Qatar World Cup 2022: দম থাকলে আটকাও…পোশাক খুলে কাতারে ঘুরছেন ইংলিশ ফ্যান!

ফুটবল স্টেডিয়ামের ভেতর বিয়ার পান বা শার্ট খুলে উদযাপনের মতো কাজগুলি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশের নিয়মকে রীতিমতো বুড়ে আঙুল দেখাচ্ছেন এক 'বুড়ো'।

| Edited By: | Updated on: Nov 28, 2022 | 9:32 AM
ক্ষুদ্র ও রক্ষণশীল দেশ কাতার। পোশাক, মদ্যপান নিয়ে সেখানকার নিয়ম কানুন পশ্চিমী দেশগুলির কাছে মাথাব্যথা। ফুটবল স্টেডিয়ামের ভেতর বিয়ার পান বা শার্ট খুলে উদযাপনের মতো কাজগুলি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশের নিয়মকে রীতিমতো বুড়ে আঙুল দেখাচ্ছেন 'এক বুড়ো'।  (ছবি:টুইটার)

ক্ষুদ্র ও রক্ষণশীল দেশ কাতার। পোশাক, মদ্যপান নিয়ে সেখানকার নিয়ম কানুন পশ্চিমী দেশগুলির কাছে মাথাব্যথা। ফুটবল স্টেডিয়ামের ভেতর বিয়ার পান বা শার্ট খুলে উদযাপনের মতো কাজগুলি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশের নিয়মকে রীতিমতো বুড়ে আঙুল দেখাচ্ছেন 'এক বুড়ো'। (ছবি:টুইটার)

1 / 5
ব্যক্তির নাম পল গ্রেগরি ওরফে ট্যাঙ্গো। ইয়র্কশায়ারের বাসিন্দা ট্যাঙ্গো ডাই হার্ড ফুটবল ফ্যান। তাঁর অভ্যেস হল ম্যাচের সময় শার্ট খুলে ফেলা। প্রিমিয়র লিগের ম্যাচ হোক বা ইংল্যান্ডের জাতীয় দলের। (ছবি:টুইটার)

ব্যক্তির নাম পল গ্রেগরি ওরফে ট্যাঙ্গো। ইয়র্কশায়ারের বাসিন্দা ট্যাঙ্গো ডাই হার্ড ফুটবল ফ্যান। তাঁর অভ্যেস হল ম্যাচের সময় শার্ট খুলে ফেলা। প্রিমিয়র লিগের ম্যাচ হোক বা ইংল্যান্ডের জাতীয় দলের। (ছবি:টুইটার)

2 / 5
হ্যারি কেনদের সমর্থন জোগাতে ট্যাঙ্গো পৌঁছে গিয়েছেন রক্ষণশীল দেশ কাতারে। যেখানে স্টেডিয়াম বা তার বাইরে ওভাবে শার্ট খুলে যত্রতত্র ঘোরার নিয়ম নেই। পল গ্রেগরি কাতারে যাচ্ছেন জেনে টুইটারে তাঁকে ব্যপক ট্রোল করা হয়। তারই জবাব দিলেন ওই ইংলিশ ফ্যান। (ছবি:টুইটার)

হ্যারি কেনদের সমর্থন জোগাতে ট্যাঙ্গো পৌঁছে গিয়েছেন রক্ষণশীল দেশ কাতারে। যেখানে স্টেডিয়াম বা তার বাইরে ওভাবে শার্ট খুলে যত্রতত্র ঘোরার নিয়ম নেই। পল গ্রেগরি কাতারে যাচ্ছেন জেনে টুইটারে তাঁকে ব্যপক ট্রোল করা হয়। তারই জবাব দিলেন ওই ইংলিশ ফ্যান। (ছবি:টুইটার)

3 / 5
কাতারে নীল সাগরের পাড়ে শার্ট খুলে পোজ দিয়েছেন গ্রেগরি। হাতে ইংল্যান্ডের জাতীয় পতাকা! অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, বিচে রিল্যাক্স মুডে বসে গ্রেগরি। তাঁর উর্ধাঙ্গ অনাবৃত। পরনে শুধু শর্টস।  (ছবি:টুইটার)

কাতারে নীল সাগরের পাড়ে শার্ট খুলে পোজ দিয়েছেন গ্রেগরি। হাতে ইংল্যান্ডের জাতীয় পতাকা! অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, বিচে রিল্যাক্স মুডে বসে গ্রেগরি। তাঁর উর্ধাঙ্গ অনাবৃত। পরনে শুধু শর্টস। (ছবি:টুইটার)

4 / 5
পল গ্রেগরির ভাবখানা এমন যেন বলতে চাইছেন, দম থাকলে আমাকে আটকে দেখাও। তবে উৎসাহের বশে ইংল্যান্ডের ম্যাচ চলাকালীন গ্রেগরি গায়ের পোশাক খুলে ফেললে বড়সড় বিপদে পড়তে পারেন। (ছবি:টুইটার)

পল গ্রেগরির ভাবখানা এমন যেন বলতে চাইছেন, দম থাকলে আমাকে আটকে দেখাও। তবে উৎসাহের বশে ইংল্যান্ডের ম্যাচ চলাকালীন গ্রেগরি গায়ের পোশাক খুলে ফেললে বড়সড় বিপদে পড়তে পারেন। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: