Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shraddha Kapoor Trolled: ‘এভাবে আর কতদিন’? ‘বিকিনি লুকের জন্যই ছবিতে ডাক’, চরম ট্রোল্ড শ্রদ্ধা

Social Media Trolling: কেউ-কেউ শ্রদ্ধাকে উপদেশ দিলেন, এক ধরনের চরিত্র থেকে বেরিয়ে এবার নতুন কোনও চ্যালেঞ্জ গ্রহণ করার।

| Edited By: | Updated on: Jan 27, 2023 | 2:13 PM
সাহো স্ট্রিট ডান্সার ৩-এর পর পর্দায় দীর্ঘদিন দেখা মিলছে না শ্রদ্ধা কাপুরের। একের পর এক হিট ছবি উপহার দেওয়া অভিনেত্রী কোথাও গিয়ে যেন হারিয়ে গেলেন পলকে। সোশ্যাল মিডিয়ায় তা নিয়েও চর্চা ছিল তুঙ্গে।

সাহো স্ট্রিট ডান্সার ৩-এর পর পর্দায় দীর্ঘদিন দেখা মিলছে না শ্রদ্ধা কাপুরের। একের পর এক হিট ছবি উপহার দেওয়া অভিনেত্রী কোথাও গিয়ে যেন হারিয়ে গেলেন পলকে। সোশ্যাল মিডিয়ায় তা নিয়েও চর্চা ছিল তুঙ্গে।

1 / 6
তবে রণবীর কাপুরের সঙ্গে আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সেই খবর সামনে থাকলেও লুক খুব একটা সামনে আসেনি। ছবির নাম তু ঝুটি মেয় মক্কার। তবে ছবির ট্রেলার মুক্তি পেতেই বিপত্তি।

তবে রণবীর কাপুরের সঙ্গে আগামী ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। সেই খবর সামনে থাকলেও লুক খুব একটা সামনে আসেনি। ছবির নাম তু ঝুটি মেয় মক্কার। তবে ছবির ট্রেলার মুক্তি পেতেই বিপত্তি।

2 / 6
শ্রদ্ধা কাপুরকে দেখে এক কথায় চক্ষু চড়কগাছ এক শ্রেণীর ভক্তদের। প্রায় অধিকাংশ ফ্রেমেই বিকিনি লুকে ঝরা দিলেন শ্রদ্ধা কাপুর। তবে তা নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেছেন এক শ্রেণী।

শ্রদ্ধা কাপুরকে দেখে এক কথায় চক্ষু চড়কগাছ এক শ্রেণীর ভক্তদের। প্রায় অধিকাংশ ফ্রেমেই বিকিনি লুকে ঝরা দিলেন শ্রদ্ধা কাপুর। তবে তা নিয়ে রীতিমত অসন্তোষ প্রকাশ করেছেন এক শ্রেণী।

3 / 6
কেউ কেউ আবার ট্রোল করতেও পিছপা হলেন না। স্পষ্ট জানিয়ে দিলেন, এতদিন পর এই কারণেই নাকি ছবি পেয়েছেন শ্রদ্ধা কাপুর। নয়তো তিনি বলিউডে ছবি পাচ্ছেন না বলেই ধারণা একশ্রেণীর।

কেউ কেউ আবার ট্রোল করতেও পিছপা হলেন না। স্পষ্ট জানিয়ে দিলেন, এতদিন পর এই কারণেই নাকি ছবি পেয়েছেন শ্রদ্ধা কাপুর। নয়তো তিনি বলিউডে ছবি পাচ্ছেন না বলেই ধারণা একশ্রেণীর।

4 / 6
তবে শ্রদ্ধা কাপুরের হাতে একাধিক প্রজেক্ট। রণবীর কাপুরের বিপরীতে বেশ মানিয়েছে তাঁকে। কেউ কেউ আলিয়ার সঙ্গেও তুলনা করে বসলেন শ্রদ্ধার। কেউ কেউ শ্রদ্ধাকে উপদেশ দিলেন, এক ধরনের চরিত্র থেকে বেরিয়ে এবার নতুন কোনও চ্যালেঞ্জ গ্রহণ করার।

তবে শ্রদ্ধা কাপুরের হাতে একাধিক প্রজেক্ট। রণবীর কাপুরের বিপরীতে বেশ মানিয়েছে তাঁকে। কেউ কেউ আলিয়ার সঙ্গেও তুলনা করে বসলেন শ্রদ্ধার। কেউ কেউ শ্রদ্ধাকে উপদেশ দিলেন, এক ধরনের চরিত্র থেকে বেরিয়ে এবার নতুন কোনও চ্যালেঞ্জ গ্রহণ করার।

5 / 6
যদিও বলিউডের এই নতুন জুটিকে দেখে অনেকেরই বেশ ভাল লেগেছে। মিশ্র প্রতিক্রিয়া পেলেও, ছবির গল্প যে বেশ মজাদার হতে চলেছে তার ইঙ্গিত দিল ছবির ট্রেলার।

যদিও বলিউডের এই নতুন জুটিকে দেখে অনেকেরই বেশ ভাল লেগেছে। মিশ্র প্রতিক্রিয়া পেলেও, ছবির গল্প যে বেশ মজাদার হতে চলেছে তার ইঙ্গিত দিল ছবির ট্রেলার।

6 / 6
Follow Us: