Birthday- Shilpa: আজ জন্মদিন শিল্পা শেট্টির, তাঁর জীবন বিতর্কে ঘেরা, তারই হদিশ রইল

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Jun 08, 2022 | 11:08 AM

Birthday- Shilpa: কখনও স্বামীর জন্য, তোও কখনও অন্য কোনও পুরুষের, শিল্পা শেট্টির জীবন থেকে বিতর্কে যেতেই চায় না। তার মধ্যেও তিনি নিজেকে আর পরিবারকে রাখেন সামলে  

1 / 7
আজ জন্মদিন বলিুউড ডিভা শিল্পা শেট্টির। ৪৭তম জন্মদিন তাঁর সৌন্দর্য দেখে অনুরাগীরা বলেন, তাঁর বয়স বাড়বে না কখনও।

আজ জন্মদিন বলিুউড ডিভা শিল্পা শেট্টির। ৪৭তম জন্মদিন তাঁর সৌন্দর্য দেখে অনুরাগীরা বলেন, তাঁর বয়স বাড়বে না কখনও।

2 / 7
তাঁর ফিটনেস নিয়ে কোনও কথা হবে না। নিয়মিত যোগা করেন।  জিমেও ঝরান ঘাম। যার ফল তাঁর এই তন্বী থাকা।

তাঁর ফিটনেস নিয়ে কোনও কথা হবে না। নিয়মিত যোগা করেন। জিমেও ঝরান ঘাম। যার ফল তাঁর এই তন্বী থাকা।

3 / 7
তবে এই সৌন্দর্যের মধ্যে রয়েছে নানা বিতর্ক। নিজের জন্য হোক কিংবা, অন্যদের কারণে, বিতর্ক তাঁর পি্ছু ছাড়ে না।

তবে এই সৌন্দর্যের মধ্যে রয়েছে নানা বিতর্ক। নিজের জন্য হোক কিংবা, অন্যদের কারণে, বিতর্ক তাঁর পি্ছু ছাড়ে না।

4 / 7
অভিনেতা রিচার্ড গেরে তাঁকে মঞ্চে চুম্বন করে।  সেই কারণে তাঁদের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায় থেকে কেস করে। সেই কেস থেকে ১৫ বছর পর অব্যাহুতি পান শিল্পা।

অভিনেতা রিচার্ড গেরে তাঁকে মঞ্চে চুম্বন করে। সেই কারণে তাঁদের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায় থেকে কেস করে। সেই কেস থেকে ১৫ বছর পর অব্যাহুতি পান শিল্পা।

5 / 7
আইপিএল ম্যাচে স্বামী রাজ কুন্দ্রা বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। সেই সময় এই ঘটনায় তাঁর নামও জুড়ে গিয়েছিল।

আইপিএল ম্যাচে স্বামী রাজ কুন্দ্রা বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। সেই সময় এই ঘটনায় তাঁর নামও জুড়ে গিয়েছিল।

6 / 7
সখীগোপাল মন্দিরে একজন সাধু তাঁকে চুমু খান। সেই নিয়েও চলে কথা। তিনি এর বিরোধিতা করে বলেন, বাবা মেয়েকে গালে চুমু খেতে পারে না!

সখীগোপাল মন্দিরে একজন সাধু তাঁকে চুমু খান। সেই নিয়েও চলে কথা। তিনি এর বিরোধিতা করে বলেন, বাবা মেয়েকে গালে চুমু খেতে পারে না!

7 / 7
সদ্য রাজ কুন্দ্রা পর্ণোগ্রাফি কাণ্ডে ধরা পড়েন। এই ঘটনাও শিল্পার জীবন আর কাজে প্রভাব ফেলে

সদ্য রাজ কুন্দ্রা পর্ণোগ্রাফি কাণ্ডে ধরা পড়েন। এই ঘটনাও শিল্পার জীবন আর কাজে প্রভাব ফেলে

Next Photo Gallery