ম্যাচ গড়াপেটা থেকে দাউদ-যোগ, সলমনের রোজগার নিয়ে বেফাঁস মন্তব্য, রাজ কুন্দ্রা মানেই বিতর্ক

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 22, 2021 | 8:55 PM

এর আগেও বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন রাজ... দেখে নেওয়া যাক রাজের জীবনের এমনই কিছু বিতর্কিত ঘটনা।

1 / 7
সাল ২০০৭। সে সময় বিগ ব্রাদার রিয়ালিটি শো'র কারণে শিল্পা আন্তর্জাতিক মুখ। বহুদিন পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে টুঁ শব্দটি করেননি রাজ-শিল্পা। ২০০৯ সালে বিয়ে করেন তাঁরা।

সাল ২০০৭। সে সময় বিগ ব্রাদার রিয়ালিটি শো'র কারণে শিল্পা আন্তর্জাতিক মুখ। বহুদিন পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে টুঁ শব্দটি করেননি রাজ-শিল্পা। ২০০৯ সালে বিয়ে করেন তাঁরা।

2 / 7
২০১৪ সালে সলমন খানকে নিয়ে বিতর্কিত কমেন্ট করেছিলেন রাজ কুন্দ্রা। তিনি বলেছিলেন একটি ছবিতে অভিনয় করে সলমন যে পরিমাণ টাকা রোজগার করেন, তা আদপে তাঁর এক মাসের আয়ের সমান। রাজের এই মন্তব্যে সলমন ভক্তরা বেজায় চটে যান তাঁর উপর। যদিও পরে রাজ দাবি করেন তাঁর মন্তব্যের ভুল ব্যখ্যা করা হয়েছে।

২০১৪ সালে সলমন খানকে নিয়ে বিতর্কিত কমেন্ট করেছিলেন রাজ কুন্দ্রা। তিনি বলেছিলেন একটি ছবিতে অভিনয় করে সলমন যে পরিমাণ টাকা রোজগার করেন, তা আদপে তাঁর এক মাসের আয়ের সমান। রাজের এই মন্তব্যে সলমন ভক্তরা বেজায় চটে যান তাঁর উপর। যদিও পরে রাজ দাবি করেন তাঁর মন্তব্যের ভুল ব্যখ্যা করা হয়েছে।

3 / 7
আইপিএলে রাজের একটি টিম ছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে। সূত্রের খবর, ২০১৩ সালে রাজের যোগাযোগ করেছিল বুকিদের সঙ্গে। আইপিএলের তিনটি সিজনে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দিল্লি পুলিশের তরফে তাঁকে সে সময় জিজ্ঞাসাবাদও করা হয়েছিল।

আইপিএলে রাজের একটি টিম ছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে। সূত্রের খবর, ২০১৩ সালে রাজের যোগাযোগ করেছিল বুকিদের সঙ্গে। আইপিএলের তিনটি সিজনে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। দিল্লি পুলিশের তরফে তাঁকে সে সময় জিজ্ঞাসাবাদও করা হয়েছিল।

4 / 7
জানিয়েছিলেন তাঁর প্রথম স্ত্রী কবিতা জড়িয়েছিলেন পরকীয়ায়। তাঁর পরিবারেরই এক সদস্যের সঙ্গে। সেই সদস্য আর কেউ নন, রাজের বোনের বর অর্থাৎ জামাইবাবু। রাজ দাবি করেন, তাঁদের সেই সম্পর্কের কথা নাকি টের পেয়েছিলেন রাজের মা। এর পর থেকেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন তিনি।

জানিয়েছিলেন তাঁর প্রথম স্ত্রী কবিতা জড়িয়েছিলেন পরকীয়ায়। তাঁর পরিবারেরই এক সদস্যের সঙ্গে। সেই সদস্য আর কেউ নন, রাজের বোনের বর অর্থাৎ জামাইবাবু। রাজ দাবি করেন, তাঁদের সেই সম্পর্কের কথা নাকি টের পেয়েছিলেন রাজের মা। এর পর থেকেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন তিনি।

5 / 7
শিল্পার সঙ্গে রাজের বিয়ের আগেও তাঁর একবার বিয়ে হয়েছিল। প্রথমা স্ত্রীর নাম কবিতা। তাঁদের এক সন্তানও রয়েছে। এক বিজনেস ডিলের ব্যাপারে পাকা কথা বলতেই রাজের সঙ্গে শিল্পার দেখা হয়।

শিল্পার সঙ্গে রাজের বিয়ের আগেও তাঁর একবার বিয়ে হয়েছিল। প্রথমা স্ত্রীর নাম কবিতা। তাঁদের এক সন্তানও রয়েছে। এক বিজনেস ডিলের ব্যাপারে পাকা কথা বলতেই রাজের সঙ্গে শিল্পার দেখা হয়।

6 / 7
রাজের প্রথম পক্ষের স্ত্রীও আঙুল তুলেছিলেন রাজের দিকে। দায়ী করেছিলেন শিল্পাকেও। শিল্পার জন্যই স্বামীর সঙ্গে বিচ্ছেদ-- অভিযোগ করেছিলেন তিনি।

রাজের প্রথম পক্ষের স্ত্রীও আঙুল তুলেছিলেন রাজের দিকে। দায়ী করেছিলেন শিল্পাকেও। শিল্পার জন্যই স্বামীর সঙ্গে বিচ্ছেদ-- অভিযোগ করেছিলেন তিনি।

7 / 7
রাজ কুন্দ্রা। বিগত বেশ কিছুদিন ধরেই যিনি চর্চায়। পর্নকাণ্ডে তিনি আলোচনার মূল কেন্দ্রে। আপাতত তাঁর ঠিকানা বাইকুল্লা জেল। আগামী মঙ্গলবার অবধি থাকতে হবে সেখানেই, নির্দেশ আদালতের। রাজ কুন্দ্রার জীবন বৈচিত্র্যময়। তাঁর পরিচয় শুধু শিল্পা শেট্টির স্বামী নয়। নেপালে শালের ব্যবসা দিয়ে কেরিয়ার শুরু করা রাজের জীবনে বারেবারে এসেছে বিতর্ক...

রাজ কুন্দ্রা। বিগত বেশ কিছুদিন ধরেই যিনি চর্চায়। পর্নকাণ্ডে তিনি আলোচনার মূল কেন্দ্রে। আপাতত তাঁর ঠিকানা বাইকুল্লা জেল। আগামী মঙ্গলবার অবধি থাকতে হবে সেখানেই, নির্দেশ আদালতের। রাজ কুন্দ্রার জীবন বৈচিত্র্যময়। তাঁর পরিচয় শুধু শিল্পা শেট্টির স্বামী নয়। নেপালে শালের ব্যবসা দিয়ে কেরিয়ার শুরু করা রাজের জীবনে বারেবারে এসেছে বিতর্ক...

Next Photo Gallery