'শার্ক ট্যাঙ্ক'-এর প্রথম সিজন দেখেছিলেন? ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা তাঁদের কাজ ও ব্যবসা সংক্রান্ত নানা প্রস্তাব নিয়ে হাজির হয়েছিলেন এ দেশের প্রথম সারির কিছু ব্যবসায়ীর কাছে। প্রস্তাব ভাল লাগলে সেই ব্যবসায়ীরা ওই সব ছোট ব্যবসায়ীদের ব্যবসায় টাকাও ঢেলেছিলেন দেদার। ওই শো-য়ের দ্বিতীয় সিজন শুরু হয়েছে। শার্ক হিসেবে এই সিজনে রয়েছেন কিছু পুরনো ও কিছু নতুন মুখ। এঁদের মধ্যেও সবচেয়ে ধনী কোন শার্ক জানেন? কার সম্পত্তির পরিমাণ কত কোটি?
শার্ক ট্যাঙ্কের উল্লেখযোগ্য অংশ নমিতা থাপর। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা।
শার্কদের মধ্যে তিনিই নাকি সবচেয়ে বেশি বিচক্ষণ, অন্তত দর্শক মনে করেন এমনটাই। নাম পিয়ুশ বনশল। তাঁর সংস্থার আইওয়ার ব্যবহার করেছেন? জানেন তাঁর সম্পত্তির পরিমাণও ওই ৬০০ কোটিরই কাছাকাছি।
আমন গুপ্ত তো মহিলা মহলেও বেশ পরিচিত। তাঁর মিষ্টি হাসি কে না ভালবাসে? ভারতের অন্যতম সফল এই ব্যবসায়ীর সম্পত্তি নাকি ছাড়িয়েছে ৭০০ কোটি টাকা।
বিনীতা সিংয়ের কসমেটিকস ব্র্যান্ড থেকে প্রায়শই কেনাকাটা করতেই থাকেন? জানেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৩০০ কোটি টাকা।
লোককে বিয়ে দেওয়াই তাঁর কাজ! মানে এক ম্যাট্রিমনিয়াল সাইটের কর্তা তিনি। স্টার্টআপ থেকে এখন তিনি অন্যতম ধনী ব্যবসায়ী। তাঁর সম্পতি ২০০ কোটির কাছাকাছি।
এই সিজনে নেই অশ্নির গ্রোভার। বদলে জায়গা করে নিয়েছেন অমিত জৈন। কারদেখো নামক সংস্থার কর্ণধার তিনি। আর গাড়ি দেখাতে দেখাতেই তিনি আয় করে ফেলেছেন কত জানেন? চমকে যাবেন! ২৯০০ কোটি টাকা।