Bangla News Photo gallery Shatrughan sinha ranbir kapoor and other celebs who cheated on their partners but were lucky to find love again
Bollywood: পার্টনারের সঙ্গে সম্পর্কে প্রতারণার অভিযোগ উঠেছে যে ৫ তারকার বিরুদ্ধে
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Dec 03, 2021 | 3:57 PM
বহু ক্ষেত্রেই দুজনের এই পথ মসৃণ থাকে না। আগমন হয় তৃতীয় ব্যক্তির। ওঠে প্রতারণার অভিযোগ। বলিউডও এর ব্যতিক্রম নয়। এখানে প্রেম ভাঙে, গড়ে...মজবুত হয়। দেখে নেওয়া যাক এমন ৬ তারকাকে যাঁদের বিরুদ্ধে উঠেছে সঙ্গী অথবা সঙ্গিনীকে ঠকানোর অভিযোগ।
1 / 6
সুস্থ সম্পর্ক মানেই দুই মনের মিলন। একে অন্যের পাশে থাকার অঙ্গীকার। দায়বদ্ধতা...। তবে বহু ক্ষেত্রেই দুজনের এই পথ মসৃণ থাকে না। আগমন হয় তৃতীয় ব্যক্তির। ওঠে প্রতারণার অভিযোগ। বলিউডও এর ব্যতিক্রম নয়। এখানে প্রেম ভাঙে, গড়ে...মজবুত হয়। দেখে নেওয়া যাক এমন ৬ তারকাকে যাঁদের বিরুদ্ধে উঠেছে সঙ্গী অথবা সঙ্গিনীকে ঠকানোর অভিযোগ।
2 / 6
শত্রুঘ্ন নিজেই স্বীকার করেছিলেন স্ত্রী পুনমকে একবার তিনি ঠকিয়েছিলেন। শুধু তাই নয়, ধরাও পড়া গিয়েছিলেন স্ত্রী কাছে। যদিও পুনম তাঁকে ছেড়ে যাননি।
3 / 6
দীপিকার সঙ্গে বহুবার প্রতারণা করেছেন, এ কথা রণবীর নিজের মুখেই স্বীকার করেছেন বহুবার। শোনা যায় দীপিকার সঙ্গে প্রেম চলাকালীন নাকি ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি।
4 / 6
হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রর প্রেম যখন মাঝআকাশে সে সময়ও ধর্মেন্দ্র ছিলেন বিবাহিত তাঁর দুই সন্তানও ছিল। হেমাকে বিয়ে করতে চান ধর্মেন্দ্র। কিন্তু তাঁর আগের পক্ষের স্ত্রী প্রকাশ কউর যদিও রাজি ছিলেন না। ধর্মেন্দ্র ইসলাম ধর্ম গ্রহণ করেন ও সেই ধর্মানুসারে বিয়ে করেন হেমাকে।
5 / 6
আদিত্য পাঞ্চোলি ও কঙ্গনা রানাওয়াতের সম্পর্কে কথা কে না জানে? শোনা যায় লিভ ইনও করতেন তাঁরা। তখন যদিও আদিত্য বিবাহিত। কঙ্গনার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় আদিত্যর। স্ত্রীর কাছে ফিরে আসতে চাইলে জারিনা স্বামীকে আর এক বার সুযোগ দেন।
6 / 6
স্মিতা পাতিলের সঙ্গে প্রেমের কারণে প্রথম স্ত্রী নন্দিরার সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকে রাজ বব্বরের সম্পর্ক তলানিতে ঠেকে। রাজ বিয়ে করেন স্মিতাকে।