গাড়ি দেখাতে দেখাতেই তিনি আয় করে ফেলেছেন কত জানেন? চমকে যাবেন! ২৯০০ কোটি টাকা।