দেখতে দেখতে প্রেমের তিন বছর পার হয়েছে। বিয়ে করছেন কবে? এই প্রশ্ন বারেবারে উড়ে আসছে বলিপাড়ার হিট কাপল শিবানী দান্ডেকর ও ফারহান আখতারের উপর। বিয়ের প্ল্যান নিয়ে এত দিন চুপ ছিলেন শিবানী। সম্প্রতি মুখ খুলেছেন তিনি।
তাঁর কথায়, "হেন কেউ নেই যিনি আমাকে এই প্রশ্ন করেননি। সত্যি কথা বলে কখনও এই টপিক নিয়ে আলোচনা হয়নি আমাদের।"
যোগ করেন, "আমি সবাইকে একই কথা বলছি সঠিক সময় আসলে নিশ্চয়ই কিছু না কিছু ভাবব আমরা।"
শিবানী জানান এক সঙ্গে সময় কাটাতে ভালবাসেন তারা। কিন্তু নিজেরাও নিজেদেরকে সময় দেন। সেই মি টাইমে হস্তক্ষেপ করা পছন্দ নয় তাঁদের।
২০১৬ সালে অধুনা ভবানীর সঙ্গে বিচ্ছেদ হয় ফারহানের। এর পরেই শিবানীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শোনা যায়। ক্রমে গুঞ্জন প্রকাশ পায় সত্যিতে।
ছেলের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন বাবা জাভেদ আখতারও। তিনি জানান, সন্তানদের ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশ তাঁর পছন্দ নয়। তবে ফারহান যদি বিয়ে বা এই সম্পর্কিত কোনও কথা তাঁর সঙ্গে শেয়ার করতে চান তিনি নিশ্চয়ই শুনবেন।
ফারহানের বাড়িতেও শিবানীর অবাধ যাতায়াত। প্রশ্ন একটাই,বিয়ের ফুল ফুটবে কবে?